মেয়েরা কখন কি বিষয় নিয়ে রাগ করে তা বোঝা বড় মুশকিল। অনেক সময় লক্ষ্য করে দেখবেন প্রেমিকা কিংবা স্ত্রী রাগ ভাঙানো অনেক জটিল হয়ে গেছে। এমনকি আপনি বুঝতে পারবেন না কোন বিষয়ে রাগ করে। একজন সচেতন পুরুষ হিসেবে আগে সনাক্ত করতে হবে কি বিষয়ের উপর রাগ হয়েছে। মেয়েরা সাধারণত চায় স্বামী অন্য মেয়ের সাথে কথা না। কোনদিন ভুল করে স্ত্রীর কাছে ধরা খেলে পরবর্তীতে সেই সন্দেহ থেকে যায়। তাই সবসময় চেষ্টা করবেন প্রেমিকা বা স্ত্রী ফোন দেওয়া মাত্র রিসিভ করা । মেয়েদের সামনে কখনোই মিথ্যা কথা ব্যবহার করবেন না। কেননা মেয়েরা একবারই মিথ্যা কথা সহ্য করতে পারে না। যার কারনে মেয়েরা ছেলেদের উপর বেশি রেগে যায়।
মেয়েদের রাগ হলে সে সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। কেননা তারা অনেক ইমোশনাল। ওই সময় লক্ষ্য করে দেখবেন, কোন বিষয়টির উপর মন খারাপ হয়েছে তার উপর বেশি বেশি সান্ত্বনা দেওয়া । যেন তাদের মনে অনেক কষ্ট না থাকে। ছেলেরা রাগ করে কিন্তু তাদের রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। কিন্তু মেয়েরা রাগ করলে তাদের নিয়ন্ত্রণ করার কোন ভাবে সম্ভব হয় না। প্রত্যেকটি মেয়ের ভেতরে কম বেশি রাগ থাকে। যে মেয়ে গুলো রাগ বেশি করে থাকে, কখনো কখনো নিজের ক্ষতি করে। যারা অনলাইনে মেয়েদের রাগ নিয়ে উক্তি অনুসন্ধান করেন। আজকের পোস্টটি মেয়েদের রাগ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কিছু কথা জানতে পারবে।
মেয়েরা সাধারণত খুব অভিমানী হয়। খুব অল্প বিষয় নিয়ে অভিমান করে থাকে। প্রিয় ভালোবাসার মানুষটি যখন মন খারাপ করে থাকে তখন স্বাভাবিক অবস্থায় আপনার কোন কিছু ভালো লাগে না। তাই এই সময়ে স্ত্রী বা প্রেমিকা মন ভালো করার দায়িত্ব আপনার। কেননা একজন স্ত্রী বা প্রেম রাগ করে থাকলে কোন কিছুই ভালো লাগেনা। বুদ্ধিমান মানুষরা স্ত্রীর রাগ ভাঙাতে ব্যস্ত থাকে। কারণ মেয়েদের রাগ খুব অল্প সময়ে ভাঙ্গানো যায়। মেয়েরা কখনোই তাদের পরিবারের সমালোচনা শুনতে পারে না। চেষ্টা করবেন মেয়েদের বন্ধু ও আপনজনদের নিয়ে বদনাম না করা। এতে করে মেয়েরা অনেক খুশি হয় এবং রাগ না করার প্রবণতা কম থাকে।
মেয়েদের রাগ নিয়ে উক্তি
মেয়েরা কখনোই চায়না আপনি আরেক জনের কাছে সময় ব্যয় করেন। এতে মেয়েদের চিন্তাভাবনা থাকে তাদেরকে অবহেলা করতেছেন। যদি পছন্দের মানুষটিকে রাগাতে না চান, তাহলে বেশি বেশি করে সময় দেন এবং কোন ভাবে অবহেলা করা যাবে না। প্রেমিকার স্বাভাবিক অবস্থায় সবসময় রেগে থাকে। সবসময় চেষ্টা করুন প্রেমিকার রাগ ভাঙাতে। এতে করে সম্পর্ক দীর্ঘদিন টেকসই হয়। মেয়েদের মন অনেক আবেগি ও নরম কোমলমতি। তারা খুব অল্পতে কষ্ট পায়। তাই চেষ্টা করবেন কোনভাবেই ভালোবাসার মানুষটিকে রাগ না করে। অল্প একটু রাগের মাধ্যমে অনেক সময় সংসার ভেঙ্গে যায়। চেষ্টা করবেন তাদের রাগ ভাঙাতে এবং ভালো থাকতে।
- রাগ করা সাধারণ মানুষের লক্ষণ, কিন্তু রাগের মধ্যেও মন শান্ত রাখা জ্ঞানী মানুষের লক্ষণ।
- রাগের কারণে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না, অন্য মানুষের হৃদয়েও আঘাত করে।
- ক্রোধ মনের প্রদীপ নিভিয়ে দেয়। তাই আমাদের সর্বদা শান্ত ও স্থির থাকা উচিত।
- রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভের মধ্যে আপনার সময় নষ্ট করবেন না। কারন জীবন খুব ছোট।
- যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশী।
- রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না।
- আপনি যতো বেশি বুদ্ধিমান হবেন ততো বেশী আপনি বুঝতে পারবেন যে, রাগের কোনও মূল্য নেই।
- আপনি যদি শান্ত হতে শিখতে চান, তবে প্রতিটি জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করুন।
- মানুষ কখনই রাগ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে না। কারণ রাগ সম্পর্ক ভাঙতে পারে, জুড়তে নয়।
- যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না।
রাগ ভাঙ্গানো নিয়ে উক্তি
- রাগ তোমার নয় শুধু – আমারো আছে!! তুমি দেখাতে পারো- আর আমি সইতে !!
- পাগলি আমার রাগ করেনা, একটু কাছে এসো। তোমার জন্য কান ধরেছি……….. একটু ভালোবাসো। আই লাভ ইউ।।
- তুমি রাগ, তুমিই রঙ, শিরার কোনে শিহরন । ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে……….. স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন ।
- কেউ রাগ করলে সেই রাগ ভাঙ্গানোর উপায় বের করার জন্য সারা রাত জেগে থাকার নামই ভালবাসা ।
- কখনও কখনও তুমি অভিমান না করলে, আমি সেই ভালো লাগা থেকে বঞ্চিত হয়ে যাই।
- রাগ, তার ওপরেই করা যায়, যাকে অনেক ভালোবাসা যায় ।
- যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রন করতে পারবে,,,, বুঝে নিও জীবনটাও কন্ট্রোল করতে শিখে গেছো ।
- তুমি রাগ করলে আমি মানবো, তুমি কষ্ট পেলে আমি মুছে দেব, তুমি থাকতে চাইলে আগলে নেব।
- তোমার অভিমানের জন্য হয়তো তোমাকে কেউ শাস্তি দেবে না, কিন্তু তোমার অভিমানই তোমাকে অনেক শাস্তি দেবে।