Song Lyrics
Dyakha Howbe Bole ( দেখা হবে বলে ) Lyrics – Samantaral

Dyakha Howbe Bole Song Lyrics Published. Check the Song Lyrics of Dyakha Howbe Bole from our Site which collected from Samantaral Song. With the song, You will also get Official Music Video of Dyakha Howbe Bole . We have also added Full Song Information like Lyrics (Song Writer), Singer Name, Song Released Date and all other Information shortly. Let’s read Dyakha Howbe Bole in Bangla or English Lyrics from this post.
Dyakha Howbe Bole Song Information:
Track | Dyakha Howbe Bole |
Mixing and Mastering | Amit Chatterjee |
Music | Inrdraadip Das Gupta |
Lyrics | Srijato |
Release Date | Nov 3, 2017 |
Movie Name | Samantaral |
Dyakha Howbe Bole Official Music Video:
Dyakha Howbe Bole Song Lyrics:
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুতে আসা ,
ভালোবাসা কে … ।
ও… এতো মন , এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় ।
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় । – [ ২ বার ]
চিলেকোঠা কে চিঠি লিখে পাঁচিল ,
আমরা সকলে সাক্ষী হয়ে আছি ।
এক দালানে রোদ পোহানো শান্তি মেখে খাতে ,
যেখানে মন ভাত বেরে দেয় ভালোবাসার পাতে ।
দেখা হবে বলে বারে বারে ছুটে আসা ,
চেনা চৌকাঠে ছায়া গুলো ধুতে আসা ।
ছায়া পাবো বলে হাতে হাতে ছুতে আসা ,
ভালোবাসা কে
এতো মন এতো জন মিলে স্বপ্ন দেখায় ,
এতো মন এতো জন মিলে স্বপ্ন দেখায়
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়
একই ঘর একই স্বর হয়ে ভাসছে হাওয়ায় । – [ ২ বার ]