ভাইবা নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

ভাইবা একটি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ভাইবা বোর্ডের সকল মানুষের মন জয় করা। নিজের স্মার্টনেসের পাশাপাশি সুন্দর করে কৌশলগতভাবে ভাবে উপস্থাপন করা। সুন্দর করে গিয়ে বসা, আদবের সাথে কথা বলা। রুমে ঢোকার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভাইবা বোর্ডের সকলকে সকলকে সালাম দেন। নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে প্রতিটি কথার উত্তর সাবলীল ও সুন্দর করে দিতে হবে। যে প্রশ্নের উত্তর না পাবেন সরাসরি না বলে দিবেন। কোন প্রকার উত্তর দেয়ার সময় দ্বিধা দ্বন্দ্বতা থাকা যাবে না।

আরও দেখুন

ভাইবা বোর্ডের সাক্ষাৎকার দিতে গিয়ে অনেকে ঘাবড়ে যায় । যারা অনলাইনে ভাইভা বোর্ডের উক্তি বানী ও স্ট্যাটাস গুলো জানতে অনুসন্ধান করেন। তাদের জন্য আজকে আমরা আমাদের ওয়েবসাইটে কিছু তথ্য প্রকাশ করব। ভাইবা বোর্ডের পরীক্ষা দিতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বায়োডাটা এবং চাকরির আবেদনের যাবতীয় কাগজপত্র নিতে হবে। সকল প্রশ্নের উত্তর ঠান্ডা ভাবে দিতে হবে। কারণ সেই উত্তরে উপর ডিপেন্ড করবে আপনি চাকরিতে উত্তীর্ণ হতে পারবেন কিনা।

ভাইবা বোর্ডের উক্তি

ভাইবা দেওয়ার সময় আঞ্চলিক ভাষায় কোনভাবে কথা বলবেন না। এক দাম সহজ সরল ভাষায় নিজেকে প্রেজেন্ট করুন। সব কাজ করবেন অনুমতি নিয়ে। অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন। ভাইবা বোর্ডের উক্তি সম্পর্কে জানতে হলে নিচের তথ্যগুলো মনোযোগ সহকারে দেখবেন।

ভাইবা বোর্ডে যে বিষয়ে প্রশ্ন করা হয় শুধু সেই বিষয়েই উত্তর দিতে হবে।

ভাইবা বোর্ডে প্রার্থীর মানসিক সমস্যা সমাধানে যোগ্যতা এসব নিয়ে প্রশ্ন করা হবে।

ভাইভা বোর্ডে কখনোই মিথ্যা আশ্রয় নিবেন না।

ইন্টারভিউ বোর্ডে কখনোই নিজের যোগ্যতার বিষয়ে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না।

ভাইবা পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন করা হতে পারে।

ভাইভা পরীক্ষা দেওয়ার সময় ধূমপান করে যাবেন না।

ভাইভা পরীক্ষা দেওয়ার সময় মাথা ঠান্ডা রাখুন।

পরীক্ষার সময় ভাইবার যেসব কাগজপত্র লাগবে সেসব সাথে নিয়ে যান।

ভাইভা দেওয়ার সময় কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা যেন প্রকাশ না পায়।

ইন্টারভিউ বোর্ডে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করুন।

ভাইবার বোর্ডে প্রবেশ করার পর অনুমতি না নিয়ে বসে করবেন না।

ভাইভা ভোটের মূল্যবান বাণী, গুলো জানতে হলে। আমাদের ওয়েবসাইট থেকে ভাইবা সংক্রান্ত তথ্যগুলো দেখবেন। আমরা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে বাছাই করে ভাইবা বানী সংগ্রহ করেছি। আশা করি এগুলো আপনাদের জীবনে কাজে লাগবে।

ভাইভা নিয়ে স্ট্যাটাস

ভাইভা হলো আপনার স্বপ্ন সাফল্যের চাবিকাঠি। কেননা একটা ভাইবা ভালো করা মানে রুজির জায়গা স্থির করা। ভাইবা সম্পর্কে বিখ্যাত ব্যক্তিরা যেসব কথা বলেছেন। সেগুলো আমরা স্ট্যাটাস আকারে সাজিয়েছি। নিচে সকল ভাইবা নতুন আপডেট তথ্যগুলো দেওয়া হয়েছে।

শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না।  –  আইজ্যাক নিউটন

শিক্ষা হলও সাফল্যের টিকেটস্বরূপ।  –  জেইমে এস্কালান্টে

শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট।  –  অরফা উইনফ্রে

যখন আমরা যুবকদের মস্তিষ্ককে শিক্ষা দিচ্ছি, তখন তাদের হৃদয়কে শিক্ষিত করা এ কথাটি যেন আমাদের ভুলে যাওয়া উচিত নয়।  –  দালাই লামা

শিক্ষা ছাড়া একজন মানুষ হলো ঠিক সে রকম ভিত্তি ছাড়া একটি বিল্ডিং যে রকম।  –  সংগৃহীত

এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।  –  মহাত্মা গান্ধী

ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা।  –  মহাত্মা গান্ধী

আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।  –  মহাত্মা গান্ধী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top