মজার মজার হাসির উক্তি

হাসির মানুষের মনের খোরাক। হাসির মাধ্যমে মানুষের সুখের উপাদান খুঁজে পায়। হাসি এক ধরনের মুখ মন্ডলের বহিঃপ্রকাশ। যা নমনীয়ভাবে মানুষের কাছে উপস্থাপন হয়। মানুষের জীবনের দুঃখ কষ্ট আনন্দ বেদনার সুখ বিদ্যমান।এসব ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা রাগ উঠে সেই সময় যদি মন খুলে হাসতে পারি মানসিকভাবে শান্তি লাগে। মানুষের শারীরিকভাবে সুস্থ থাকতে হলে হাসি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। জটিল ও কঠিন রোগে ভুগলে প্রথমত হাসি মুখে সবসময় থাকতে হবে। তাহলে দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো খুব ভালো আছে এবং আপনি দিন দিন রোগ থেকে মুক্তি পাবেন। মানুষের জীবনে যেভাবে স্টক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মুক্তির অন্যতম উপায় হাসি। আপনি হাসলে নিজেও ভালো থাকবেন ও আপন মানুষগুলো ভালো থাকবে। বেশি সময় ধরে হাসলে হতাশা চিন্তা কেটে যায়। হাসিমুখে মানুষের সাথে কথা বললে সবাই খুশি হয় এবং দেখতে ভালো লাগে। তাই ভালো থাকতে হলে প্রাণ খুলে হাসুন। এবং অন্যকে হাসাতে অনুপ্রেরণা দেন।

দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগতেছেন! তাহলে মানসিক চাপ থেকে মুক্তি পেতে হলে পর্যাপ্ত পরিমাণ হাসেন। হাসলে মানসিক চাপ দ্রুত কমে যাবে। হাসির মাধ্যমে মানুষের হরমোন ক্ষরণ হয়। যা মানুষের শরীরের স্ট্রেস হরমোন নামে কার্যক্রম থাকে কমিয়ে ফেলে। এতে দ্রুত মানুষ রোগ মুক্ত থাকে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায়। হাসির কারণে মানুষের ফুসফুস প্রসারিত হয়, রক্ত চলাচল বৃদ্ধি পায়। রক্তের মধ্যে বিশুদ্ধ অক্সিজেন যাওয়া আসা করে। পরবর্তীতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটি মানুষ নানা কারণে রেগে যেতে পারে। হাসির মাধ্যমে খুব দ্রুত রাখ কমাতে সাহায্য করে। রেগে গিয়ে যেকোনো একটি কাজ করবেন তার ফলাফল কখনই পজিটিভ আসবে না। রাগ কমাতে সমস্যা সমাধান হিসেবে বেশি বেশি করে হাসুন। তাহলে দেখবেন তিক্ততা সবকিছু কেটে হাসার মাধ্যমে ভালো থাকবেন।

মজার মজার হাসির উক্তি

প্রতিটি ব্যক্তি মন চায় হাসিখুশি দিন পার করতে। পৃথিবীর নিয়ম অনুযায়ী মানুষের সব সময় হাসিখুশি মজা করতে পারে। দৈনন্দিন বাস্তব জীবনের পিছনে সময় দিতে ভুলে যায় কিভাবে মজা করতে হয়। এই মানুষটি দিন দিন দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত অবস্থায় থাকে। যখন বেশি কষ্টের সাথে জীবন পার করে। তখন তার জীবনে নেমে আসে দুঃখময় ছায়া। সেই সময় একটি ব্যক্তি মন খুলে হাসলে। তার যাবতীয় দুঃখ কষ্ট ভুলে যাবে। এমন সময় একজন আরেকজনের ভালো কামনা করে না।

  • ছেলেদের বিয়ে হয় ২১ বছর বয়সে আর মেয়েদের বিয়ে হয় ১৮ বছর বয়সে। এর থেকে প্রমাণিত হয়ে যায় যে মেয়েরা অতি দ্রুত পেকে যায়।
  • লজ্জা দাও কিন্তু শরম দিও না, আঘাত দাও কিন্তু ব্যথা দিওনা, চিবিয়ে খাও কিন্তু গিলে খেয়েও না।
  • জীবনে অনেক ভুল করেছি কিন্তু সাদা হওয়ার জন্য পাউডার মাখি নি।
  • জীবনে অনেক কাস্টমার দেখেছি, তবে এরকম ইমারজেন্সি কাস্টমার কখনো দেখিনি।
  • যেখানে দেখিবে ময়দা সেখানে ঢালিবে পানি পাইতেওপারো কয়লার খনি।
  • বর্তমানে ভালো প্যান্ট পরিলে আহ্মক আর ছিঁড়ে প্যান্ট পড়লে স্মার্ট।
  • আমি তোমার গাড়ির ব্রেক ঠিক করতে পারিনি, তাই হর্নটাকে জোরালো করে দিয়েছি। (সংগৃহীত)
  • বরং চুপ থাকা ভালো, তাতে মানুষ ভাবতে পারে আপনি জ্ঞানী। তবু মুখ খুলে সন্দেহ দূর করে দেওয়া উচিত নয়। (সংগৃহীত)

বিখ্যাত ব্যক্তিদের মজার হাসির উক্তি

সচেতন ব্যক্তি হিসেবে আপনার প্রথমে নিজেকে আসা উচিত এবং সেই সাথে অন্য ব্যক্তিকে হেসে খেলে ভালো রাখতে হবে। যারা অনলাইনে গিয়ে মজার মজার হাসির উক্তি গুলো অনুসন্ধান করেন। সেই সব মজার ব্যক্তিদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি হাসির মজার মজার উক্তি নিয়ে। আশা করি মন ভালো করে দেওয়ার মজার মজার হাসির উক্তিগুলো সবার পছন্দ হবে।

পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক। -বিল গেটস (ব্যবসায়ী ও মাইক্রোসফটের কর্ণধার)

সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। -জিম রন (মার্কিন উদ্যোক্তা)

কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না। -ফ্রেড অ্যালেন (মার্কিন কমেডিয়ান)

একা একা মরতে ভয় পান? বাসচালক হোন। -অ্যাবস্টিন ন্যাস্কে (বেলজীয় যোগাযোগ বিশেষজ্ঞ)

মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।-রবার্ট ফ্রস্ট (মার্কিন কবি)

বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা।-অজ্ঞাত

টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে। -ডগলাস কুপল্যান্ড (কানাডীয় ঔপন্যাসিক)

একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা। -জি কে চেস্টারটন (ব্রিটিশ লেখক)

ভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা? -অজ্ঞাত

আমার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি।-প্যাট্রিক মুর (ইংরেজ জ্যোতির্বিদ)

আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম?-বার্নার্ড ম্যানিং (ইংরেজ কৌতুক অভিনেতা)

আপনারা নিশ্চয়ই জানেন পানিপূর্ণ বালতিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে সেটাকে বাঁকা দেখায়। এ জন্যই আমি গোসল করি না।-স্টিভেন রাইট (মার্কিন লেখক ও অভিনেতা)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top