বাংলা
সংবাদ পাঠিকা থেকে যেভাবে হলেন জনপ্রিয় নায়িকা বুবলি [বুবলির জীবন কাহিনী]

প্রিয় দর্শক, আজকে আমারা জানাবো নিউজ প্রেজেনটার থেকে চিত্র নায়িকা হওয়া বুবলির জীবন কাহিনী। শবনম বুবলি ছিলেন সংবাদ পাঠিকা। কোনদিন অভিনয় করেননি, না মঞ্চে না ছোট পর্দায়। কিন্তু সেই তিনি যখন চলচিত্রে পদার্পণ করলেন তখন সারাপরেগেল চারিদিকে। সুরুতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে। কথায় আছে সপ্ন মানুষকে চলার পথে এগিয়ে নিয়ে যায়। তাই সবাই সপ্ন দেখেন, সপ্ন দেখতে নেই মানা। কিন্তু সবাই সপ্নের সিরিতে পা রাখতে পারেন না। যারা সপ্নের সিরিতে এগিয়ে সাফল্লের সিরিতে পা রাখেন, তারাই সফল।
আর এই সফল মানুষের সংখ্যা হাতে গনা, তেমনি একজন শবনম ইয়াসমিন বুবলি।