Bondhu Amar Rater Akash (বন্ধু আমার রাতের আকাশ) Lyrics-Sadman Pappu

Bondhu Amar Rater Akash Song Lyrics Published. Check the Song Lyrics of Bondhu Amar Rater Akash from our Site which collected from Sadman Pappu Song. With the song, You will also get Official Music Video of Bondhu Amar Rater Akash. We have also added Full Song Information like Lyrics (Song Writer), Singer Name, Song Released Date and all other Information shortly. Let’s read Bondhu Amar Rater Akash in Bangla or English Lyrics from this post.
Bondhu Amar Rater Akash Song Information:
Track | Bondhu Amar Rater Akash |
Singer & Composer | Sadman Pappu |
Music | Ankur Mahamud |
Lyrics | Riaz |
Release Date | Jul 19, 2018 |
Powered By | Eagle Music |
Bondhu Amar Rater Akash Official Music Video:
Bondhu Amar Rater Akash Song Lyrics:
Tarara amay eka paray ghum
Seshe nijer bibek daak diya je koy
Ekla jibon onek sukher hoy
Bandhu ekla jibon anek sukher hoyJei aalote tomar maya amar chaya nai
Ekhon ami ondhokare dukkho kurai
Tarar moto shoto betha buke nibhe jole
Ekhon ami prohor katai jonak joleBAndhu amar ogochore rongeen polithin
Ekhon amay shopno dekhay mitthey protidin
Dukkho bhora pobone-te felire nishwash
Eto sukher valobashay vanglire biswash
BONDHU AMAR RATER AKASH LYRICS IN BANGLA
এই হৃদয়ে তুমি ছিলে,
ব্যাথা ছিলোনা।
হঠাৎ করে হারিয়ে গেলে,
ফিরে এলেনা। – [ ২ বার ]
এখন বন্ধু আমার রাতেরও আকাশ,
ওর ঘরেতো আমার বসবাস।
বন্ধু আমার চাঁদের জোছনা
এখন আমার মন কাঁদেনা।
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম,
তারারা আমায় একা পাড়ায় ঘুম।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়,
একলা জীবন অনেক সুখের হয়।
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়।
যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই,
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই।
যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই,
এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই।
তারার মতো শত ব্যাথা বুকে নিভে জ্বলে,
এখন আমি প্রহর কাটাই জোনাক তলে।
এখন বন্ধু আমার রাতেরও আকাশ,
ওর ঘরেতো আমার বসবাস।
বন্ধু আমার চাঁদের জোছনা
এখন আমার মন কাঁদেনা।
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম,
তারারা আমায় একা পাড়ায় ঘুম।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়,
একলা জীবন অনেক সুখের হয়।
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়।
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন,
এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন। – [ ২ বার ]
দুঃখ ভরা পবনেতে ফেলিরে নিশ্বাস,
এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস।
বন্ধু আমার রাতেরও আকাশ,
ওর ঘরেতো আমার বসবাস।
আমার বন্ধু চাঁদের জোছনা,
এখন আমার মন কাঁদেনা।
শেষে দিনের পরে রাত্রি হয় নিঝুম,
তারারা আমায় এক পাড়ায় ঘুম।
শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়,
একলা জীবন অনেক সুখের হয়,
বন্ধু একলা জীবন অনেক সুখের হয়।