ভাগ্যে কপালে যা লেখা আছে তাই হবে। বিধাতার অপ্রিয় সত্য সবাইকে মেনে নিতেই হয়। কপালে যা লেখা হয় তা কখনোই খন্ডানো সম্ভব হয় না। আল্লাহতালা যখন মানুষকে সৃষ্টি করেন। তখনই তার কপাল লিখুন দিয়ে থাকে, সেটা আস্তে আস্তে আমাদের মাঝে প্রবাহিত হয়। যার কপালে যেটা রেখেছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অনেক সময় আমরা অসন্তুষ্টি হলে মেনে নিতে কষ্ট হয় কিন্তু বিধাতায় উত্তম পরিকল্পনা। আমাদের জন্য যেটা রাখেন সেটাই ভালো। অনেক মানুষ দেখতে পাবেন ভবিষ্যৎবাণী বলে দিতে পারে এটা একটা ভুল ধারণা। যা কপালে যা আছে তা হবেই।
শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া মানুষের কপাল ভবিষ্যৎবাণী কেউ বলতে পারে না। আপনার কপালে আল্লাহতালা কি রেখেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর কারো পক্ষে বলা সম্ভব না। পৃথিবীতে অনেক মানুষ দেখতে পারবেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারেনা। তারা কপালের উপর আস্থা রাখতে পারেনা এবং অসন্তুষ্টিত হয়। এরাই সাধারণত জীবনে অসুখ হয়। অনেকে আছেন যারা আপনারা অনলাইনে কপাল সম্পর্কে অনলাইন অনুসন্ধান করেন। আজকের এই পোস্টে কপাল সম্পর্কে উক্তি ও স্ট্যাটাস জানানো হবে।
জীবনে ভালো সময় ও খারাপ সময় দুটোই আসবে এটা স্বাভাবিক। জীবন চলার পথে সব সময় সুখ পাবেন না, মাঝে মাঝে কষ্ট দেখা মিলবে। তেমনিভাবে আপনাকেও মেনে নিতে হবে কপালে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। সবসময় কপালে ভালো হবে এমনটা নয়। অনেক সময় কপাল খারাপ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এই কাজটা কেমনে সম্ভব হল। বাস্তব জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত আছে যেটা দেখে আমরা বিস্মিত হয়ে যাই। কেন আল্লাহ তাআলা আমাদের কপালেই এই মর্মান্তিক ঘটনা গুলো দিল।
কপাল খারাপ নিয়ে উক্তি
আমরা পরিবারের সবাই মিলে আনন্দ দুঃখ সুখ মিলেমিশে বসবাস করি কিন্তু হঠাৎ দমকালো ঝরে পরিবারে অনেক কিছু তছনছ হয়ে যায়। এই সময় আমরা এই খারাপ সময়টাকে মেনে নিতে পারি না। আমরা হতাশ হই কোন কাজ সঠিক মত করতে পারি না। এই সময় নিজেকে নিয়ন্ত্রণ রেখে কপালের ওপর সবকিছু ছেড়ে দিতে হবে। বিধাতা যা করেছেন আমার মঙ্গলের জন্য করেছেন।যারা অনলাইনে অনুসন্ধান করেন কপাল খারাপ নিয়ে উক্তি স্ট্যাটাস। কেবলমাত্র তাদের জন্য আজকে আমরা বাছাইকৃত কপাল খারাপ নিয়ে উক্তি সংগ্রহ করেছি। আশা করি সকল উক্তিগুলো সবার পছন্দ হবে।
কপালগুণে গোপাল ঠাকুর – ভাগ্য ভালো থাকলে অযোগ্য ব্যক্তিও বড়ো হয়।
০২। কপালগুণে গোপাল মেলে – দুর্ভাগ্যবশত অপদার্থ সন্তান হওয়া।
