Tapur Tupur (টাপুর টুপুর) Lyrics-Rosogolla (2018)

Tapur Tupur Song Lyrics Published. Check the Song Lyrics of Tapur Tupur from our Site which collected from Rosogolla Song. With the song, You will also get Official Music Video of Tapur Tupur. We have also added Full Song Information like Lyrics (Song Writer), Singer Name, Song Released Date and all other Information shortly. Let’s read Tapur Tupur in Bangla or English Lyrics from this post.
Tapur Tupur Song Information:
Track | Tapur Tupur |
Singer & Composer | Arnab Dutta |
Movie | Rosogolla (2018) |
Lyrics | Arnab Dutta |
Release Date | Nov 22, 2018 |
Label | Windows Music |
Tapur Tupur Song Lyrics:
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবির এই গায়।
তুই যে আমার একলায় আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
রং-বেরঙের বেলোয়ারী
সাত রঙা রং মুখ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবনভরের সুখ,
রে জীবনভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু’জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝরবে পথে,
দুলবে হাওয়া বুকে।
থাকবো দু’জন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টিপানে,
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবির এই গায়।
তুই যে আমার একলায় আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
খড় বায়ুর সাথে ভেসে
ছাই মেঘেরই বুকে,
ফিরবো মোরা মনের ঘাটে
সন্ধ্যে নামার মুখে। – [ ২ বার ]
বলি ও রজনী, –
বলি ও রজনী,
তোর হাতে যে পিয়ার আঁখি খানি।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবির এই গায়।
তুই যে আমার একলা আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হলো,
যা হতো না আগে।
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে। – [ ২ বার ]
বলি ও সজনী,
বলি ও সজনী,
তোর হাতে যে আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর,
জলছবির এই গায়।
তুই যে আমার একলায় আকাশ,
মেঠো সুরের ছায়,
রে মেঠো সুরের ছায়।