অর্থোপেডিক ডাক্তারের সেবা, জ্ঞান দক্ষতা ও মাসিক বেতন

অর্থোপেডিক্স ডাক্তারের সেবা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে আজকের সম্পন্ন কন্টেন করতে হবে। আমরা সাধারণত কিছু ব্যথা পেলে বা গুরুতর ব্যথা পেলে সাধারণ ডাক্তারের কাছে গিয়ে সমস্যার কথা বলি এবং সাধারন ঔষধ সেবন করি।যেটা পরবর্তীতে খুব মারাত্মক ধরনের সমস্যা হতে পারে। আপনি যখন শরীরের মধ্যে ব্যথা পাবেন অবশ্যই অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। ব্যথা জনিত সমস্যার জন্য অবশ্যই যেতে হবে অর্থপেডিক ডাক্তার। কাঁধের ব্যথা , হাঁটুতে ব্যথা, প্লাস্টার করা, ড্রেসিং করাণ ও হাড়ের সমস্যা এই যে সমস্যাগুলো হবে অবশ্যই অর্থোপেডিক ডাক্তারের চিকিৎসাসেবা নিতে হবে। আজকে আমরা সম্পূর্ন পোস্ট জুড়ে আপনাদের জানাতে সক্ষম হব। অর্থোপেডিক ডাক্তার সম্পর্কে, কি সেবা প্রদান করেন, অর্থপেডিক ডাক্তার এর যোগ্যতা ও অর্থোপেডিক ডাক্তারের বেতন ইত্যাদি সম্পর্কে। ব্যথাজনিত ভালো সেবা পেতে হলে আমাদের সাথে থাকুন।

অর্থপেডিক ডাক্তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য :

  • প্রতিষ্ঠানের নাম : সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের
  • জবের সময়: ফুলটাইম অথবা চুক্তিভিত্তিক
  • লেভেল : এন্ট্রি লেভেল
  • এন্ট্রি লেভেলের অভিজ্ঞতা : দুই থেকে চার বছর।
  • এন্ট্রি লেভেলের বেতন : 20000 80000 হাজার টাকা।
    এন্ট্রি লেভেলের বয়সসীমা: 28 থেকে 35 বছর।
  • দক্ষতা: হাড়ের সমস্যা ও চিকিৎসা সংক্রান্ত জ্ঞান।এদিকে উপযুক্ত চিকিৎসা প্রদান করতে হবে এবং চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে

একজন অর্থোপেডিক ডাক্তারের বেতন

অর্থপেডিক ডাক্তার এর গুরুত্ব অপরিসীম। একজন অর্থপেডিক ডাক্তার ভালো হলে সে অনেক টাকা আয় করতে পারবে। সাধারণত অভিজ্ঞতা ছাড়াই বেসরকারী প্রতিষ্ঠান প্রতি মাসে 20000 থেকে 80000 টাকা আয় করা সম্ভব। তবে সে ক্ষেত্রে প্রতিষ্ঠান ভালো হতে হবে।

যারা অভিজ্ঞ ডাক্তার তারা মূলত 1 লক্ষ টাকার বেশি আয় করে। সরকারিভাবে তাদের বেতন দেওয়া হয় এবং পাশাপাশি চেম্বার দিয়ে অনেক টাকা আয় করেছে। সরকারিভাবে নবম স্কেল গ্রেট 22 হাজার টাকা করে বেতন পায়। এছাড়া বিভিন্ন চেম্বার খুলে সেখান থেকে অনেক টাকা রোজগার করে।

অর্থোপেডিক ডাক্তারের সেবা :

  1. ঘাড়ে ব্যথা
  2. পিট ব্যথা
  3. কাঁধে ব্যথা
  4. কনুই ব্যথা
  5. হাড়ের সমস্যার জন্য সার্জারি করা
  6. হাড়ের সমস্যার জন্য রোগীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  7. প্লাস্টার করা।
  8. আহত ব্যক্তি ড্রেসিং করানো
  9. হাড়ের সমস্যা নির্ণয়
  10. গোড়ালি সমস্যার সমাধান
  11. হাঁটু ব্যথা সারানো।

একজন অর্থপেডিক ডাক্তার এর শিক্ষাগত যোগ্যতা

সাধারণত সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করলে অর্থপেডিক ডাক্তার হিসেবে কাজ করতে পারবে। তারপর কাজের মাধ্যমে তার অভিজ্ঞতা বাড়বে। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত ডিগ্রী হিসেবে এফসিপিএস, এমএস, এফআরসি ও অর্থোপেডিক ডিগ্রী করার সুযোগ পাবেন। বিশেষজ্ঞ ডাক্তাররা ডিগ্রী অর্জন করে থাকে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top