রবি কাস্টমার কেয়ার সেবা ও হেল্পলাইন নাম্বার

বাংলাদেশের দ্বিতীয় অপারেটর সিম অপারেটর। রবি টেকনাফ থেকে তেতুলিয়া গ্রাহক রয়েছে, দেশে সেরা ইন্টারনেট সেবা গুলো রবিতে পাবেন। রবি ইন্টার্নেট স্পিডে তামাম পৃথিবীর সকল তথ্য হাতের মুঠোয় পাবেন।4.5G স্পিড রবির ইন্টারনেট ব্যবহার করে, সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, ভিডিও কলে সংযোগ স্থাপন করতে রবি তুলনা হয়না। রবির থেকে যেকোন অপারেটরে কথা বললে খুব অল্প পয়সায় কথা বলার সুযোগ রয়েছে।
- দ্রুত পড়ুন :
- রবি কাস্টমার কেয়ার ও হেল্পলাইন নাম্বার
- রবি নন হেল্পলাইন কাস্টমার কেয়ার
- রবি মেসেঞ্জার চ্যাট
- মাই রবি অ্যাপ অফার
- রবি মিনিট ব্যালেন্স চেক, ইন্টারনেট প্যাক কেনা ও ডাটা চেক কিভাবে করবেন
আজকে আমরা জানাবো রবি সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে জানব। কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সমস্যা সমাধান করতে পারেন। অনেক সময় অনেক ক্রেতা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে তাদের সমস্যার কথা বলে। সেই কাস্টমার প্রতিনিধি সমস্যাগুলো সমাধান করে দেয়। আজকে রবি কাস্টমার কেয়ার নাম্বার ও প্রয়োজনীয় ইউএসএসডি কোডগুলো জানাতে সক্ষম হব। অনেক অনলাইন ভিজিটর আমাদেরকে প্রশ্ন করেছেন, তারা মিরপুর কাস্টমার কেয়ারের ঠিকানা জানতে চেয়েছে। কুমিল্লা কাস্টমার কেয়ারের ঠিকানা জানতে চেয়েছে এবং ঢাকা রবি কাস্টমার কেয়ারের ঠিকানা জানতে চায়। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে।
রবি কাস্টমার কেয়ার ও হেল্পলাইন নাম্বার
বাংলাদেশের গ্রাহকের সবথেকে পছন্দের সিম রবি। রবি সিম কাস্টমার কেয়ার তুলনামূলকভাবে বেশি চাপে থাকে। কারণ সপ্তাহের সাত দিন অলটাইম দিন রাত 24 ঘণ্টা যেকোনো সময় দেশ সেরা গ্রাহক সেবা পাবেন। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই রবি সেবা নিতে পারেন। এমনকি পার্বত্য চট্টগ্রামে রবি নেটওয়ার্ক খুবই ভালো। যেখান থেকে রবি গ্রাহকরা খুব সুন্দর ভাবে তাদের ইন্টারনেট সেবা ও কথা বলতে পারতেছে।
হেল্পলাইন নাম্বার : 121
- সরাসরি রবি হেলপ্লাইন নাম্বার কল করবেন। কল করার জন্য ডায়াল করেন 121।
- সার্ভিস নেওয়ার জন্য যেকোন সময় ফোন করতে পারেন।
- রবি কাস্টমার কেয়ারে সকল সমস্যা নিয়ে কথা বলতে পারেন।
- ব্যস্ততার কারণে ফোন রিসিভ না করলে, পুনরায় ট্রাই করুন।
রবি নন হেল্পলাইন কাস্টমার কেয়ার
নন হেল্পলাইন কাস্টমার কেয়ারে সকল সিম অপারেটর কল করতে পারবে। তারা চেষ্টা করে সিম ব্যবহারকারীদের সমস্যা সমাধান করার। রবি সংক্রান্ত যেকোন বিষয় সুন্দর করে বুঝিয়ে বলতে পারলে, তারা তাৎক্ষণিক ভাবে আপনার সমস্যাটি সমাধান হবে। যদি সমস্যার সমাধান করতে না পারে, তার জন্য কিছু সময় নিতে হবে। তবে কিছুদিনের মধ্যে আপনার সমস্যাটি শেষ হয়ে যাবে আশা করা যায়।
রবি মেসেঞ্জার চ্যাট
সরাসরি রবি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে সরাসরি ফেসবুক থেকে চ্যাট করতে পারেন। যেকোনো সমস্যা লিখে সুন্দর করে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। তারা যখন আপনার মেসেজটি দেখবে সাথে সাথে রিপ্লাই দিবেন। আপনারা যদি সুন্দর করে আপনার সমস্যা গুলো গুছিয়ে বলতে পারেন। আশা করি খুব কম সময়ে সমস্যাটি সমাধান হয়ে যায়।
মাই রবি অ্যাপ অফার
গুগল প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপ অফার অ্যাপ ডাউনলোড করবেন। তারপর সেটি আপনার জন্য কি অফার রয়েছে সেখানে চেক করবেন। এছাড়া আপনি মিনিট বান্ডেল প্যাকেজ ক্রয় করতে পারবেন, ইন্টারনেট সেবার প্যাকেজগুলো নিতে পারবেন, কম্বো প্যাকেজ গুলো খুব অল্প মূল্যে নিতে পারবেন। এছাড়া মাই রবি অ্যাপস পয়েন্ট জমানোর অপশন রয়েছে। যে পয়েন্ট গুলো দিয়ে ভবিষ্যতে মিনিট, ইন্টারনেট ও শপিং করতে পারেন।
রবি মিনিট ব্যালেন্স চেক, ইন্টারনেট প্যাক কেনা ও ডাটা চেক কিভাবে করবেন
মিনিট বান্ডেল প্যাকেজ গুলো খুব সাশ্রয়ী মূল্যে রবিতে পাওয়া যায়। এছাড়া ইন্টার্নেট প্যাক ও এমবি ক্রয় করার জন্য রবি উত্তম। যেখানে জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজ অফার গুলো রয়েছে। অ্যাপ ছাড়া কিভাবে ডায়াল করে প্যাকগুলো গ্রহণ করবেন, তা নিচে টেবিলে কবে দেওয়া হল।
সেবাসমূহ | ইউএসএসডি কোড |
মিনিট বান্ডেল | *০# |
ব্যলান্স চেক/বকেয়া বিল | *১# |
নিজ মোবাইল নাম্বার দেখা | *২# |
ডাটা (MB) চেক | *৩# |
ইন্টারনেট প্যাক কেনা | *৪# |
জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু | *৫# |
নিজ প্যাকেজ ও কল ট্যারিফ | *৬# |
প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু | *৭# |
ঝটপট ব্যালেন্স/এয়ার ক্রেডিট | *৮# |
সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট | *৯# |
সকল সার্ভিস দেখা | *১২৩# |