বিবাহ নিয়ে ইসলামিক উক্তি

বিবাহ একটি ফরজ কাজ। যা প্রত্যেকে নারী-পুরুষের করতেই হবে। বিবাহের মধ্যে একজন আরেকজনের সাথে সারা জীবনের জন্য ঘর বাঁধে। তবে বিবাহের ক্ষেত্রে নারী-পুরুষ সকলের সম্মতি একান্ত কাম্য। কোন অবস্থায় কোন ছেলে -মেয়ের সম্মতিতে বিবাহ কার সম্পন্ন করা উচিত নয়। বিবাহ কার্য সম্পন্ন করার আগে অবশ্যই অভিভাবক অনুমতি নিতে হবে। বিশেষ করে মেয়ে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক। মেয়ের অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ স্বয়ংসম্পন্ন হয় না। বিবাহ পড়ানোর সময় অবশ্যই দুজন সাক্ষী গ্রহণ করতে হবে। তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিবাহ কাজ সঠিকভাবে সম্পাদন হবে। বিবাহ পড়ানোর সময় আলহামদুলিল্লাহ বা কবুল উচ্চস্বরে বলতে হবে। বর যদি বোবা হয় তাহলে সাক্ষীদের সম্মতি মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে। বিবাহতে আল্লাহর রহমত ও বরকত দিয়েছেন। মানুষের কল্যাণের উদ্দেশ্যে বিবাহ মিলিত হয়।

ইসলামে অন্যান্য ফরজ কাজের মধ্যে বিবাহ একটি অন্যতম ফরয কাজ। যা প্রত্যেকটি নারী পুরুষকে যৌথভাবে করতে হবে। আমাদের মুসলিম ধর্মে বিবাহকে আলাদা হবে মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামী স্পষ্ট বলা আছে সামর্থ্য থাকলে অবশ্যই বিয়ে করতে হবে। কেননা বিয়ের মধ্যে আল্লাহ ইবাদতের মর্যাদা দিয়েছেন। বিবাহের মাধ্যমে একটা মানুষের পরিবর্তন দেখা দেয়। সে পাপ কাজ থাকে দূরে থাকে এবং আখিরাতের জন্য নিজেকে গুছিয়ে নেয়। নিজের কাজের জন্য ব্যস্ত থাকেন। বিবাহ নিয়ে ইসলামিক উক্তি অনলাইনে অনুসন্ধান অনেকে করেন। তাই আজকে আমরা পোস্ট বিবাহ নিয়ে ইসলামের উক্তিগুলো জানাবো।

ইসলাম ধর্মে বিবাহ খুব সহজ করা হয়েছে। কিন্তু কিছু কিছু হারাম বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া আছে। যেমন বিবাহের মাধ্যমে অধিক পরিমাণ টাকা খরচ করা যাবে না। অনেকেই আমরা বিবাহের মধ্যে গান বাজনা অনুষ্ঠান করে থাকি। তা কখনোই ইসলাম ধর্ম সাপোর্ট করেনা। গান কেননা বিয়ের মধ্যে গান-বাজনা সম্পূর্ণভাবে হারাম। বিবাহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হল কাবিন। স্ত্রীর কাবিননামা দিতে হবে বাধ্যতামূলক। একজন স্ত্রীকে বিবাহ করার পর কাবিননামা পরিশোধ না করা পর্যন্ত স্পর্শ করা যাবে না। কাবিননামা সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে স্পর্শ করলে সেটা হারাম বলে গণ্য হবে। আমরা চেষ্টা করব ইসলামী নিয়ম অনুযায়ী বিবাহ সম্পন্ন করে কাবিননামা টাকা পরিশোধ করে দিতে। যত দ্রুত পারব পরিবারের সকল সদস্যদের বিবাহ কাজে উৎস করব।

বিবাহ নিয়ে ইসলামিক উক্তি

উত্তম রিজিকের বরকত বারিয়ে দেয় বিবাহ। বিবাহর বয়স হলে নারী-পুরুষ সবাইকে বিবাহ দেওয়া প্রতিটি অভিভাবকের দায়িত্ব কর্তব্য। আমরা চেষ্টা করব সঠিক সময় পরিবারের সদস্যদের বিবাহ দিতে। যারা অনলাইনে মাধ্যমে বিবাহ নিয়ে ইসলামিক উক্তি খুঁজেন। তাদের জন্য স্পেশাল কিছু বিবাহ নিয়ে উক্তি হাজির হয়েছি। আশা করি ইসলামিক বিবাহ নিয়ে উক্তি গুলো সবার পছন্দ হবে।

১. বিয়ে নিয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ (সা:) বলেছেন  “যে বিয়ে খরচ কম হয় ,সে বিয়ে বেশি বরকতময় হয়ে থাকে “.

