মৃত্যু নিয়ে উক্তি, ফেসবুকে স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা আজ হোক কাল অনিবার্য। আজকের এই পোস্টটিতে আমরা মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী তুলে ধরব। মৃত্যু মানুষের চিরন্তন সত্য কথা। যা সবাইকে মেনে নিতে হবে। মানুষের জীবনের কঠিন সত্য কথাটি হলো প্রিয়জনের মৃত্যুতে আমরা সাধারণ শোকাহত হয়ে থাকি। সেই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আজকে সুন্দর সুন্দর মৃত্যুর উক্তি, স্ট্যাটাস, বাণী তথ্যগুলো শেয়ার করব।

Contents

আপনারা অনেকে আছেন যারা মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস, বানী, ক্যাপশন কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে প্রবেশ করে থাকেন। তাদের জন্য আজকের এই পোস্টটি মৃত্যু নিয়ে ক্যাপশন, কবিতা, সুন্দর সুন্দর বাণী ও বাছাইকৃত উক্তি তুলে দেওয়া হয়েছে। নিত্যনতুন আপডেট উক্তি, বাণী, স্ট্যাটাস, কবিতা সংগ্রহ করার জন্য আমাদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়বেন। আশা করি সবার ভালো লাগবে।

মৃত্যু নিয়ে সেরা উক্তি

পৃথিবীতে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। সেই মানুষগুলোকে আমরা ভুলে থাকতে আমরা সাধারণত ব্যস্ততম জীবন পার করি বা শান্তনামূলক উক্তি বই পরি। আপনারা যারা মৃত্যু নিয়ে উক্তি সংক্রান্ত তথ্য অনলাইনে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে মৃত্যু নিয়ে উক্তি খুঁজে পাবেন। আজকের এই পোস্টে সেরা বাছাইকৃত মৃত্যু নিয়ে উক্তিগুলো সুন্দর করে সাজিয়েছি। তাই আর দেরি না করে এখান থেকে আপনার পছন্দের মৃত্যু নিয়ে উক্তিগুলো সংগ্রহ করুন।

১/ মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। -মুনীর চৌধুরী

২/জীবনকে যেমন, মৃত্যুকে তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে। শহীদুল্লাহ কায়সার

৩/আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারাও যায় অতৃপ্তি নিয়ে। – সাইরাস

৪/মৃত্যু নিয়ে আমি ভীত নই, কিন্তু মরার জন্য তারাও নেই আমার, তার আগে করার মতো অনেক কিছু আছে আমার -স্টিফেন হকিং

৫/মৃত্যুই আমাদের সবার গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি। এবং সেটাই হওয়া উচিত, কারণ সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার মৃত্যু। জীবনে পরিবর্তনের এজেন্ট মৃত্যু। এটা পুরোনোকে ঝেড়ে নতুনের জন্য জায়গা করে দেয়।  -স্টিভ জবস

৬/আমি মনে করি, মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরনো জিনিস ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে।

– স্টিভ জবস

৭/ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে। -উইলিয়াম শেক্সপিয়র

৮/মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।  –সমরেশ মজুমদার।

৯/যারা মৃত্যুকে বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই হল সর্বাধিক বুদ্ধিমান

১০/অবিশ্বাস এবং সন্দেহ একটি সম্পর্কের মৃত্যু ঘটাতে যথেষ্ট।  -সংগৃহীত

মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি

ইসলামী স্পষ্ট বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তেমনি মানুষের জন্ম আছে মৃত্যু অনিবার্য হবে। আজকে এই পোস্টটিতে আমরা মৃত্যু নিয়ে ইসলামিক বানী গুলো তুলে ধরতে চেষ্টা করেছি। আশা করি এই ইসলামিক উক্তি বাণী গুলো সবার পছন্দ হবে এবং সংগ্রহ করে নেবেন।

১। প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।
— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫

২। আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।
— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬

৩। যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ।
— সুনানে ইবনে মাজাহ (৪২৫৯ নং হাদিস )

৪। মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাদতো ।
— হযরত মোঃ (সাঃ)

৫। যে ব্যাক্তি মৃত্যুকে চিনে গেছে, তার জন্য দুনিয়ার মুসীবত ও দুঃখ সহ্য হয়ে গেছে ।
— কা’ব আল আহবার (রহ)

