Paytm একাউন্ট খোলার সহজ উপায় ও বাংলাদেশ হেল্পলাইন নাম্বার

বাংলাদেশের অনেক মানুষ Paytm এর সেবা পেতে চায় কিন্তু তারা যেকোনো কারণে একাউন্ট খুলতে পারতেছি না। একাউন্ট খুলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই যেসব মানুষ Paytm অ্যাকাউন্ট খুলতে আগ্রহী। তারা এই পোস্টটি পড়ে উপকৃত হবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ও কিভাবে Paytm অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এসব তথ্য গুলো সুন্দর করে সাজিয়েছি। বাংলাদেশে Paytm অ্যাকাউন্ট করেছে এবং করতে আগ্রহী। তারা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পোস্ট পড়তে হবে।
- খুব সহজে পড়ুন :
- Paytm কি ও এর সুবিধা
- বাংলাদেশ Paytm একাউন্ট খোলার পদ্ধতি
- Paytm অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে।
- Paytm হেল্পলাইন নাম্বার
Paytm কি ও এর সুবিধা
Paytm হল অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। যেখানে আপনারা অ্যাকাউন্ট করার পর বিদ্যুৎ বিল দিতে পারবেন, DTH রিচার্জ এবং অনলাইন শপিং করতে পারবেন। বাইরে গিয়ে যেসব পণ্য কষ্ট করে ক্রয় করতে হয়, সে সকল অন্য ঘরে বসে পেয়ে যাবেন। সহজ কথা বলতে Paytm অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ঘরে বসে যাবতীয় প্রয়োজনীয় সেবা পেয়ে যাবেন। শুধুমাত্র অনলাইনে Paytm ব্যবহার করলে হাতের কাছে সব পণ্য পাবেন। আপনি চাইলে খুব সহজে পেটিএম একাউন্ট করতে পারবেন। পেটিএম অ্যাকাউন্ট খুলতে হলে যা যা করণীয় তা যাবতীয় তথ্য গুলো নিচে দেওয়া আছে।
বাংলাদেশ Paytm একাউন্ট খোলার পদ্ধতি
বাংলাদেশের যেকোনো স্থান থেকে Paytm অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা যে সকল মানুষ পেটিএম অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন। তারা যদি সহজ পদ্ধতি গুলো পালন করেন তাহলে খুব সহজেই পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ব্যবহার করতে পারেন। Paytm অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল তথ্য দরকার সেগুলো নিম্নরূপ।
- Paytm.con অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর সিম্প্লি লগইন করুন অথবা সাইনআপ করে ক্লিক করুন।
- একাউন্টি ভেরিফাই করার জন্য আপনার ইমেইল এড্রেস, মোবাইল ফোন নাম্বার, ঠিকানা এবং একটি পাসওয়ার্ড সেট আপ করুন।
- এরপর আপনার “Paytmওয়ালেট তৈরি” করুন ও সেখানে ক্লিক করুন।
- ওটিপি, আপনার নাম লিখুন এবং আপনার পেটিএম ওয়ালেট তৈরি করুন এ ক্লিক করুন।
- সর্বশেষ আপনার অ্যাকাউন্ট তৈরি করা হবে।
Paytm অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে
আপনি যদি ঘরে বসে পেটিএম এ সুবিধা নিতে চান। তাহলে অবশ্যই পেটিএমের একাউন্ট রাখা বাধ্যSet featured imageতামূলক। এছাড়া পেটিএমের একাউন্ট করতে হলে কিছু তথ্য দিয়ে তাদেরকে সেবা নিতে হবে। যে সকল কাগজপত্র একাউন্ট খোলার জন্য প্রয়োজন তা নিচে আমরা ব্যক্ত করব। পেটিএম অ্যাকাউন্ট খুলতে যে সকল কাগজপত্র ও তথ্য প্রয়োজন তা নিচে দেওয়া হল।
- Net Banking
- ATM Card
- Credit Card
Paytm হেল্পলাইন নাম্বার
পেটিএম সংক্রান্ত কোন তথ্য সমস্যা থাকলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। এজন্য হেল্পলাইন নাম্বার জানা দরকার হবে।আপনার যেকোনো সমস্যায় এই নাম্বারে কথা বলতে পারবেন। নিচে Paytm হেল্পলাইন নাম্বার দেওয়া হল।
|
0120-4456-456 |
|
0120-4606060 |
|
0120-4880-880 |