class 7 Bangla assignment 1st week 2021; সপ্তম শ্রেণী বাংলা অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ২০২১

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সপ্তম শ্রেণীর 2021 সালের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি সপ্তম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর দিকে লক্ষ্য করেন তাহলে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও বাংলা ভাষার ব্যাকরণ অংশ থেকে ভাষার রূপ বৈচিত্র সাধু ও চলিত ভাষা সম্পর্কে প্রণীত হয়েছে। অ্যাসাইনমেন্ট টিতে একটি সাধু ভাষায় অনুচ্ছেদ দেওয়া এখানে বলা হয়েছে অনুচ্ছেদটি চলিত ভাষায় রূপান্তর করতে।
সপ্তম শ্রেণী বাংলা অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ২০২১
আমি আপনাদের সুবিধার জন্য কোন অনুচ্ছেদটি চলিত ভাষায় রূপান্তর করে দিব। অনুচ্ছেদটিতে মূল্যায়ন করা হবে সর্বনাম ও ক্রিয়া পদ গুলো সঠিক রূপান্তর করতে পারলে কিনা। সর্বনাম পদের অংশগুলো পরিপূর্ণভাবে রূপান্তর করতে পারলে কিনা । সর্বনাম ও ক্রিয়া পদ গুলো রূপান্তর করতে পারলি না। সর্বনাম ও ক্রিয়া পদ গুলি কোন রূপান্তর করতে না পারলে অগ্রগতির প্রয়োজন হবে।

সপ্তম শ্রেণী বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর প্রথম সপ্তাহ ২০২১
তারপর স্বর্গীয় দূত আগের যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মত একটি গাভী চাইলেন। সেও ধবল রোগের মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলল, আচ্ছা, তুমি যদি মিথ্যা বলে থাকি, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবে।
তারপর স্বর্গদূত আগের যে অন্ধ ছিল, তার কাছে গিয়ে বলল, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল শেষ হয়ে গেছে।এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে যাবার কোনো উপায় নেই। যিনি তোমার চোখ খুব ভালো করে দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইছি; জেনো আমি ছাগল বিক্রি টাকা দিয়ে দেশে যেতে পারি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 16-03-2021 তারিখে সপ্তম শ্রেণীর ধর্ম এবং বাংলা বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে ।আমরা এখানে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের এসাইনমেন্ট এর সমাধান করে আপলোড করেছি। যা প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য। আপনি যদি প্রথম সপ্তাহের সপ্তম শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সমাধান করে থাকেন, তবে আমাদের সঙ্গেই থাকুন এবং পিডিএফ ফাইল আকারে অ্যাসাইনমেন্ট এবং তার সমাধান সংগ্রহ করুন।