৬। সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

৭। নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

৮। তোমাদর আগে পৃথিবীতে যারা ছিলেন তারা মনে করতেন মৃত্যু তাদের সন্নিকটে। তাদের একেকজন পবিত্রতা অর্জনের জন্য পানি সংগ্রহ করে নিতেন, প্রকৃতির ডাকে সাড়া দিতেন এবং তারপর ওযু করতেন আল্লাহর নির্দেশের (মৃত্যু) ভয়ে যেন তা এমন অবস্থায় না আসে যখন তিনি পবিত্র অবস্থায় নেই।
— আল হাসান আল-বাসরী (রাহিমাহুল্লাহ)

9. যখন মানুষ নিজেকে প্রকাশ করে না তখন ভাববেন সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে।
— লরি হাসলে এন্ডারসন

10. জীবন নিয়ে গর্ব মানুষের চিরকালের অথচ মৃত্যু কত সহজ কি নিঃশব্দে এসে চলে যায়।
— সমরেশ মজুমদার

মৃত্যু নিয়ে সেরা ফেসবুকে স্ট্যাটাস

আপনার কম বেশি সকল মানুষ ফেসবুক ব্যবহার করি।পছন্দের মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে হলে, আজই আমাদের ওয়েব সাইটের বাছাইকৃত স্ট্যাটাস গুলো দেখে নিবেন। কারণ আমরা মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো খুব সুন্দর করে সাজিয়েছি। আশা করি সকল মৃত্যুর ফেসবুক স্ট্যাটাস তথ্যগুলো সবার পছন্দ হবে।

১। এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে নাহ, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেচেই ছিলে নাহ।
— শেখ সাদি

২। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন।
— তারিক রামাদান

৩। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার রাহমাত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কুরআন অধ্যয়ন করেন, অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন বুখারী ও মুসলিমে এবং আল্লাহর ইবাদাত করেন
— ইমাম আয-যাহাবী (রাহিমাহুল্লাহ)

৪। আল্লাহ্‌ যদি কাউকে মারতে চান তাহলে কি তার কোনো আয়োজন করার প্রয়োজন আছে? তাহলে মরতে কিসের ভয়, একবারই তো মরতে হবে ।
— হুমায়ূন আহমেদ

৫. মৃত্যু এবং জীবন কিন্তু বিপরীত নয় বরং মৃত্যু হলো জীবনের অংশ।
— হারুকি মুরাকামি

৬. মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে একটি সম্পর্ককে নয়।
— মিচ আলবম

৭. মৃত্যু সবচেয়ে বড় ক্ষতি নয় বড় ক্ষতি হয় তখন যখন কেউ বেচে থেকেও মরে যায়।
— নরমান কাজিন্স

৮. কিছু মানুষের মৃত্যু আপনার পুরো পৃথিবীকে শুন্য বানিয়ে দিতে পারে।
— আলফন্সি ডি ল্যামারটাইন

মৃত্যু নিয়ে ক্যাপশন

মৃত্যু নিয়ে আবেগঘন ক্যাপশন পেতে চাইলে সঠিক জায়গায় আসতে পেরেছেন। যারা ফেসবুকে মৃত্যু নিয়ে ক্যাপশন খুঁজেছেন, তাদের জন্য আজকে আমরা বাছাইকৃত মৃত্যু নিয়ে ক্যাপশন দিতে পেরেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখান থেকে মৃত্যু নিয়ে ক্যাপশন গুলো সংগ্রহ করে নিন।

১. ভীতুরা মরার আগে হাজার বার মরে। আর সাহসীরা একবারই মরে।
— উইলিয়াম শেক্সপিয়ার

২. প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
— আল-কোরআন

৩. মানুষের মৃত্যু হলে সে পচে যায় আর জীবন থাকলে প্রতি নিয়তই বদলায়।
— মুনির চৌধুরী

৪. সে ই প্রকৃত মানুষ যে আত্মার মৃত্যুকে ভয় পায় শারিরীক মৃত্যুকে নয়।
— ইবনুল কাইয়্যিম

৫. যারা ধর্মান্তরিত হয় তাদের মৃত্যুদণ্ড দেয়া ফরজ হয়ে যায়।
— জাকির নায়েক

৬. যদি ভালো জীবনের আশা করেই থাকেন তবে কখনো ভুলিবেন না যে আপনাকে মৃত্যু বরণ করতে হবে।
— তারিক রামাদান

