প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কিছু কথা

একমাত্র সন্তানের সুখের জন্য বাবার সবকিছু করতে পারে। পৃথিবীতে বাবার উপরে আপন মানুষ খুঁজে পাবেন না। কেননা তিনি সারা জীবন ছায়ার মতো করে আগলে রাখে। সন্তানদের কোন প্রকারের দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে দেয় না। সারাদিন রাত কঠোর পরিশ্রম করে শুধুমাত্র সন্তানের ভবিষ্যত করার জন্য। তাদের স্বপ্ন এতটুকুই বেঁচে থাকে সন্তান যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। যার বাবা মারা গেছেন তার জন্য পৃথিবী একটি অন্ধকারে পরিণত হয়েছে। তার জীবন চলার পথে অনেকটা কমে যায় এবং প্রতিটি ধাপে ধাপে বাবার স্মৃতি মনে পড়ে।

বাংলাদেশ অসংখ্য মানুষ প্রবাসের জীবন যাপন করে। তাদের অজস্র কষ্টের বিনিময়ে বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি নির্ভর করে। বিশেষ করে বর্তমান সময়ে সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেক বাবা প্রবাস জীবন যাপন করতেছে। ছেলেরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাই দেশ ত্যাগ করে প্রবাসী জীবন বেছে নিয়েছে। সেই প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি বানী ও মূল্যবান কথা তুলে ধরছি।

প্রবাসী বাবা নিয়ে স্ট্যাটাস

বাবা হলেন বাড়ির ছাদের মত,
যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দেয়,
কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না।
– রেদোয়ান মাসুদ

কোনো পিতামাতার কাছেই তার সন্তান কুৎসিত নয় ।
– কার্ভেন্টিস

আমি চিরস্থায়ী বিদায় নিচ্ছি না, আমার সন্তানের মাধ্যমে আমি বেঁচে থাকব অনন্তকাল ।
– টমাস আটওয়ে

বাবা-মা’র ১ম সন্তান হচ্ছে একটি জীবন্ত খেলনা।

সেই খেলনার সবকিছুই অত্যান্ত আনন্দের।
খেলনা যখন হাসে, বাবা-মা ও হাসে।
আবার যখন কাঁদে বাবা-মার মুখ ও চিন্তিত হয়ে যায়।
– হুমায়ূন আহমেদ

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে,
সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে।
কিন্তু “বাবা” এমন ১জন ব্যক্তি যে কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে চিরজীবন ।

বাবা, তোমাকে ধন্যবাদ। বিশেষ এই দিনটির মতোই আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষ তুমি ।

প্রবাসী বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বাবা এমন একজন মানুষ যিনি সবসময় করে যান,
কিন্তু কোনদিন বিনিময় কোন প্রতিদান চায় না ।

সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোন চাকরি হয়নি ।

বাবার হাত যার মাথার উপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুক্ষিন হয়না ।

সবচেয়ে অভাগা সেই ছেলে,
যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারলোনা ।

 

বাবা আল্লাহর দেওয়া অনেক বড় এক নেয়ামত,
যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায়না ।

আপনার কাজের মাধ্যমেই মানুষ আপনার বাবা মা কে সম্মানের চোখে দেখবে এবং দোয়া করবে ।

বাবা মা এর মত নিঃস্বার্থ ভাবে কেউ আপনার পাশে থাকবে না এবং যত্ন নিবেনা ।

বাবা একদিন মরে যাবে কিন্তু উনার পরিচয় টিকে থাকবে সন্তানের ভালো কাজের মাধ্যমে ।

যত পারা যায় মৃত বাবা মায়ের কবর জেয়ারত করা উচিৎ এবং উনাদের জন্য দান খয়রাত করা উচিৎ ।

প্রবাসী বাবাকে নিয়ে ক্যাপশন

তিনি তার সন্তানের ভবিষ্যতের জন্য শ্রমজীবী, তিনি একজন শ্রমিক
তিনি তার মেয়ের বিবাহের জন্য স্ত্রীর সিঁদুরের জন্য একজন মজুর,

তিনি একজন শ্রমিক, তিনি তার মা এবং বাবার বিশ্বাসযোগ্যতার জন্য বাধ্য, তাই তিনি কোনও শ্রমিক নয়।

আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন,
এবং যেমন ব্যাবহার করবেন আপনার ছেলেমেয়ে থেকে,
ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যাবহার ফিরে পাবেন ।

 

১জন মেয়ে তার স্বামীর কাছে রানীর আসন নাও পেতে পারে,
কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা।

কিন্তু একটা লক্ষ করুলে দেখা যায় Boyfriend এবং Girlfriend
এই শব্দের শেষের অংশ হলো ”end”.
এজন্য এ সম্পর্কগুলো অবশ্যই শেষ হয়ে যায়।
আর তৃতীয় শব্দ হলো Family, যার প্রথম ৩টি অক্ষর Fam=Father and mother
আর শেষের তিনটি অক্ষর I , L এবং Y = I Love You যার শুরু বাবা-মাকে নিয়ে,
আর শেষ হয় তাদের ভালোবেসে।

প্রবাসী বাবাকে নিয়ে উক্তি

”বাবা” সৃষ্টিকর্তার দেওয়া এক মহান উপহার তুমি।
–হ্যাপি ফাদার্স ডে

 

”বাবা” কখনো বলা হয়নি তোমায় ঠিক কতখানি ভালোবাসি।
–হ্যাপি ফাদার্স ডে

 

”বাবা” হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে ।
–হ্যাপি ফাদার্স ডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top