কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী 2021- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, ট্রেন সিডিউল, রোডম্যাপ, ভাড়া এবং ছুটির দিন

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী, ট্রেন সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা ! প্রতিনিয়ত ঢাকা থেকে কুমিল্লা ট্রেনের মাধ্যমে অনেক যাত্রী যাতায়াত করে। অনেক যাত্রী কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য নিয়ে কনফিউশন থাকেন। তাইতো ঢাকা থেকে কুমিল্লা যাতায়াতের ট্রেনের সময়সূচী এবং ভাড়া মূল্য তালিকা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আপনার জন্য খুব চিন্তা মুক্ত এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন তাই আপনাদের জন্য এই পোস্টটি করেছি ।এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করব।

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)

কুমিল্লা থেকে ঢাকা যাতায়াতের উত্তম মাধ্যম হলো ট্রেন। ট্রেনের মধ্যে খুব নিরাপত্তায় নিয়ে ভ্রমণ করতে পারেন। কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব 105 কিলোমিটার। এই রুটে যেসকল ট্রেন চলাচল করে। তার বিস্তারিত তালিকা নিচে প্রদান করা হলো।

  1. মহানগর এক্সপ্রেস  (721)
  2. মহানগর গোধূলি  (703)
  3. উপকূল এক্সপ্রেস  (711)
  4. তৃণা এক্সপ্রেস  (741)

এই ট্রেনগুলো দীর্ঘ দিন ধরে কুমিল্লা থেকে ঢাকা মানুষের যাতায়াত সেবা দিয়ে আসতেছে। কুমিল্লার অনেক মানুষ তাদের প্রয়োজনের তাগিদে ঢাকা রেল পথে ভ্রমণ করে থাকেন। আন্তঃনগর ট্রেনগুলো সময় সূচির সম্পর্কে অনেকের ধারনা নাই। তাই তো এই ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জানার আগ্রহ অনেকের। আন্তঃনগর ট্রেন গুলো অনেক উন্নত মানের এবং তাদের সেবা অনেক ভালো। আন্তঃনগর ট্রেনগুলোতে শোয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানের ট্রেন গুলিতে যেসব সুযোগ-সুবিধা প্রদান করা হয়, এখানে এই সেই সেবা গুলো পাবেন। এই ট্রেনগুলোতে খাবার ব্যবস্থা রয়েছে, নিরাপদ পানি, শীতাতাপ নিয়ন্ত্রিত স্পেশাল রুম ব্যবস্থা করা হয়েছে। নামাজের ঘর আছে ও এছাড়া নির্দিষ্ট সময়ে ট্রেন যাতায়াত করে।

এই আন্তঃনগর ট্রেনগুলো নিয়মিত কুমিল্লা থেকে ঢাকায় যাতায়াত করে। তবে কিছু কিছু ট্রেন আছে সপ্তাহে একদিন ছুটির দিন থাকে। তাই যে সকল আন্তঃনগর ট্রেনগুলো ছুটির দিন আছে, তার তালিকা নিচে প্রদান করা হয়েছে। এছাড়া গাড়ি ছাড়ার সময় এবং গন্তব্যস্থলে পৌঁছানোর সময়সূচী তালিকা নিচে প্রদান করা হলো।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ার সময় টু পৌছানোর সময়
মহানগর  গোধুলী নাই ১৭ঃ৫৪ ঢাকা ২১ঃ১০
মহানগর  প্রভাতী নাই ১১ঃ০৭ চট্রগ্রাম ১৩ঃ৫০
উপকূল  এক্সপ্রেস বুধবার ০৮ঃ০১ ঢাকা ১১ঃ৫০
উপকূল  এক্সপ্রেস মঙ্গলবার ১৯ঃ০৩ নোয়াখালী ২১ঃ০০
পাহাড়িকা এক্সপ্রেস সোমবার ১২ঃ২০ সিলেট ১৭ঃ৫০

কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

কুমিল্লা থেকে ঢাকা রেল পথে যে সকল মেইল এক্সপ্রেস গুলো যাতায়াত করে। সেগুলো লিস্ট নিচে প্রদান করব। যাত্রীদের জন্য নিশ্চিন্তে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তার জন্য কুমিল্লা থেকে ঢাকায় যে সকল মেইল এক্সপ্রেস ট্রেন গুলো চলাচল করে তার লিস্ট দেওয়া হল।

