বিপদ নিয়ে উক্তি- বিপদে পড়লে মানুষ চেনা যায়

বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধরা উত্তম। মহান আল্লাহতালা ধৈর্যশীল সাথে থাকেন। বিপদে পড়লে আমরা কেবলমাত্র মহান আল্লাহ তাআলার উপর আস্থা রাখবো। বিশ্বাস রাখতে হবে আল্লাহতালার বিপদ থেকে মুক্তি করবে। তাই বিপদে পড়লে মুমিনদের হতাশ হওয়ার কিছুই নেই। মহান আল্লাহতালা সব বিপদ থেকে মুক্তি দিবেন। আমরা সবসময় বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করব। মানুষের জীবনের বিপদ আসবে সেটা স্বাভাবিক। তবে বিপদকে মোকাবেলা করতে প্রস্তুতি নিতে হবে। যেকোনো ধরনের সমস্যা আসলেই সেই সমস্যাগুলোকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়া। জীবনে সফল হতে গেলে বিপদের মুখোমুখি করে ও ধৈর্যের সাথে লড়াই করে জয় করার নামে জীবন। বিপদ সম্পর্কে অনলাইনে অনেকে উক্তি অনুসন্ধান করে থাকে। আজকের এই পোস্টে আমরা বিপদ নিয়ে কিছু উক্তি জানাবো।
মানুষের বিপদ বলে আসেনা। অনেক মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছে কিন্তু হঠাৎ করে একটি মহাবিপদ আসতে পারে । সেই বিপদ তার জীবন তছনছ করে দিতে পারে। সেজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। যাতে যেকোনো বিপদ আসলে সেটা মোকাবেলা করতে পারে। পৃথিবীর সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের বেশি আল্লাহতালা পরীক্ষা করেন। তাদেরকে বিপদে মোকাবেলা করার ধৈর্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিপদে পড়লে কোন ভয় বা হতাশ হওয়া যাবে না। সব ধরনের বিপদ থেকে মুক্তির পথ দেখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে ইবাদত করতে পাঠিয়েছেন। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে ইবাদত মাধ্যমে প্রার্থনা করব। সব সময় যাবতীয় সমস্যা থেকে মুক্তির জন্য বেশি বেশি করে দোয়া করব। কেননা ঈমানদার ব্যক্তিদের আল্লাহ তায়ালা বেশি পরীক্ষা করে। তাই বিপদে পড়লে কোন প্রকার ভয় করবো না সামনের দিকে মোকাবেলা করে এগিয়ে যাব।
বিপদ নিয়ে উক্তি
বিপদ যখন দরজায় কড়া নাড়ে। তখন মানুষের অবস্থা খুব ভয়াবহ হয়। সেই সময় সব ধরনের কাছ থেকে সব সফলতা হারিয়ে যায়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিপদ থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। প্রার্থনার মাধ্যমে আল্লাহতালা সব বিপদ থেকে সাফা দেবে। বিপদ নিয়ে উল্লেখযোগ্য উক্তিগুলো অনলাইনে অনুসন্ধান করলে নিচে থেকে দেখবেন। আমরা অসংখ্য বিপদ নিয়ে উক্তি সংগ্রহ করেছি। আশা করি এই উক্তিগুলো সবার কাজে লাগবে এবং ভালো লাগবে।
আপনার দুর্বলতাকে ও বিপদকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। – ড. বিলাল ফিলিপ্স
সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। — হযরত সুলাইমান (আঃ)
আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন। — (সহিহ বুখারিঃ ৫৬৪৫)
দুর্যোগ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে – বিপদে পড়লে আমাদের একসাথে দাঁড়াতে হবে। – পিনারাই বিজয়ন
সেই অল্পসংখ্যক লোকই এখন উন্মত্ত হওয়ার সাহস করে, সেই সময়ের প্রধান বিপদকে চিহ্নিত করে। – জন স্টুয়ার্ট মিল
এমন পৃথিবীতে যেখানে সবাই প্রকাশক, কেউ সম্পাদক নয়। আর সেই বিপদই আমরা আজ মোকাবেলা করছি। – স্কট পেলি
যদি আমি বিপদে পড়ি তবে এটি সাধারণত আমার দোষ এবং এটি থেকে নিজেকে বের করে আনা আমার দায়িত্ব। – কেট এডি
আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন বিপদ থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা। — মুফতি মুহাম্মদ শফী রহঃ
একজন সাহসী মানুষের চোখে রোদের মতো বিপদ উজ্জ্বল। – ইউরিপাইডস
সাহস যেমন জীবনের বিপদ, তেমনি ভয় ও এর সুরক্ষা। – লিওনার্দো দা ভিঞ্চি
বিপদ সংবেদন উত্তেজনাপূর্ণ। নতুন বিপদ খুঁজে বের করা চ্যালেঞ্জ। – আয়র্টন সেনা
আমি সবসময়ই প্রথম উত্তরদাতাদেরকে অচেনা নায়ক এবং খুব বিশেষ মানুষ হিসেবে দেখেছি কারণ, যখন অন্য সবাই বিপদ থেকে পালাচ্ছে, তখন তারা এতে ছুটে যায়। – ডোয়াইন জনসন
বিপদ নিয়ে ইসলামিক উক্তি
- সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। — হযরত সুলাইমান (আঃ)
- আল্লাহ যার কল্যাণ চান, তাকে বিপদে আক্রান্ত করেন। — (সহিহ বুখারিঃ ৫৬৪৫)
- আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (বিপদ হতে) নিষ্কৃতির পথ তৈরি করে দেন। — (সুরা : তালাক, আয়াত : ০২)
- আল্লাহ তা-আলার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায়, তখন বিপদ থাকে না। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হলো খুব বেশি দোয়া করা।— মুফতি মুহাম্মদ শফী রহঃ
- বিপদ যত বড়ই হােক, তাকে চিরস্থায়ী মনে করাে না। মৃত্যুর কথা কোন সময় ভুলে যেয়ো না। – হযরত আলী (রাঃ)”
- যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন। – আল-কোরআন”
- যে ব্যক্তি বিপদগ্রস্ত হয় নাই সে প্রকৃত ধীর সহিষ্ণু হইতে পারে না, যেমন বহুদর্শিতা ও অভিজ্ঞতা ব্যতীত কেহ সুচিকিৎসক হইতে পারে না। – আল-হাদীস”