প্রেমিকার রাগ ভাঙ্গানোর কৌশল-

একটি সম্পর্কের মাঝে রাগ, অভিমান ও মন খারাপ বিষয়গুলো স্বাভাবিক। রাগ সবসময়ই ভালো দিক বয়ে আনে না। তাইতো বিখ্যাত মনীষী বলেছে রেগে গেলে তো হেরে গেলেন। তাই বলে যদি প্রেমিকা রাগ করে থাকে তাহলে বিষয়টা আলাদা। একজন প্রেমিকা সবসময় যে জিনিসটা চায়। তা হল ভালোলাগার মানুষ তার রাগ এবং মান অভিমান ভাঙ্গানোর জন্য অনেক কিছু চেষ্টা করুক। তাইতো ঐ সমস্ত প্রেমিকের জন্য আজকের পোস্টটি প্রদান করেছি।
- খুব সহজে পড়ুন :
- প্রেমিক প্রেমিকার রাগ ভাঙ্গানো কৌশল
ভালোবাসার মানুষের রাগ ভাঙ্গানোর জন্য যেসব কৌশল অবলম্বন করা যায়। সেই সমস্ত ব্যতিক্রম ধর্মী কৌশল গুলো আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। তাই তো আপনাদের উচিত মনোযোগ সহকারে সম্পুর্ন পোস্টটি পড়া এবং বাস্তব জীবনে প্রতিফলিত করা।
একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অবশ্যই সরি বলার অভ্যাস থাকতে হবে। সব সময় একজন প্রেমিক বা প্রেমিকার ভুল ধরা যাবেনা। এখন যদি সরি বলে তাহলে অপরজন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এবং সম্পর্কটা আগের মত স্বাভাবিক হবে। তাই উভয় পক্ষে সরি বলবো বলার মন-মানসিকতা থাকতে হবে।
প্রেমিক প্রেমিকার রাগ ভাঙ্গানো কৌশল
- ‘সরি’ নেগেটিভ শব্দ নয়:
- সরি’ বলুন ইগো ঝেড়ে, দ্বিধা সরিয়ে
- দেরি করবেন না: সমস্যা বাসি করবেন না
- ইগো ছাড়ুন: ‘ইগো’ নামের মারাত্মক বোধ
- মেসেজে নয়: একেবারেই মেসেজ বা হোয়াটস অ্যাপে ‘সরি’ বলা উচিত নয়।
- ও-ও তো দোষী: আপনিও দোষী তো? ব্যস, এটাই ‘সরি’ বলার জন্য যথেষ্ট।
- শর্ত বাদ: বলবেন ‘সরি’, তার আবার শর্ত কীসের অ্যাঁ?
- ভালবাসুন: