Sei Tumi Keno Eto Ochena Hole (সেই তুমি কেন এতো অচেনা হলে) Lyrics – Ayub Bachchu

Sei Tumi Keno Eto Ochena Hole Lyrics you can read on this post. All of the people know that Sei Tumi Keno Eto Ochena Hole is one of the most popular song by Ayub Bachchu. We are providing the Full Video song (Official Video), Song Lyrics and Song Information. If you want to sing this song on anywhere, you must need to provide credit to the people who are connected to the song Sei Tumi Keno Eto Ochena Hole. The Song has Officially released on 9 July 2016 on Gaan Bangla TV Official Youtube Channel. Let’s read all information from the below.
Sei Tumi Keno Eto Ochena Hole Song Information:
Track | Sei Tumi Keno Eto Ochena Hole |
Singer & Composer | Ayub Bachchu |
Keys & Arrangement | Taposh |
Lyrics | |
Release Date | 04 October 2018 |
Powered By | Gaan Bangla TV |
Sei Tumi Keno Eto Ochena Hole Official Music Video:
সেই তুমি কেন এতো অচেনা হলে লিরিক্স (গানের কথা):
সেই তুমি কেন এতো অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এতো অচেনা হলে তুমি,
কিভাবে এতো বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এতো অচেনা হলে তুমি,
কিভাবে এতো বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও|
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়,
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা|
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এতো অচেনা হলে তুমি,
কিভাবে এতো বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়