Song Lyrics
Tor E Janalay ( তোরই জানালায় ) Lyrics- Habib Wahid, Nancy

Tor E Janalay Song Lyrics Published. Check the Song Lyrics of Tor E Janalay from our Site which collected from Habib Wahid, Nancy Song. With the song, You will also get Official Music Video of Tor E Janalay . We have also added Full Song Information like Lyrics (Song Writer), Singer Name, Song Released Date and all other Information shortly. Let’s read Tor E Janalay in Bangla or English Lyrics from this post.
Tor E Janalay Song Information:
Track | Tor E Janalay |
Singer & Composer | Habib Wahid, Nancy |
Music | Habib Wahid |
Lyrics | Suhrid Sufian |
Release Date | Dec 21, 2017 |
Digitally Powered By | Qinetic Network |
Tor E Janalay Official Music Video:
Tor E Janalay Song Lyrics:
কি করে যে বলি আমি ,
মন তোরে চায় রে…
প্রিয় কোনো বসন্তকাল
আমারে নাচায় রে ।
ফুলের ঐ হাসিতে
জানি তোরই বসবাস ,
ভালো আজ বেসে চল
লিখি ইতিহাস ।
চলে যায় , ধীরে ধীরে সময় ,
চলে যায় … মন উড়ে যায় ,
উড়ে যায় … গলে যায় …
তোরই জানালায় ।
কি করে যে বলি আমি ,
মন তোরে চায় রে…
প্রিয় কোনো বসন্তকাল
আমারে নাচায় রে ।
সারাদিন আমি ভাবি তোকে ,
যদি জেনে যায় জানুক লোকে ,
তোকে ছাড়া ভালো
থাকতে যে পারবো না ।
দুটি মন যদি এক হয়ে যায় ,
বৃষ্টি নামে কৃষ্ণচূড়ায় ,
মরণেও তোর হাত আমি
ছাড়বো না।
দূরে থেকেও আমি যে
ভেসেছি প্রেমেরই হাওয়ায় …
কি উপায় ?
ফুলের ঐ হাসিতে
জানি তোরই বসবাস ,
ভালো আজ বেসে চল
লিখি ইতিহাস।
চলে যায় , ধীরে ধীরে সময় ,
চলে যায় … মন উড়ে যায় ,
উড়ে যায় … গলে যায় …
তোরই জানালায়।
কি করে যে বলি আমি ,
মন তোরে চায় রে…
প্রিয় কোনো বসন্তকাল
আমারে নাচায় রে ।
কিছু অভিমান তোলা আছে ,
আমার আলতো ঠোঁটের কাছে ,
ঘুম বিকেলের ঘড়ি তুই হয়ে যা।
পাল তোলা নাউ ভাসিয়ে দিলাম ,
পাখিদের দলে আমিও ছিলাম ,
নদী হয়ে তুই এই বুকে বয়ে যা।
তোকে এঁকেছি , আজ আমি ,
উদাসী বিকেলি ছোয়ায় …
নীলিমায় … ।
ফুলের ঐ হাসিতে
জানি তোরই বসবাস ,
ভালো আজ বেসে চল
লিখি ইতিহাস … ।
চলে যায় , ধীরে ধীরে সময় ,
চলে যায় … মন উড়ে যায় ,
উড়ে যায় … গলে যায় …
তোরই জানালায় … ।
কি করে যে বলি আমি ,
মন তোরে চায় রে…
প্রিয় কোনো বসন্তকাল
আমারে নাচায় রে … ।