বৃষ্টি একটি রোমাঞ্চকর ব্যাপার। যখন সারাদিনব্যাপী বৃষ্টি হয় তখন মনমানুষিকতা খুব ভালো থাকে। বিবাহিত কাপল হলে বৃষ্টির সময় তাদের মুহূর্তগুলো আনন্দময় হয়। আমরা ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজতে খুব মজা পাই। বৃষ্টিতে খেলাধুলা করার আনন্দ অন্যরকম। বৃষ্টি হবার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং প্রচুর বজ্রপাতের জোরালো গর্জন শোনা যায়। পাখি মানুষ গবাদি পশু সকল জীবজন্তু ঘরের ভেতরে থাকে। বাহিরে জনশূন্য হয় থাকে। এই সময় গ্রামের প্রতিটি রাস্তা কাদাময় হয়ে থাকে। এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা মুশকিল। ছোটবেলায় বৃষ্টির দিনগুলো সবাই মিস করে। বর্তমান ইট পাথরের দালান কটা শহরে সবার জীবন যাপন ব্যস্ততম কাটে। সেই নস্টলজি বাল্যজীবনে ফিরিয়ে দিতে সবার মন চায়।
সারাদিন অঝোর বৃষ্টি পাত হলে গরিবের জীবনযাপন শচীনীয় হয়। কেননা তারা বাইরে গিয়ে কাজ করতে পারে না যার ফলে ঘরের খাবার থাকে না। ক্ষুধার্ত অবস্থায় একদিন পার করতে হয়। ধনী ব্যক্তিদের জন্য বৃষ্টি যেমন একটি রোমাঞ্চকর বিষয় পক্ষান্তরে গরিবদের জন্য বৃষ্টি খুব কষ্টদায়। গরিবরা দিনে আনে দিনে খেটে খায়। তাদের একদিন বৃষ্টিপাতের জন্য কাজে ব্যাঘাত ঘটলে না খেয়ে দিন পার করতে হয়। ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে না বলে তাদের জন্য বৃষ্টি মহামারী হয়ে দাঁড়ায়।
বৃষ্টি নিয়ে উক্তি
বর্ষাকালের গ্রামে সাধারণত প্রচুর পরিমাণ বৃষ্টির হয়। এই সময় গ্রামের রাস্তাঘাট বৃষ্টি প্লাবিত থাকে। বৃষ্টিতে প্লাবিত থাকে চারিদিকে পানির মহড়া। এ যেন দৃষ্টি নন্দন যা গ্রামের পরিবেশে না দেখলে বুঝতে পারবেন না। যারা অনলাইনে বৃষ্টি নিয়ে উক্তি স্ট্যাটাস ও কিছু কথা জানতে চান। তাদের জন্য আমরা কিছু বাছাইকৃত উক্তি, স্ট্যাটাস এবং বৃষ্টি নিয়ে মূল্যবান কথা তুলে ধরেছি। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো সবার নজর থাকবে।
জীবনের কতগুলো মূল্যবান মুহূর্ত আমরা পার করি রংধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে – ডিয়েটার এফ
বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়। –
ওয়াল্ট ডিজনি
এক পশলা বৃষ্টির পরে সবসময় ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে। – সংগৃহীত
আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিন বিদ্যমান। – সংগৃহীত
কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়। – রজার মিলার
জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে – ভিভিয়ান গ্রীন
বৃষ্টি এক অমূল্য আশীর্বাদ, এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানে আছে জীবন কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকত না। —– জন আপ্রিকে
বৃষ্টি ছাড়া কোনো ফসল জন্মাতে পারে না, বৃষ্টি ছড়া কোন গাছ বড় হয় না। —- সংগৃহীত
বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুই পাথরে গর্ত করে তোলে, কিন্তু তা তার ক্ষিপ্রতার জন্য নয়, বরণ অনবরত পতনের ফলে।—–লুক্রেশিয়াস
আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায়না। —– চার্লি চ্যাপলিন
বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টি নিয়ে অনলাইনে অনেকেই উক্তি খুঁজেন। আজকে আমরা এই পোস্টে বৃষ্টি নিয়ে কিছু কথা উক্তি স্ট্যাটাস সম্পর্কে জানাব।
তবুও বৃষ্টি দেখে
বৃষ্টির জল হাতে মেখে,
অভাব পুষি বুকে।
আশা রাখি ভিজবো একদিন
খুনসুটি আর সুখে।
বৃষ্টি দেখেছি
স্বপ্ন এঁকেছি-
স্বপ্ন ভিজেছে জলে।
আজ মেঘলা মন
উদাসীন ক্ষণ,
তবুও ভিজিনি আমি জলে।
কাব্যেরা উঁকি মারে,
মন জুড়ে গান বাজে,
কারো যে ভাবছে মন
ডাকছে উদাসী ভঙ্গিমায় পাশে।
রাজ্যের সব গান
বিরহের সুর ভাসে,
অভাবেরা বড্ড উশৃংখলে
মন কারে ভাবছে পাশে।