০৩। কপাল ছাড়া গতি নাই – ভাগ্য ভিন্ন গতি নাই।
০৪। কপাল ছাড়া পথ নাই – ভাগ্য ভিন্ন গতি নাই।
০৫। কপাল ভাঙ্গলে জোড়া লাগে না – মন্দভাগ্য পালটায় না; একবার ভাগ্য অপ্রসন্ন হলে সহজে উন্নতি হয় না।
০৬। কপাল ভালো তো সব ভালো – সৌভাগ্য থাকলে যাতে হাত দেবে তাই সফল হবে।
০৭। কপালমূলং খলু সর্বদুঃখম – কপালই সব দুঃখের মূলকারণ।
০৮। কপাল সঙ্গে সঙ্গে যায় – যা হবার তা হবে; অভাগার কোথাও সুখ লেখা নেই।
০৯। কপাল সাথে সাথে ফেরে – যা হবার তা হবে; অভাগার কোথাও সুখ লেখা নেই।
১০। কপালে তোর নেইকো ঘি, ঠকঠকালে হবে কি? – ভাগ্যে না থাকলে শত চেষ্টাতেও লাভ হয় না।
১১। কপাল বিগুণ যার কপালে আগুন তার – ভাগ্য খারাপ হলে কোনো কাজেই ফল হয় না।
১২। কপাল যদি মন্দ হয় দূব্বা ক্ষেতে বাঘের ভয় – ভাগ্য খারাপ হলে অহেতুক বিপদে পরতে হয়।
১৩। কপালের লিখন যায় না খণ্ডন – ভাগ্যে যা আছে তা ঘটবেই; ভাগ্যে ভোগান্তি থাকলে ভুগতেই হয় ।
১৪। কপাল চাপড়ান – আফসোস করা; ভাগ্যের দোহাই দেওয়া।
১৫। কপাল টনটনে – মন্দভাগ্য।
১৬। কপাল ঠুকে নামা – ফলের আশা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজে নেমে পড়া।
১৭। কপাল ঠুকে লাগা – ফলের আশা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজে নেমে পড়া।
১৮। কপাল ঠোকা – সাফল্য পাওয়ার জন্য দৈবের কাছে মাথা খোঁড়া।
১৯। কপাল দোষ – মন্দভাগ্য, ভাগ্য প্রতিকূল।
২০। কপাল পোড়া – ভাগ্য প্রতিকূল হওয়া।
কপাল খারাপ নিয়ে স্ট্যাটাস
আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কপালে যা লেখা থাকবে সেটাই হবে। আমাদের কপালে কি আছে পৃথিবীতে কেউ তা বলতে পারবেনা কেবল মাত্র আল্লাহ তালা ছাড়া। আমরা আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রাখব। যেকোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে রাখবো। আল্লাহ যা কপালে রাখবে সেটাই মঙ্গল কামনা করে সামনের দিকে এগিয়ে যাব। ইনশাআল্লাহ একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে এবং ভালোভাবে সুখে জীবন যাপন করব।
তুমি নিজেই তোমার ভাগ্যের আবিষ্কারক। – স্বামী বিবেকানন্দ
আপনার চিন্তাগুলো আপনার ভাগ্যের স্থপতি। – ডেভিড ও ম্যাককে
একজন ব্যক্তি প্রায়শই তার চলার পথে ভাগ্যের দেখা পায়, কিন্তু সে তা এড়িয়ে যায়। – জিন ডি লা ফন্টেইন
এটি আপনার পছন্দ, সুযোগ নয় – যা আপনার ভাগ্য নির্ধারণ করে। – জিন নিডেচ
এমনকি আপনি যখন মনে করেন- যে আপনি আপনার ভাগ্যের সব কিছু মেপ করে ফেলেছেন, কিন্তু এমন ঘটনা ঘটতে পারে, যা আপনার ভাগ্যকে এমন করে দিবে যা আপনি কখনও কল্পনাও করতে পারেন নি। – দীপক চোপড়া