শুভেচ্ছা

মানুষের কঠিন বাস্তবতা নিয়ে কিছু কথা

ছোটবেলা থেকে মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। যা পূরণ করার জন্য অনেকে কঠোর পরিশ্রম করে। কিন্তু বাস্তব জীবনে এসে দেখা যায় স্বপ্ন পূরণ করা খুবই কঠিন। মুখে অনেক কিছুই বলা সম্ভব কিন্তু বাস্তবে পরিণত করতে গেলে। যে পরিমাণ পরিকল্পনা ও পরিশ্রম দেওয়া দরকার। তা আমরা করতে পারিনা। বেশিরভাগ মানুষেরই তখন জীবনে কালো অন্ধকার নেমে আসে। বাস্তব জীবন বড়ই কঠিন। এক দিনের স্বপ্ন পূরণ করতে গেলে হাজার বছর লেগে যায়। তাই বেশিরভাগ মানুষ বলে বাস্তব জীবন খুবই কঠিন ও তা পূরণ করা অসম্ভব হয়ে যায়।

তবে সব স্বপ্ন পূরণ হয় এমনটা না। পৃথিবীতে এমন কিছু স্বপ্ন নেই, মানুষ পূরণ করতে পারেনি। তবে সেক্ষেত্রে অবশ্যই সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের পর্ব প্রয়োজন রয়েছে। তাই আজকে আমরা আপনাদের বাস্তব জীবন নিয়ে কিছু কথা জানাব। যেগুলো চিরন্তন সত্য, যা মেনে নিয়ে পৃথিবীতে বসবাস করতে হবে এবং মানুষের সাথে চলাফেরা করতে হবে। সেই চিরন্ত সত্য গুলো কথাগুলো বিভিন্ন মানুষের জীবন থেকে নেওয়া। মনীষীদের জীবন বাস্তবতা নিয়ে সেরা কথাগুলো আমরা সাজাতে পেরেছি। সবগুলো আপনাদের ভাল লাগার মত। তাই চলুন একটু দেখে নেই সেই কথাগুলো।

ভালোবাসার বাস্তবতা নিয়ে চিরন্তন সত্য কথা

ভালোবাসা একটি পবিত্র। যেটা অর্জন করতে হলে অনেক ত্যাগ ও কষ্ট করতে হয়। ভালোবাসা অর্থাৎ সম্পর্ক করে বিয়ে এর শেষ পরিণতি খুব কষ্টদায়ক হয়। কারণ ভালোবাসার বিয়ের পর জীবনের চরম বাস্তবতার সম্মুখীন হতে হয়। যে সময়ে কারো কাছ থেকে কোন কিছু সাপোর্ট বা আর্থিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকেনা বা মানুষ খুব কাছ থেকে চেনা যায়। সেসময় আপনার বিপদে কেউ পাশে থাকে না। সেই চরম বাস্তবতার মুখোমুখি হয়। তখন মানুষ বুঝতে পারে ভালোবাসার কঠিন বাস্তবতা। চরম ভালোবাসার বাস্তবতার কিছু কথা অনেক বিখ্যাত ব্যক্তিরা বলেছেন তা দেখে নেবেন।

  1. জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে । সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
  2. কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে ।
  3. স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।
  4. ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে।
  5. প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে ।
  6. নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়
  7. সুখী ত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে যানে
  8. হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি
  9. কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।
  10. যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!

বাস্তব জীবনের চরম সত্য কথা

জীবন চলার সাথে দুঃখ, কষ্ট, বেদনা সবকিছুই থাকে। তবে যখন একটি মানুষ চরম বাস্তবতার সম্মুখীন হয়। তখন তার সাথে মানুষ মিশতে চায় না, কারণ খারাপ পরিস্থিতি গেলে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন কাউকে পাশে পাওয়া যায় না। চরম বিপদের কেন মানুষ পাশে থাকে না। সে অভিজ্ঞতা যাদের হয়নি। তারা আজকে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। যা আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। তাহলে আজকে জেনে নেই জীবনের কিছু বাস্তব কথা।

১.প্রথমত গায়ে পড়ে কারো সাহায্য করতে যাবেন না। আর কারো সাহায্য করার পরে তার থেকে ভবিষ্যতে সাহায্য পাবার আশাও করবেন না;

২.কারো আশাকে নষ্ট করবেন না, হতে পারে এই আশাটাই ছিল তার শেষ সম্বল;

৩.নিজের ভুল বা দোষ স্বীকার করার মত মনোবল তৈরি করুন;

৪.যেটা আপনার দ্বারা করা সম্ভব না সেটা নিয়ে কাউকে প্রতিশ্রুতি দিবেন না;

৫.জানাকে মানায় রুপান্তরিত করতে না পারলে সে জানা অর্থহীন;

৬.দক্ষতা ছাড়া সততা শক্তিহীন;

৭.মানুষ নিজের কাছেই প্রথমে হেরে যায়;

৮.মুক্ত বিশ্বাস হচ্ছে সাফল্য অর্জনের ভিত্তি;

৯.যা করতে পারবেন না সে বিষয় বিনয়ের সাথে উল্লেখ করুন;

১০.সর্বাবস্থায় সকল বিষয়ে শুকরিয়া আদায় করুন, হয়তো আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ আছে 🙂

জীবনের চরম বাস্তবতা সেরা উক্তি

একটি মানুষ যখন চরম বাস্তবতা দেখতে পায়। তখন সে মনের আবেগ ও দুঃখ মোচনের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকেন। তার দুঃখ ভোলানোর জন্য আমরা ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কিছু বাস্তব জীবনের সেরা উক্তি গুলো সংগ্রহ করেছি। ভালো মানের কথাগুলো আপনাকে হৃদয় দাগ টেনে দেবে এবং আপনার সাথে মিলে যাবে।

  • বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটি খুব স্থায়ী – অ্যালবার্ট আইনস্টাইন
  • মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায় – হুমায়ূন আহমেদ
  • পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।  – রেদোয়ান মাসুদ
  • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। – হুমায়ূন আহমেদ
  • যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে। — জেরেমিয়াহ
  • খারাপ উদ্দেশ্যে বলা সত্য সকল মিথ্যাকেও হার মানায়।  — উইলিয়াম ব্লেক
  • জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভবিক বলে মেনে নিতে হবে  – শহীদুল্লাহ্ কায়সার
  • কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল। – রেদোয়ান মাসুদ
  • জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি– ক্রিস্টিনা রসের্ট

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button