সন্তান আল্লাহর নেয়ামত। পরিবার সন্তান ভূমিষ্ঠ হলে খুশি সীমাহীন থাকে। এক্ষেত্রে আল্লাহ তা’আলা মানুষকে কন্যা সন্তান উভয় জন্ম লাভ দেন। ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহতালা দান করেন। কাউকে পুত্র সন্তান আবার কাউকে কন্যা সন্তান দেন। কেবলমাত্র আল্লাহতালা নির্ধারণ করেন কাকে কত জন সন্তান দান করা যাবে। কারণ কন্যা সন্তান ও পুত্র সন্তান সবই আল্লাহর দান।
আমাদের মাঝে একটি ভ্রান্ত ধারণা রয়েছে কন্যা সন্তান হবে মন খারাপ। পুত্র সন্তান জন্ম নিলে খুশি আনন্দে উচ্ছল্য। বন্ধু নিয়ে নানা খুশি আনন্দে মেতে উঠি। পরিবারের সকল মানুষের মিষ্টি বিতরণ করে থাকি। স্ত্রী প্রতি সুলভ আচরণ। কিন্তু কখন ও সন্তান জন্ম লাভ করলে অসন্তুষ্ট প্রকাশ করে।
পরিবেশ সকল সদস্য স্ত্রীর উপর অসন্তুষ্ট প্রকাশ করে। নানা ধরনের খারাপ আচরণ লক্ষ্য করা দেখা যায়। অনেকেই কন্যা সন্তানকে অলক্ষী বলে অপমানিত করে ও খুশি হতে পারেনা। আল্লাহতালা কুরআনে স্পষ্ট ভাবে বলেছেন, প্রথম কন্যা সন্তান জন্মদান দিতে পেলে তিনি একটি জান্নাত পেল ।
কন্যা সন্তান নিয়ে বাবার উক্তি
কন্যা সন্তান জন্ম নেওয়া বাবার জন্য এক আনন্দের বার্তা জানিয়ে দেয়। বৃদ্ধকালের একমাত্র আশ্রয়ের কেন্দ্রবিন্দু কন্যা সন্তানের হয়। এই সময় বাবার খোঁজখবর সঠিকভাবে কেবলমাত্র কন্যা সন্তানের দ্বারা সম্ভব। যে সকল পিতা কন্যা সন্তান নিয়ে বাবার উক্তি সম্পর্কে অনলাইনে অনুসন্ধান করে। কেবলমাত্র তাদের জন্য আজকে আমরা বাছাইকৃত কন্যা সন্তান নিয়ে উক্তি সংগ্রহ করেছি। আশা করি সকল উক্তিগুলো পছন্দ হবে।
- আমি বাড়িতে এলে আমার মেয়েটি দৌড়ে এসে আমাকে একটি বড় আলিঙ্গন দেবে এবং সেদিন যা ঘটেছিল তা কেবল গলে যায়। (হিউ জ্যাকম্যান)
- আমার বাবা কীভাবে বাঁচবেন তা আমাকে জানায়নি। তিনি বেঁচে আছেন এবং আমাকে এটি করতে দেখেন —(ক্লেরাস বুডিংটন ক্যাল্যান্ড)
- আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তটি সম্ভবত আমার কন্যার জন্মের সময় হয়েছিল। – (ডেভিড ডুচভনি)
- আমার পিতাই আমাকে নিজের মূল্যবান হতে শিখিয়েছিলেন। -(ভোর ফরাসী)
- সাধারণত প্রতিটি মায়ের কাছে প্রিয় থাকে তার ছেলে সন্তান আর বাবার কাছে প্রিয় থাকে তার কন্যা সন্তান । তবে উভয়ের জন্যই পিতামাতার সমান ভালোবাসা থাকে ।
- একটি মেয়ে অনেক গরীব অনেক কালো হতে পারে কিন্তু সে তার বাবার কাছে রাজকন্যা কন্যা সন্তান কখনোই বোঝা নয়, সঠিক যত্ন পেলে একটি মেয়ে একটি সমাজকে পাল্টে দিতে পারে ।
- হাদিসে বলা হয়েছে যার একটি কন্যা সন্তান আছে, সে একটি জান্নাতের মালিক হয়ে গেলো । তবে সে তার কন্যাটিকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ।
- একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি গর্বিত কারণ আল্লাহ্ এর মধ্যেই আমার মঙ্গল রেখেছেন । সবাই দোয়া করবেন আমি যেন একজন আদর্শ পিতা হতে পারি ।
- আপনার যদি একজন কন্যা সন্তান থাকে, আপনার জীবনে আর কিছু দরকার নেই । কারণ আপনার সকল বিপদ আপদে সেই এগিয়ে আসবে সবার আগে ।
কন্যা সন্তান নিয়ে বাবার স্ট্যাটাস
- যারা কন্যা দিবস নিয়ে স্ট্যাটাস পছন্দ করেন নিম্নে থেকে সংগ্রহ করতে পারেন
- নাহ কোন শকুন্ত মকমলের মত পালকের ওম দিয়ে তাকে আগলে রাখে নি সে শকুন্তলা হয়নি।
- বরণ দ্বিপদী জীব তার দাম বুঝেছিল। তাকে রেশমি চাদরে ঢেকে যত্নে রক্ষা করেছিল। নাম দিয়েছিল রুপা জিবা।
- যেসব মহান ব্যক্তিরা বলেন কন্যা সন্তান মানে বোঝা কন্যা সন্তান মানে পরের বাড়ি গিয়ে রুটি করা তার শ্বশুর শাশুড়ির পা টিপা বরের সেবা করা ইত্যাদি।
- এইবার মানে আর বিভেদ করা বন্ধ করুন কন্যা সন্তানরাও আইপিএস অফিসার হতে পারে।
- কন্যা সন্তান রাও রাজ্য সরকার হতে পারে।
- কন্যা সন্তানরাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে।
- এইবার চিন্তাধারাগুলো বদলান।