  1. ঢাকা মেইল (01)
  2. কর্ণফুলী এক্সপ্রেস (03)
  3. ঢাকা এক্সপ্রেস  (11)
  4. চট্টলা এক্সপ্রেস  (67)
  5. কুমিল্লা কম্পিউটার  (78)

কুমিল্লা থেকে ঢাকা আন্তঃনগর ট্রেনগুলো প্রতিনিয়ত ঢাকা টু কুমিল্লা রুটে যাতায়াত করে। তার মধ্যে কিছু কিছু ট্রেন সপ্তাহে একদিন বন্ধ থাকে আর বাকি ট্রেন গুলো প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করে। কুমিল্লা থেকে ঢাকা রেলপথের ট্রেনগুলোর নিয়মিত চলাচল করে । বর্তমান সময়ে ট্রেন সিডিউল মেইনটেন্স না করার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে। নিচের কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের ছাড়ার সময় ও গন্তব্যে পৌছানোর সময় সুচি তালিকা গুলো টেবিল আকারে প্রদান করা হলো।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ার সময় টু পৌছানোর সময়
ঢাকা মেইল নাই ০১ঃ৩০ ঢাকা ০৬ঃ৫৫
 চট্টগ্রাম মেইল নাই ০৪ঃ০০ চট্রগ্রাম ০৭ঃ২৫
কর্ণফুলী এক্সপ্রেস নাই ১৩ঃ৩০ ঢাকা ১৯ঃ৪৫
 কর্ণফুলী এক্সপ্রেস নাই ১৪ঃ২০ চট্রগ্রাম ১৮ঃ০০
 ঢাকা মেইল নাই ২৩ঃ৩৩ ঢাকা ০৬ঃ৪০

কুমিল্লা টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য

কুমিল্লা থেকে ঢাকা যাতায়াত করতে বিভিন্ন ধরনের ট্রেন পাওয়া যাবে। ট্রেনগুলোতে বিভিন্ন ধরনের আসন রয়েছে । আসন গুলোর আলাদা আলাদা মূল্য তালিকা রয়েছে। তাই সঠিক টিকিটের মূল্য জেনে টিকিট ক্রয় করা একজন দায়িত্ববান মানুষের কাজ। তাইতো যাত্রীদের সুবিধার্থে আমরা কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য গুলো টেবিল আকারে তুলে ধরেছি। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য প্রদান করা হলো।

আসন  বিভাগ টিকিট মূল্য
শোভন 170 টাকা
শোভন চেয়ার  205 টাকা
 প্রথম আসন  270 টাকা
প্রথম বার্থ  405 টাকা
স্নিগ্ধা  395 টাকা
এসি  466 টাকা
 এসি বার্থ  702 টাকা

কুমিল্লা টু ঢাকা ট্রেন পথে ভ্রমণ সংক্রান্ত কোন তথ্য জানা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে।

ময়মনসিংহ থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী ২০২১

ময়মনসিং থেকে বিজয় এক্সপ্রেস (৭৮৫) ট্রেনটি কুমিল্লায় প্রতিনিয়ত যাত্রা করে। সপ্তায় ছয়দিন ও একদিন ছুটির দিন থাকে। সাপ্তাহিক ছুটি হিসেবে বুধবারের দিন বিজয় এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকে। কুমিল্লা থেকে ময়মনসিংহের দূরত্ব ২১২ কিলোমিটার। এই লং জার্নিতে ট্রেনযাত্রা সবথেকে উত্তম হবে। খুব সাশ্রয়ী মূল্যে কুমিল্লা টু ময়মনসিং যাতায়াতে ট্রেন ভ্রমণ করবেন। তাহলে খুব অল্প টাকায় ময়মনসিং থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ময়মনসিংহ ট্রেনে আসতে পারবেন।

ট্রেনের নাম কুমিল্লা  ছাড়ার সময় ময়মনসিংহ পৌঁছানোর সময় ছুটির দিন
বিজয় এক্সপ্রেস (৭৮৫) ১০ঃ২০ ১৫ঃ৪৫ বুধবার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top