এয়ারটেল মিনিট চেক কোড 2021

বাংলাদেশ এয়ারটেলের অনেক গ্রাহক আছে। যারা এয়ারটেল সিম ব্যবহার করে। বেশিভাগ এয়ারটেল গ্রাহক কিভাবে এয়ারটেল এর ব্যালেন্স অথবা মিনিট চেক করতে হয় তা জানে না। তাইতো আমাদের পোস্টে আজকে কিভাবে এয়ারটেল এর ব্যালেন্স এবং মিনিট চেক করতে হয় সেই সম্পর্কে জানাবো। আজকের সম্পূর্ণ পোস্টটি পড়লে এই সম্পর্কে আপনার আর কোন প্রশ্ন থাকবে না। এয়ারটেল এর ব্যালেন্স পরীক্ষা করার জন্য সিম্প্লি একটি কোড ডায়াল করতে হবে। যেটি ডায়াল করলে এয়ারটেল এর মিনিট এবং ব্যালেন্স দেখতে পারবেন।
কিভাবে আপনার মোবাইল ফোন থেকে এয়ারটেল এর ব্যালেন্স চেক করবেন, তা খুব সহজে আপনার জানিয়ে দেবো। অনেক এয়ারটেল গ্রাহক আছে। যারা এয়ারটেল ব্যালেন্স চেক করা ভুলে গেছে। তাইতো আজকে আমরা ঐ সমস্ত গ্রাহকদের জন্য এয়ারটেল ব্যালেন্স চেক বিডি কোড গুলো সম্পূর্ণভাবে প্রকাশ করব।
বর্তমানে বাংলাদেশে এক কোটির বেশি গ্রাহক এয়ারটেল সিম ব্যবহার করে। এয়ারটেল সিমটি দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে এবং খুব সুবিধা প্রদান করতেছে। জনপ্রিয় এই সিম থেকে আপনারা এয়ারটেল মিনিট, ইন্টারনেট, এসএমএস, কলরেট অফার গুলো সম্পর্কে জানতে পারেন।
কিভাবে এয়ারটেল ব্যালেন্স চেক করবেন
আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন। তাহলে একটি ইউএসএসডি কোড ব্যবহার করে এয়ারটেল এর ব্যালেন্স চেক করতে পারবেন। আপনি যদি এয়ারটেলের নিয়মিত গ্রাহক হন, তাহলে এই প্রয়োজনীয় ইউএসএসডি কোড গুলো কাজে আসবে। তাই এই সমস্ত ইউএসএসডি কোড গুলো মনে রাখবেন। নিচে কিভাবে এয়ারটেল ব্যালেন্স চেক করতে হয় তা দেওয়া হয়েছে।
Dial *778#
এয়ারটেল ব্যালেন্স চেক কোড লিস্ট
নিচে আমরা একটি টেবিল প্রদান করছি। যেখান থেকে এয়ারটেল ব্যালেন্স চেক কোড দেওয়া আছে এবং অন্যান্য বাংলাদেশের মোবাইল অপারেটরের ব্যালেন্সে চেক করার পদ্ধতি দেওয়া হয়েছে। বাংলাদেশের এয়ারটেল এর ব্যালেন্স কোড দেওয়া আছে এবং তার সাথে বাংলাদেশের অন্যান্য অপারেটর ব্যালেন্স চেক কোড গুলো প্রদান করা হয়েছে।
মোবাইল অপারেটর | ইউএসএসডি কোড |
এয়ারটেল ( বাংলাদেশ) | *778# |
এয়ারটেল ( ইন্ডিয়া( | *123# |
রবি | *222# |
জিপি | *566# |
বাংলালিংক | *124# |
টেলিটক | *152# |
গ্রাহকরা যা যা সুবিধা পাবেন :
- নিজের একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবে।
- নিজস্ব প্যাকেজ এবং ট্রাফিক পরীক্ষা করে দেখতে পারবে।
- এফএনএফ এবং প্রিয় নাম্বারগুলো পরিচালনা করতে পারবে।
- পছন্দমত ইন্টারনেট প্যাকেজ গুলো নিতে পারবে।
- জনপ্রিয় প্যাকেজগুলো নির্বাচন এবং সক্রিয় করতে পারবে।
এয়ারটেল মিনিট চেক
অনেক গ্রাহক আছে যারা মিনিট প্যাকেজ ব্যবহার করে। কিন্তু মিনিট কিভাবে চেক করতে হয় জানে না। যার ফলে অনেক সময় যে মিনিট গুলো ব্যালেন্সে থাকে, সেগুলো মেয়াদ শেষ হয়ে যায় এবং কথা বলতে পারে না। তাই তো তাদের জন্য আজকে আমরা কিভাবে এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করতে হয় ? সেই ইউএসএসডি কোডটি জানিয়ে দেবো। এয়ারটেল ব্যালেন্স কিভাবে চেক করতে হয় তা দেওয়া হল।
Dial *778*5# OR *778*8#
এয়ারটেল ব্যালেন্স চেক সম্পর্কে আরো কোনো তথ্য বা মতামত জানা থাকলে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার।