Customer Care

এসিআই মটরস কাস্টমার কেয়ার নাম্বার হেড অফিস ঠিকানা ও প্রয়োজনীয় কন্টাক্ট নাম্বার

এসিআই মটরস বাংলাদেশের নামকরা মোটরস কোম্পানি। আপনার যদি ভালো ধরনের কৃষি যন্ত্রাংশ কিনতে চান তাহলে অবশ্যই এসিআই মটরস থেকে নিতে হবে। কারণ এখানে প্রযুক্তি ও শক্তিশালী কৃষি যন্ত্রাংশ বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি যন্ত্রাংশের ওয়ারেন্টি ও গ্যারান্টি দিচ্ছে।

এসিআই মটরস এর সবথেকে জনপ্রিয় ইয়ামাহা মোটরসাইকেল গুলো বাংলাদেশের খুব জনপ্রিয়। এছাড়া বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ট্রাক্টর বিক্রি করতেছে। এসিআই মটরস থেকে কিস্তিতে ট্রাক্টর নেওয়ার সুযোগ রয়েছে’। স্বল্পমূল্যে কিস্তিতে ট্রাক্টর নিয়ে আপনি একজন বড় ধরনের ব্যবসায়ী হতে পারবেন।

এসিআই মটরস হেড অফিস ঠিকানা

যেকোনো ধরনের সমস্যা ও সমাধান পেতে হেড অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। হেড অফিসের ঠিকানা জানতে হলে নিচের পোস্টে লক্ষ করে দেখুন। আমরা সেখানে এসিআই মটরস এর হেড অফিসের ঠিকানা উপলব্ধ করেছি।

245 Tejgaon Industrial Area,

Bir Uttam Mir Shawkat Sarak, Dhaka 1208, Bangladesh

এসিআই মটরস অফিস সময় ও ছুটির দিন

এসিআই মটরস সপ্তাহে 5 দিন খোলা থাকে এবং দুই দিন বন্ধ থাকে। শুক্রবার ও শনিবার এসিআই মটরস এর অফিশিয়াল ভাবে ছুটি পালন করে। এছাড়া প্রতিদিনই ০৮.৩০ থেকে অফিস শুরু করা হয় এবং সন্ধ্যা ৬.০০ পর্যন্ত অফিস টাইম বরাদ্দ থাকে। এই সময় আপনার যেকোন সমস্যা সমাধান করতে পারবেন। এসিআই মটরস অফিস চলাকালীন সময়ে সকল তথ্য জানতে পারবেন। এসি মটরস এর ছুটির দিন ও সময়সূচী এখানে দেয়া হলো।

বার

খোলার সময়

সোমবার 8:30 AM – 6:00 PM
মঙ্গলবার 8:30 AM – 6:00 PM
বুধবার 8:30 AM – 6:00 PM
বৃহস্পতিবার 8:30 AM – 6:00 PM
শুক্রবার বন্ধ
শনিবার বন্ধ
রবিবার 8:30 AM – 6:00 PM

এসিআই মটরস অফিশিয়াল ওয়েবসাইট ও ইমেইল এড্রেস

আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইমেইল এড্রেস এর মাধ্যমে জানাতে পারেন। তাদের প্রতিনিধি আপনাদের সমস্যাটির সমাধান করবে। এছাড়া ওয়েবসাইটে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে পারেন। নিচের সকল তথ্য গুলো দেওয়া হল।

Aci Motors Official Websites : www.acimotors-bd.com

Contact Number :       +880 9606-666677

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button