শুভ সকাল রোমান্টিক এসএমএস কবিতা

সারাদিনের কাজ শেষে সবাই ক্লান্ত হয়ে পড়ে তাইতো পর্যাপ্ত পরিমাণ ঘুমের মাধ্যমে রাত যাপন করে সকাল সকাল ঘুম থেকে উঠার পর প্রতিটি মানুষের প্রিয় ব্যক্তির কথা মনে পড়ে। সকালবেলায় প্রকৃতিক মনোরম পরিবেশে রোমান্টিকতার ছোঁয়া বেড়ে যায় এসময় ভালোলাগার মানুষ ও প্রিয় মানুষের কথা বেশি বেশি করে মনে পড়ে। তাই আপনার ভালো লাগে কে বেশি মাত্রায় যুক্ত করে প্রিয় মানুষটিকে রোমান্টিক এসএমএস কবিতা এবং উইশ করার মাধ্যমে শুভ সকাল জানাতে পারেন।
আপনি যদি সকালবেলায় প্রিয় মানুষের সাথে কথা বলেন অথবা সুন্দর সুন্দর এসএমএস এর মাধ্যমে চ্যাট করেন তাহলে আশা করি সম্পূর্ণ দিনটি আপনার ভালো কাটবে এছাড়াও প্রিয় মানুষকে সময় দেওয়া উত্তম সকালবেলা।
সকালবেলা আপনি যদি আপনার প্রিয় মানুষের সাথে আনন্দঘন মুহূর্ত কে বাড়তি করতে চান তাহলে এই রোমান্টিক ধাঁচের পোষ্ট টি আপনার জন্য কারণ এই পেজটিতে সকালবেলার রোমান্টিক কবিতা এসএমএস এবং উইশ শেয়ার করা হবে।
শুভ সকাল রোমান্টিক এসএমএস
ভোরের বেলার সোনালী আঁলো, আজ আমার মনটা অনেক ভালো
কিচির মিচির ডাকছে পাখি, খুলে দেখো তোমার দুটি আঁখি।
শুভ হোক তোমার আজকের দিন, এমনকি শুভ হোক তোমার প্রতিদিন।
সূর্য মামা উকি দিলো ,পাখিরা সব উড়াল দিলো।
শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো, আমার ঘুমটি ভেঙ্গে গেলো।
আর সবার কাছে শুভ সকাল চলে এলো।
আসব রাতে স্বপ্ন হয়ে,, থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,, ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে, মনে রেখো আমার স্মৃতি সারা দিন ভোরে।
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা,
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা,
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা। শুভ সকাল।
নতুন ভোর, নতুন আশা, এভাবে শুরু হবে আমাদের ভালোবাসা।
আকাশ থেকে সূর্য দিচ্ছে আলো, দিনটি আমাদের কাটুক ভালো।
তোমাকে শুভ সকাল।
ফুল হয়ে যদি থাকবো তোমার বাগানে, যদি আমায় রাখো তুমি যত্ন করে মনের ঘরে।
ফুলদানিতে সাজিয়ে আমায় রেখো চিরকাল, রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।
রাতের কালো আধার গেল পালিয়ে সূর্য মামার ভয়ে,
পাখি গুলো গাইল গান তুমি উঠবে বলে।
আকাশ ভরা সোনালী আলো,
আজকের সকাল টা তোমার কাটুক ভাল। শুভ সকাল।
তাকিয়ে দেখ ঐ আকাশে সুর্য মামা হাসে,
ভোরের শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে।
দরজা খোলে দেখ সকাল হলো ফুরিয়ে গেছে রাত,
তোমার দুয়ারে দাড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত। কেমন আছো।