Travel

Dhaka to Barisal Launch Schedule 2021, Ticket Price & Contact Number

ঢাকা থেকে বরিশাল যাওয়ার লঞ্চ সিডিউল এখানে পাবেন। এছাড়াও প্রয়োজনীয় কন্টাক্ট নাম্বার এবং টিকিটের মূল্য তথ্য সংক্রান্ত তথ্য এখানে উপলব্ধ। বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় ঢাকা থেকে বরিশালের লঞ্চ। পানি পথের সবথেকে বেশি যাতায়াত করে ঢাকা থেকে বরিশাল লঞ্চ। প্রতিদিন অসংখ্য যাত্রী লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল যাতায়াত করে। এই যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য বরিশাল অসংখ্য লঞ্চ রয়েছে।

এই সমস্ত লঞ্চগুলো সিডিউল অনেকে জানেনা। তাইতো তাদের যাত্রাপথে বিভিন্ন ধরনের বিরম্বনা সৃষ্টি হয়। এই সমস্যার সমাধান করার জন্য আজকে ঢাকা থেকে বরিশাল সবগুলো লঞ্চের সময় সিডিউল, টিকিটের মূল্য এবং কন্টাক্ট নাম্বার গুলো প্রদান করব।প্রতিটি যাত্রী যেন খুব আরামদায়ক ভাবে ভ্রমণ করতে পারে। সেই কথা ভেবে আজকে আমরা সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দেবো। তাই আপনারা যেন শান্তিতে বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে পারেন। সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবো।

ঢাকা থেকে বরিশাল লঞ্চ যাতায়াতের সময় ও দূরত্ব

আমরা অনেক মনে করি, পানি পথ দিয়ে লঞ্চে যেতে অনেক সময় লাগে। কিন্তু মাত্র 10 ঘন্টায় ঢাকা থেকে বরিশালের লঞ্চ এর মাধ্যমে যেতে পারবেন। ঢাকা থেকে বরিশালের দূরত্ব 245 কিলোমিটার।

  • রোড : ঢাকা থেকে বরিশাল পানি পথে।
  • সময় : মাত্র 10 ঘন্টা (বরিশাল পানিপথে)
  • দূরত্ব : ঢাকা থেকে বরিশাল যাতায়াতের পথ 245 কিলোমিটার।

ঢাকা থেকে বরিশাল লঞ্চ এর সুযোগ সুবিধা

বাংলাদেশি অনেকগুলো লঞ্চ সেবা নিতে পারবেন। কিন্তু বরিশাল লঞ্চ সেবা অত্যাধুনিক। এখানে প্রতিটি যাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া আছে। আপনারা চাইলে লঞ্চের মাধ্যমে বাসার মতো আরাম আয়েশ করে যেতে পারবেন। কারণ এখানে রয়েছে এসি বেডরুম, ফাস্ট ক্লাস রুম, ভিআইপি কেবিন ইত্যাদি। এছাড়াও আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করা হয়। অতিরিক্ত ফেসিলিটি হিসেবে নামাজের ঘর রয়েছে। সিকিউরিটি সেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লোক নিয়োগ দেওয়া আছে।

সুন্দরবন লঞ্চ বুকিং অফিস ঢাকা

বাংলাদেশের যতগুলো লঞ্চ রয়েছে। তার মধ্যে জনপ্রিয় ও সবথেকে বড় সুন্দরবন লঞ্চ। এই লঞ্চটিতে যাত্রীদের জন্য অসংখ্য সুযোগ-সুবিধা রয়েছে এবং বরিশাল যাওয়ার জন্য অন্যতম সুন্দরবন লঞ্চ। বাংলাদেশ সুন্দরবন লঞ্চে করে অসংখ্য যাত্রী ঢাকা থেকে বরিশাল যাতায়াত করে। অসংখ্য মানুষের চাহিদার জন্য অনেকে আগে থেকে টিকিট ক্রয় করে কথা ভাবে। সেই যাত্রীদের জন্য সঠিকভাবে টিকিট করতে পারে। তার জন্য আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিছি। সেই নাম্বারে কল করে অগ্রিম টিকিট বুকিং করতে পারবে অথবা টিকিট বাতিল করতে পারবে।

০১৭১২৮১১০৯২,০১৭২৪৯৫৫৬০০

গ্রীন লাইন ওয়াটার

অত্যাধুনিক আধুনিক সম্পূর্ণ লঞ্চ গ্রীন লাইন ওয়াটার। গ্রীন লাইন ওয়াটার লঞ্চটি সকাল ৮.০০ টা লালকুঠি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আনুমানিক দুপুর ১.০০ টায় ঢাকার সদরঘাটে আসে। আবার পুনরায় ৩.০০ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় ও বরিশালে গিয়ে রাত ৯.০০ টায় গিয়ে পৌঁছায়। যারা অত্যাধুনিক বিলাসবহুল ভাবে বরিশাল যাতায়াত করতে চান। তারা গ্রীন লাইন ওয়াটার বাস পছন্দের তালিকায় রাখতে পারেন।

  • প্রথম শ্রেণীর টিকিটের মূল্য ১০০০ টাকা
  • দ্বিতীয় শ্রেণি টিকিটের মূল্য ৭০০ টাকা
  • লঞ্চ ছাড়ার সময় সকাল 8.০০ টায়
  • গন্তব্য স্থানে পৌঁছানোর সময় বিকাল ৩.০০

ঢাকা টু বরিশাল লঞ্চ অনলাইন টিকেট

ঢাকা থেকে বরিশালের যাতায়াত পথের প্রধান বাহন লঞ্চ। কোন প্রকার দালাল অথবা টিকিট চক্রের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। লঞ্চের টিকিট ক্রয় করার জন্য shohoz.com অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখান থেকে পছন্দের যে কোন একটি টিকিট ক্রয় করে বিলাসবহুল ভ্রমণ করুন। আমরা লঞ্চের অনলাইন প্লাটফর্ম টিকিট সংগ্রহের লিংক নিচে প্রদান করতেছি।

Link : ঢাকা টু বরিশাল লঞ্চ অনলাইন টিকেট

ঢাকা থেকে বরিশাল লঞ্চ টিকিটের মূল্য

এই লঞ্চগুলো যেতে হলে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করে যেতে হবে। তবে বিভিন্ন ক্যাটাগরির টিকিট এখানে পাবেন। টিকিটের মূল্য একদম ফিক্সড, যে দাম সবার জন্য সমান। আমরা ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাওয়ার টিকিট এর মূল্য টেবিল আকারে প্রদান করলাম।

Ticket Category

Price

Deck 200 Tk
VIP-1 4000 Tk
VIP-2 4000 Tk
VIP-3 4000 Tk
VIP-4 3000 Tk
Semi VIP 2600 Tk
Cabin Single 850 Tk
Cabin Double 1600 Tk
Family Cabin 1700 Tk
Sofa 500 TK

ঢাকা থেকে বরিশাল লঞ্চ সিডিউল  2021

Launch Name

Contact Number

Departs Time

Green Line Water ways 16557 Day Shifts
Adventure Day Service 01725-995345 Day Shifts
MV Parabat-2 01711276597 8:15
MV Parabat-7 01711344745 8:30
MV Parabat-9 01711344747 8:45
MV Parabat-11 01711330642 9:00
MV Sundarban-7 01718664700 9:00
MV Sundarban-8 01711441028 8:30
MV Kamal Khan-1 01711324629 8:45
MV Surabhi-7 01711-332084 9:00
MV Surabhi-8 01711453989 8:45
Manami 01309-033583 8:45

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button