জীবনে উত্থান প্রচার পতন আছে। তারপরও নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে না পারলে পৃথিবীর কাউকে ভালবাসতে পারবেন না। নিজের শরীরটাকে প্রচন্ড পরিমাণে ভালবাসুন। সঠিক সময়ে শরীর যত্ন নিন। দেখবেন নিজের প্রতি ভালোবাসা ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। নিজের যে কাজটি করতে বেশি পছন্দ হয় সেই কাজটি দ্রুত সেরে ফেলুন। লক্ষ্য করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস আসবে। কোন কিছুই দ্রুত ভালো নয়। আস্তে আস্তে নিজের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। তাহলে জীবন যুদ্ধের বেদনা বেদনাদায়ক সময়ে খুব সুখে থাকবেন। নিজের কাজের প্রতি নিজের প্রতিযোগিতা তৈরি করুন । সব সময় চেষ্টা করুন নিজেকে হারিয়ে যেতে।
মানুষের জীবনে প্রিয় ব্যক্তি অনেক থাকে। সেই প্রিয় ব্যক্তিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তার যত্ন নেওয়া হয়। সব সময় কেয়ারিং করা হয়। তার বিপদে আপদে সারা দেওয়া হয়। তেমনি আপনি যদি আপনার নিজের প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন তাহলে সফলতা অনিবার্য।
নিজের প্রতি ভালোবাসা থাকলে কোনদিন কষ্ট পাওয়া যায় না। পৃথিবীতে মানুষ বিপরীত লিঙ্গ প্রতি আকর্ষণ থাকে । সেই ভালোবাসা প্রিয় মানুষটি একটা সময় দুঃখ কষ্ট দিয়ে সরে দাঁড়ায়। তখনই জীবনে ধ্বংসের দিকে ধাবিত হয়। পৃথিবীর কোন কিছুই ভালো লাগেনা। জীবন হয়ে ওঠেন যন্ত্রণাদায়ক। নিজেকে ভালোবাসো জীবনে ধোকা খাবেন না। কোন প্রকার কষ্ট পেতে হবে না। জীবন হবে সুখময়। নিজেকে বেশি বেশি করে ভালোবাসো এবং সুস্থ থাকুন।
নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি
নিজের প্রতি অটল ভালবাসা থাকলে সফলকাম হতে পারবেন। তাই অন্য মানুষকে ভালবাসার আগে নিজেকে ভালোবাসুন। নিজের চাহিদা গুলোকে প্রাধান্য দেন। ভালোলাগা ও ভালোবাসার জন্য নিজের সময় ব্যয় করুন। যারা অনলাইনে নিজেকে ভালোবাসা নিয়ে উক্তিগুলো অনুসন্ধান করেন। তাদের জন্য আজকে আমরা বাছাইকৃত নিজেকে ভালোবাসা নিয়ে উক্তি, স্ট্যাটাসগুলো সংগ্রহ করেছি। আশা করি এই উক্তিগুলো সবার পছন্দ হবে।
- আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। __বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
- জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তেস্ট থাকো, জীবন বড় বিচিত্র।
- পৃথিবীতে সবাই ধোয়া তুলসি পাতা শুধু তুলসি গাছে যে পানি দেয় সেই খারাপ.
- মুখোমুখি সত্য বলা মানুষ গুলো সবার অপ্রিয় হয়
- স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। —রবীন্দ্রনাথ ঠাকুর
- মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি । — হুমায়ূন আহমেদ ।
- কাওকে দোষারোপ করোনা ততক্ষন যতক্ষন না তার দোষের নিশ্চিত প্রমান পাও।
- যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষ গুলোই যথেষ্ট!
- সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। — ইমার সন
- কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ । — এডিসন
নিজেকে ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কতো মানুষ জীবন থেকে হারিয়ে গেছে…কতো চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোন এক দিন আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে।
আমি আকাশের চাঁদকে ভালোবাসি, কিন্তু ও জানে না আমার ভালোবাসার কথা। কোন দিন জানতে পারবে বলে মনে হয় না। তাই শুধু নীরব হয়ে তাকিয়ে থাকি চাঁদের পানে।
আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন। জীবনের কাছে আমার সব অভিনয়। আর আমার মাঝে আমি সিমাহীন নিঃস্ব একজন।
আমার আমি হারিয়ে গেছে…তাই খুঁজতে বেরোলাম নিজেকে…যদি আমি ফিরে আসার আগে আমি ফিরে আসি, তাহলে আমাকে এখানেই একটু অপেক্ষা করতে বলো।
আজ হারিয়েছি, কাল খুঁজবো। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতবো। আমি আবার ফিরে আসবো, ঠিক তোমার মনের মতোন।
এটা আমি জানতাম যে অতীতের সব কান্না গুলো মনে করে আমি হাসবো….কিন্তু এটা কখনো ভাবতে পারি নি যে অতীতের সব হাসি গুলো মনে পড়লে এভাবে চোখ ভিজে যাবে।
আজ মনটা সত্যি খুব খারাপ, কিন্তু বোঝার মতো কেউ নেই।