বিপদ নিয়ে ইসলামিক উক্তি- ১০০+ বিপদ নিয়ে উক্তি

আল্লাহতালা মানুষের ধৈর্য, কষ্ট, দুঃখ পরীক্ষা করার জন্য বিপদ দেন। অনেক সময় ধৈর্য হারা হয়ে আমরা আল্লাহতালার প্রতি বিশ্বাস কমে ফেলি। বিপদে ধৈর্য ধরতে পারলে আল্লাহতালা খুশি হয় এবং ওই ব্যক্তির উপর রহমত বরকত নাযিল আসে। হাদিসে স্পষ্ট বলা আছে আল্লাহ তা’আলা কাছে বিপদে পড়লে দোয়া পাঠ করতে আল্লাহতালা তাকে সেই বিপদ থেকে মুক্তি দিবেন। বিপদ এর কোন সময়সীমা নাই। যেকোনো সময় একটি মানুষের কাছে বিপদ আসতে পারে। বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। বিপদ মানুষের জন্য একটি স্বাভাবিক বিষয়। যা যেকোনো সময় আসতে পারে। তাই মুসলিম হিসেবে বিপদ আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। নেককার বান্দার পরীক্ষা করার জন্য আল্লাহতালা অসংখ্য বিপদের মাধ্যমে পরীক্ষিত করেন। সঠিক মমিনরা বিপদে কখনো অবিচল হয় না। সবসময় সঠিক পথে থাকে এবং বিপদ থেকে উত্তোলনের জন্য পথ খোঁজেন। আল্লাহতালার উপর আস্থা বিশ্বাসের সাথে যথাসম্ভব ভাবে আমল করলে আল্লাহ যাবতীয় বিপদ মুক্ত দান করবেন। বিপদ থেকে মুক্তির জন্য অবশ্যই সব সময় দোয়া করতে হবে। একমাত্র দোয়ার মাধ্যমে আল্লাহতালা সকল বিপদে থেকে সাফা দিবেন।

জীবন চলার পথে মানুষের বিপদের মুখোমুখি হতেই হবে। মানুষের চলার প্রতি পথের সাথী বিপদ। বিপদ থেকে মুক্তি করার জন্য কোন মানুষের কাছে সাহায্য করবেন না বা এলাকার নেতাদের পিছনে ঘুরাঘুরি করবেন না। কেননা আল্লাহ তালায় আপনাকে বিপদ থেকে সাহায্য করবেন। বিপদ থেকে রক্ষা করার জন্য যখন সালাত আদায় করে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাৎক্ষণিক অবস্থায় আপনার বিপদ থেকে মুক্ত দান করবেন। একমাত্র আল্লাহতালার রহমত এর মাধ্যমে বিপদ থেকে রক্ষা হবে। তাই আমরা সবসময় চেষ্টা করবো বিপদে পড়লে আল্লাহ তালাকে স্মরণ করতে। বেশি বেশি করে বিপদের দোয়া পড়তে।

বিপদ নিয়ে ইসলামিক উক্তি

সব লোকের জন্য আল্লাহ তাআলা বেশি করে পরীক্ষা নেন। অসংখ্য নবীদের বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করেছেন। নবী রাসুলগণ প্রতিটি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। ইউনুস নবী মাছের পেটে অবস্থান করেছেন। সেই সময় একমাত্র আল্লাহতালা সাহায্য ছাড়া পৃথিবীর কোন মানুষের ক্ষমতা ছিল না তাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আমরা সবসময় চেষ্টা করবো যাবতীয় সমস্যায় আল্লাহতালার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন। মুমিনরা বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশনা মধ্যে পড়বে। কিন্তু এই সময় বিচলিত হওয়া যাবে না। মাথা ঠান্ডা রেখে নবী রাসুল যে দোয়াগুলো পড়তে বলেছেন সেই দোয়া গুলো সঠিকভাবে পড়াতে হবে।

  • একজন মানুষের জীবনের প্রথম সময়কালে সবচেয়ে বড় বিপদ হল ঝুঁকি না নেওয়া।—– সোরেন কিয়ার্কেগার্ড
  • দুর্যোগ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে – বিপদে পড়লে আমাদের একসাথে দাঁড়াতে হবে। —-– পিনারাই বিজয়ন
  • সেই অল্পসংখ্যক লোকই এখন উন্মত্ত হওয়ার সাহস করে, সেই সময়ের প্রধান বিপদকে চিহ্নিত করে।—-– জন স্টুয়ার্ট
  • সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।  — হযরত সুলাইমান (আঃ)
  • আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন।—-— (সহিহ বুখারিঃ ৫৬৪৫)
  • আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (বিপদ হতে) নিষ্কৃতির পথ তৈরি করে দেন।–— (সুরা : তালাক, আয়াত : ০২)
  • আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন বিপদ থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা।  — মুফতি মুহাম্মদ শফী রহঃ
  • বিপদ যত বড়ই হােক, তাকে চিরস্থায়ী মনে করাে না। মৃত্যুর কথা কোন সময় ভুলে যেয়ো না।—- – হযরত আলী (রাঃ)”
  • যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন। —-– আল-কোরআন”
  • যে ব্যক্তি বিপদগ্রস্ত হয় নাই সে প্রকৃত ধীর সহিষ্ণু হইতে পারে না, যেমন বহুদর্শিতা ও অভিজ্ঞতা ব্যতীত কেহ সুচিকিৎসক হইতে পারে না। – আল-হাদীস”

বিপদ নিয়ে স্ট্যাটাস

সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়।
— হযরত সুলাইমান (আঃ)

আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন।
— (সহিহ বুখারিঃ ৫৬৪৫)

আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (বিপদ হতে) নিষ্কৃতির পথ তৈরি করে দেন।
— (সুরা : তালাক, আয়াত : ০২)

আপনার দুর্বলতাকে ও বিপদকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।
– ড. বিলাল ফিলিপ্স

একজন সাহসী মানুষের চোখে রোদের মতো বিপদ উজ্জ্বল।
– ইউরিপাইডস

সাহস যেমন জীবনের বিপদ, তেমনি ভয়ও এর সুরক্ষা।
– লিওনার্দো দা ভিঞ্চি

বিপদ সংবেদন উত্তেজনাপূর্ণ। নতুন বিপদ খুঁজে বের করা চ্যালেঞ্জ।
– আয়র্টন সেনা

অভিজ্ঞতার কথাই ধরুন, আমি সত্য কথা বলি: নিষ্ক্রিয়তা বিপদে সবচেয়ে নিরাপদ।
– সিলিয়াস ইটালিকাস

বিদ্বেষ এবং প্রযুক্তির সমন্বয় মানবজাতির জন্য সবচেয়ে বড় বিপদ।
– সাইমন উইসেন্থাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top