রবি 3 টাকায় 100 এসএমএস প্যাক

আমরা সাধারণত অনলাইনের মাধ্যমে এসএমএস প্যাক গুলো সার্চ করে থাকি। স্বল্পমূল্যের এসএমএস সন্ধানের জন্য প্রথমে রবিতে খুঁজবেন। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সার্ভিস প্রোভাইডার। যেখানে স্বল্প মূল্যে ইন্টারনেট, মিনিট প্যাকেজ, বান্ডেল প্যাকেজ, কম্ব প্যাকেজ পাওয়া যায়। তাই সকল শ্রেণীর মানুষ রবি সেবা তে মুগ্ধ এবং রবি সিম ব্যবহার করে।
- দ্রুত পড়ুন :
- রবি ৩ টাকায় এসএমএস প্যাক
- রবি ৩ টাকায় 100 এসএমএস প্যাক অফার
আজকে আমরা রবির নতুন একটি অফার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মাত্র ৩ টাকায় রবি ১০০ এসএমএস পাবেন। এই মিনিট প্যাক কেনার পদ্ধতি জানতে চাইলে নিচের সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে দেখতে হবে।
রবি ৩ টাকায় এসএমএস প্যাক
রবির সকল শ্রেনীর গ্রাহক এই অফারের মধ্যে অন্তর্ভুক্ত। যে সকল রবি প্রিপেইড ও পোস্টপেইড সিম ব্যবহার করে তারা মাত্র ৩ টাকা দিয়ে ১০০ এসএমএস গ্রহণ করা সুবর্ণ সুযোগ পাবে। এই এসএমএস গুলো অন্য অপারেটরে প্রেরন করতে পারবেন।
আমরা সাধারনত বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও পরিবারের মানুষদের সাথে চ্যাটিং এর অন্যতম মাধ্যম এসএমএস ব্যবহার করে থাকি। সেই এসএমএস গুলো যদি সাশ্রয়ী মূল্যে কেনা যায় তাহলে সবার জন্য খুব ভালো হয়। তাই সবার কথা চিন্তা করে আজকে আমরা সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় রবি এসএমএস প্যাক অফার নিয়ে হাজির হয়েছি।
রবি ৩ টাকায় 100 এসএমএস প্যাক অফার
এই অফার শুধুমাত্র রবি গ্রাহকদের জন্য যারা এই অফারটি গ্রহণ করতে চান। তাহলে মূল ব্যালেন্সে ৩ টাকার বেশি রাখতে হবে । তারপর একটি কোড ডায়াল করলে ১০০ এসএমএস এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যার মেয়াদ থাকবে ৩ দিন।
টাকার অ্যামাউন্ট | এসএমএস পরিমাণ | মেয়াদ | ডায়াল কোড |
৩ টাকা, | ১০০ এসএমএস | ১ দিন. | *8666*40# |