২. মহানবী হজরত  মোহাম্মদ (সা:) বলেন যে , ‘বিয়ে হল তার সুন্নাহ। যে ব্যক্তি বিশেষ তার সুন্নাহ থেকে বঞ্চিত হবে সে ”ব্যক্তি তার দলভুক্ত নয়। ‘

৩. একটি হাদিসে আমাদের প্রিয়নবী ইরশাদ করেছেন –‘বিয়ে হল দৃষ্টি নিয়ন্ত্রণকারী। তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য।

৪. বুখারী হাদিসে বলা হয়েছে –যে মুমিন বিয়ে করার সামর্থ নেই সেই মুমিনের উচিত রোজা পালন করা।

৫. তিরমিজি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যে –কোন মুমিন যদি তার অভিবাবক ব্যতীত বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল বলে গণ্য হয়।

৬. হাদিসের মতে  “বিয়েতে অনেক  বেশি অর্থ অপচয় করা এবং সেই সাথে অতটুক বেপর্দাহীন চলাফেরা করা বিয়ের সুন্নাহ নয়।

৭ .রাসূলুল্লাহ (সা:) বলেন  –বিয়েতে অভিবাবক এবং দুইজন সাক্ষী ছাড়া কোন ধরণের বিবাহ গ্রহণযোগ্য নয় “

৮. হাদিস শরীফে বলা হয় – ‘জুমার দিনে বিয়ে করা সুন্নাহ।

৯. দাউদ ও তিরমিজি শরীফে বলা হয় যে  ‘ পুরুষের আয়ের উপর নির্ধারণ করে দেনমোহ নির্ধারণ করা সুন্নাহ।

১0. বিয়ের সময় পাত্রী দেখা মুস্তাহাব।

বিবাহ নিয়ে উক্তি

সমগ্র পৃথিবীর প্রাণী, পশু, জীবজন্তু, পাখি সবার রিজিকের ব্যবস্থা করেছেন। বিবাহের মধ্যে আল্লাহতালা রিজিকের ফায়সালা করেন। অনলাইনের মাধ্যমে বিবাহ নিয়ে উক্তি অনেকে খুঁজে। তারা এখান থেকে ইসলামিক উক্তিগুলো সংগ্রহ করতে পারবেন। সকল উক্তিগুলো সবার ভালো লাগবে।

১। একটি ভাল বিবাহের চেয়ে প্রেমময়, বন্ধুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর সম্পর্ক, কথোপকথন বা সঙ্গ নেই। –মার্টিন লুথার।

০২। বিয়ে হচ্ছে নিজের অধিকার আরেকজনের উপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল। -রেদোয়ান মাসুদ

০৩। বিবাহ হচ্ছে প্রত্যাশার মৃত্যু । -উডি এলেন।

০৪। দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই । -ইবনে মাজাহ।

০৫। ভালোবাসের কমতি নয় বরং বন্ধুত্বের কমতির কারণেই বিয়েতে ভাঙন ধরে থাকে। -ফ্রেডরিক নিয়েরজকি।

০৬। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা । -শুপেনহাওয়ার।

০৭। বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম। যখন সেখানে নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না। -রেদোয়ান মাসুদ

০৮। রোম্যান্সের বিশেষজ্ঞরা বলেছিলেন সুখী বিবাহের জন্য অনুরাগী প্রেমের চেয়ে বেশি কিছু থাকতে হবে। স্থায়ী ইউনিয়নের জন্য তারা জোর দিয়ে বলেন, একে অপরের জন্য খাঁটি পছন্দ থাকতে হবে। যা আমার বইয়ে বন্ধুত্বের জন্য একটি ভাল সংজ্ঞা।  -মেরিলিন মনরো।

০৯। বিবাহ বিশেষণ নয়; এটি একটি ক্রিয়াপদ এটি আপনি পান এমন কিছু নয়। এটি আপনি কিছু করেন। আপনি নিজের সঙ্গীকে প্রতিদিন এভাবেই ভালোবাসেন।  -বারবারা দে অ্যাঞ্জেলিস।

১০। এই বিবাহ হাসিতে পূর্ণ হোক, স্বর্গে আমাদের প্রতিদিন হোক।  -রুমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top