Deyale Deyale (দেয়ালে দেয়ালে ) Lyrics – Minar Rahman

Deyale Deyale Lyrics by Minar Rahman. Minar Rahman is a popular Singer. It is one of the most popular and Romantic Song. This song was written by (Lyrics) Rabiul Islam Jibon and composed by Minar Rahman. The song is from Tomar Amar Prem where acted Siam & Ognila. Full Song Lyrics of Deyale Deyale Official Music Video is available on here. We have also added Song information and Official Lyrics of the song. Let’s get details about Deyale Deyale by Minar Rahman from the below.
Deyale Deyale Song Information:
Track | Deyale Deyale (From Tomar Amar Prem) |
Lyrics | Robiul Islam Jibon |
Singer | Minar Rahman |
Composition | Emon Chowdhury |
Release Date | 02 May 2017 |
Powered by | CD Choice |
Deyale Deyale Official Music Video:
দেয়ালে দেয়ালে লিরিক্স (গানের কথা):
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা এ আমার,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর । (২ বার)
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে ,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা
বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু ‘ চোখ
ভুল সে স্বভাবে ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো ।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো ।
দেয়ালে দেয়ালে
খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে ,কোথায় হারালে
ফিরে তুমি আর
আসবেনা বুঝি ?
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর ।
জানো না তুমিহীনা এ আমার,
সপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর । (২ বার)
Deyale Deyale Song Lyrics by Minar Rahman you have got. But, Some popular and Latest Song Lyrics is available for you on the below. So, Check out the other song you may also like with this sone.