৭. মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ।
— আল-হাদীস

৮. আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে।
— ওয়াল হুইটম্যান

৯. আপনার জন্ম যেমন স্বাভাবিক ছিল তেমনু স্বাভাবিকভাবেই আপনার মৃত্যুও হবে।
— বেকন

মৃত্যু নিয়ে কবিতা

অনেকে যারা আছে কবিতা পড়তে ভালোবাসেন। তাই যারা মৃত্যু নিয়ে কবিতা পড়তে ইচ্ছা পোষণ করেছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে মৃত্যুর শেয়ার করতে চাচ্ছেন। সেই কবিতা প্রেমী মানুষদের জন্য আজকে আমরা মৃত্যু নিয়ে কবিতা নিচে প্রদান করেছি, আশা করি কবিতাগুলো সবার নজর করবে।

মৃত্যুর ডাক
– রুবিনা মজুমদার

মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায় ,
মৃত্যু যখন কাছে এসে বলে …
পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে ,
আমার কাছে আয় চলে আয় ।
তবুও মানুষ ক্ষণিক জীবনের তরে
নতুন স্বপ্নগুলো করছে বপন ,
পরাজিত হয়েও জীবন যুদ্ধে
গড়ছে আপন ভুবন ।
নতুন বছর ফিরে ফিরে আসে ,
আবার চলেও যায় ,
সময়ের কাছে তবুও মানুষ
হয়ে পড়ে কেন এতো অসহায় ?
জীবনটা এতো ক্ষণিকের কেনো
কেউ কি বলতে পারো ?
তবুও কারো কাছে এর
কোনো উত্তর নেই যেনো ।
এই পৃথিবীর ক্ষণিকের মায়াডোরে ,
আলো আর আঁধারের মাঝে –
কেউ পড়ছেন নামায – কালাম
কেউ করছেন হজ্জ ,
কেউ বা আবার কালো টাকা গুনছেন
কেউ বা হচ্ছেন জর্জ ।
কেউ চালাচ্ছেন উড়োজাহাজ
কেউ বা মেশিনগান ,
কেউ বা আবার কেড়ে নিচ্ছেন
কতো অমূল্য প্রাণ ।
কেউ রাজা হয়ে রাজ্য শাসন করেন
অসহায় প্রজারা কেন ধুঁকে ধুঁকে মরেন ?
কেউ পড়ে প্রতারণার ফাঁদে
একাকী বসে বসে নীরবে কাঁদেন ।
কতো যাদুকর যাদু দেখিয়ে
মানুষের চোখে ধাঁ ধাঁ লাগিয়ে
বিখ্যাত হচ্ছেন বিশ্বময় ,
কতো বিজ্ঞানী নীল আকাশ দিয়ে পাড়ি
চাঁদ , গ্রহ , নক্ষত্রকে করছেন জয় ,
তবুও সব মানুষই একসময়
হয়ে পরেন মৃত্যুর কাছে বড়ই অসহায় ।

মৃত্যু…. শুধু মুছে ফেলা নাম !

পৃথিবী কি থেমে যায় কখনও ?
এই যে মাত্র আলম সাহেবের জানাজা শেষ হলো
কেউ কি থেমে গেলো কোথাও ! থমকে কি গেলো
কাকেদের ওড়াউড়ি ? পার্কে মানুষের হাত ধরাধরি ?

বসে থাকা ভিখিরীও কি চুপ করে আছে
হাত না পেতে ! যে দু’টি কিশোরী ছড়াচ্ছে
বাদামের খোসা, একজোড়া কপোত-কপোতী ওড়াচ্ছে
স্বপ্নের ফানুস , সব কি থেমে গেছে ?

রিক্সার ক্রিং ক্রিং ভেসে আসে
ভেসে আসে হট্টগোল মেছো বাজারের,
যেসবে কান পেতে রাখা দায়
তাও কি খানিক থমকাবে মনে হয় ?

গুটিয়ে যাবে কি পৃথিবীর সব কাজ ?
যতো ধড়িবাজ , মাগীর দালাল, কোর্টের মহুরী,
ঘাটের ইজারাদার , বাস ড্রাইভার
থামাবে কি আজ সব বেলেল্লাপনা তার !

কিছুই থামেনা , না সূর্য্য – না পৃথিবী
না থামে বাতাস , না তুমি – না আমি
থামেনা কিছুই , শুধু বয়ে চলে ধরাধাম
কেবল একজন থেমে যায় , মুছে ফেলে নাম !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top