জিপি তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় কল করো সবসময় প্রদান করে। যার ফলস্বরূপ হিসেবে গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকরা ৭ টাকায় ৪ দিনের জন্য ১০০ এসএমএস কিনতে পারবে। আমাদের যেকোনো প্রয়োজনে অনেক মানুষের সাথে মোবাইলে এসএমএস করতে হয়। মোবাইলে এসএমএস প্যাক কেনা না থাকে তাহলে অনেক টাকা খরচ হয়। তাই সাশ্রয়ী মূল্যে এসএমএস প্যাক ক্রয় করার জন্য প্রয়োজনীয় এসএমএস কোড জানা দরকার। এসএমএস কোড জানা থাকে খুব অল্প টাকায় অনেকগুলো এসএমএস ব্যবহার করতে পারবেন, যার মেয়াদ থাকবে দীর্ঘদিন। ৭ টাকার বিনিময় ১০০ এসএমএস কিনতে পারবেন যা যেকোন অপারেটরে ব্যবহার করতে পারবেন। এই এসএমএস অফার সংক্রান্ত তথ্য গুলো জানার জন্য অবশ্যই নিচের পোস্টটি চোখ রাখুন।
জিপি ১০০ এসএমএস অফার
বাংলাদেশ বেশি ব্যবহৃত সিম গ্রামীণফোন। দেশের আনাচে-কানাচে প্রান্তিক এলাকায় দেখতে পারবেন গ্রামীণফোন গ্রাহকদের। এসএমএস ব্যবহারকারীরা যোগাযোগের মাধ্যম হিসেবে জিপি সিমকে পছন্দের তালিকা রেখেছে। গ্রামীণফোন বিভিন্ন ধরনের অফার গ্রাহকদের জন্য দিয়ে থাকে, সেই লক্ষ্যে আজকে নতুন একটি অফার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি। মাত্র ৭ টাকায় ১০০ এসএমএস ব্যবহার করতে পারবেন। যার মেয়াদ থাকবে ৪ দিন। অফারটি নিতে হলে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। বিস্তারিত তথ্য গুলোর নিচে দেখুন।
৭ টাকায় ১০০ এসএমএস অফার
- গ্রামীণফোন প্রিপেইড ও পোস্টপেইড সকল গ্রাহক এই অফারটি গ্রহণ করতে পারবে।
- ৭ টাকায় ১০০ এসএমএস অফার মেয়াদ থাকবে ৪ দিন।
- এই প্যাকেজটি গ্রহণ করতে ভ্যাটসহ মূল্য ৭ টাকা।
- অফারটি গ্রহণ করতে ডায়াল করুন *১২১*১০১৫*১#।
টাকার অ্যামাউন্ট | এসএমএস পরিমাণ | মেয়াদ | ডায়াল কোড |
৭ টাকা | ১০০ টি | ৪ দিন | *১২১*১০১৫*১# |