শুভেচ্ছা

বাবা মাকে নিয়ে ইসলামিক স্ট্যাটাস, কটেজ, ছবি

বাবা-মা হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এক অশেষ নেয়ামত, তারাই আমাদের এই দুনিয়ার আলো-বাতাস দেখিয়েছে। তাদের ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারতাম না, তারা শুধু আমাদের জন্মদিন থেমে থাকেনি বরং আমাদের অনেক যত্নে লালন পালন করে বড় করেছে, আমাদের মানুষের মত মানুষ করে তুলেছে। তাই বাবা-মার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সীমাহীন, আমাদের জীবনের বিনিময়ে তাদের ঋণ শোধ করা সম্ভব না। বাবা-মা তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার সন্তানকে সুখে রাখতে শান্তিতে রাখতে, তারা হাজারো কষ্ট সহ্য করে সন্তানের জন্য গড়ে তোলে এক সুন্দর ভবিষ্যৎ। এই পৃথিবীতে বাবা মায়ের মত আপন আর কেউ হতে পারে না, তাদের মতো ভালো আর কেউ বাসতে পারে না। প্রত্যেক বাবা-মা ই সন্তান এর জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদস্বরূপ।

মৃত বাবা মাকে  নিয়ে স্ট্যাটাস

সত্য ও শান্তির ধর্ম ইসলাম, বাবা-মা সম্পর্কে ইসলামে বলা হয়েছে, বাবা মার প্রতি সদয় ব্যবহার ছাড়া কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা-মা সম্পর্কে কুরআন এবং হাদিসে অসংখ্যবার বলা হয়েছে, অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করা হয়েছে, হাদিসে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত অর্থাৎ মায়ের সেবার মধ্যে যেন বেহেস্ত লুকায়িত। এছাড়া মহাগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ করতে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। মহাগ্রন্থ আল কুরআনে আরো বলা হয়েছে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি বিনয়ী হতে তাদের সাথে কর্কশ ব্যবহার বা উচ্চস্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে।

“ সকাল দুপুর রাত্রী বেলা পাইছি সবার অবহেলা । সকল দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে।। মা যে আমার শেষ্ট বন্ধু মায়ের কোলে সুখের সিন্দু ।  “

“  দুনিয়াতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন। সবচেয়ে নিস্পাপ জিনিস হচ্ছে ফুল। সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ …।। সবচেয়ে মধুর নাম হচ্ছে  মা  “

“ তুমি আমাদের কাছে আমাদের আদর্শ হয়ে ছিলে,,,,,,, চেষ্টা করলেও তোমার স্মৃতি আমরা আমাদের মন হতে মুছে ফেলতে পারব না। আমরা আজও তোমায় ভীষণ মিস করি বাবা।  “

“ বাবাকে কখনো অবগ্যা করো না বাবা যতই গরীব হোক তার মত শক্ত হাত এই পৃথিবীতে কারোর নেই।  “

“ বাবা সেই যে রাতে খাবারের আগে মাকে জিজ্ঞেস করে বাচ্চারা খেয়েছে?  “

“ আমি ঘামতে দেখেছি কিন্তু কাঁদতে দেখিনি, তিনি হলেন আমার বাবা।  “

মা কে মিস করা নিয়ে স্ট্যাটাস

আবু হুরায়রা থেকে বর্ণিত একটি সহি হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল কার সাথে উত্তম ব্যবহার করতে হবে তখন পরপর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেন চতুর্থবার তিনি বলেন বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। তারমানে পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে বাবা-মায়ের সাথে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন বাবা-মায়ের সেবা করা ও জিহাদের সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে রাসূলুল্লাহ বলেছেন, সে ক্ষতিগ্রস্ত হোক, তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন কে ক্ষতিগ্রস্ত হবে? রাসূল সা. বললেন যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে কিংবা তাদের একজনকে জীবিত পেয়েছিল কিন্তু জান্নাত অর্জন করতে পারেনি সে ক্ষতিগ্রস্ত হোক।

“ অনেক পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের সেই সুবাসএকি থাকবে।  “

“ পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা

“ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা।  “

“মাগো কোনদিন বুঝিনি তুমি কতখানি জুরে ছিলে- বুঝিনি আমার জীবনে তুমি কতখানি ছিলে দামী ।
বুঝেছি তোমার স্নেহকে আজ মা, মেয়ের পানেতে চেয়ে, স্নেহ যে নিম্নগামী   “

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বাবা-মার যেমন সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে ঠিক একইভাবে সন্তানের বাবা মার প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। বাবা-মা প্রত্যেক সন্তানের নিকট পরম শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র, প্রত্যেক সন্তানের উচিত বাবা-মাকে সম্মান করা এবং তাদের মান্য করা। বাবা-মার দেখাশোনা করা, অসুস্থ হলে তাদের সেবা যত্ন করা, সর্বোপরি তাদের খেয়াল রাখা প্রত্যেক সন্তানের দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে বাবা-মা বৃদ্ধ হলে তাদের সাথে সদয় আচরণ করতে হবে এবং তাদের প্রতি বিনয়ী হতে হবে। আমাদের উদ্দেশ্য হতে হবে তাদেরকে খুশি রাখা এবং শান্তিতে রাখা। বাবা মাকে খুশি করা বা শান্তিতে রাখার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না, বাবা-মা অল্পতেই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। পৃথিবীতে তারাই হল সবচেয়ে সৌভাগ্যবান যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মা হচ্ছে প্রত্যেক সন্তানের নিকট এক অমূল্য সম্পদ। কিন্তু একইভাবে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে অসহায় নিঃস্ব হতভাগা যার বাবা-মা বেঁচে আছে কিন্তু সে তাদের প্রতি সদয় আচরণ করতে পারে না, তার মতো কাঙ্গাল অসহায় হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই।

“ বাবা তোমাকে একটি বার দেখার জন্য হুদয়টা আজও হাহাকার করে। কেন তুমি চলে গেলে বহু দূরে  “

“ বাবা তোমাকে আজ একটি বার দেখার জন্য হুদয়টা হাহাকার করছে কাউকে বুঝাতে পারছি না। কেন তুমি চলে গেলে বহু দূরে আমাকে ছেড়ে।  “

“  পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা  “

“ বাবা, সৃষ্টিকর্তার আমাকে দেওয়া সেরা উপহার তুমি।  “

“ বাবার চেয়ে কাউকে যদি লাগে বেশি ভাল,
জেনে রেখো তা ধোঁক।
মায়ের চেয়ে বেশি কাউকে লাগে বেশি আপন,
জেনো তুমি সব থেকে বড় বোকা।  “

“  বাবা, সৃষ্টিকর্তার পক্ষথেকে আমাকে দেওয়া সেরা উপহার তুমি বাবা।  “

“ বাবা, আমি নিজেও যে জানিনা আমি তোমাযকে কতটা ভালোবাসি।  “

“ কোনো পিতামাতার কাছেই তার সন্তান কুৎসিত নয় ।  “
– কার্ভেন্টিস

“ আমি চিরস্থায়ী বিদায় নিচ্ছি না, আমার সন্তানের মাধ্যমে আমি বেঁচে থাকব অনন্তকাল ।
– টমাস আটওয়ে  “

মা বাবা লেখা পিকচার

বাবা মা যখন মারা যায় প্রত্যেক সন্তানের দায়িত্ব নিয়মিত তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করা, সর্বোপরি প্রত্যেক নামাজে এবং নফল ইবাদতের পর তাদের জন্য দোয়া করা, তাদের মাগফেরাত কামনা করা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের তেমন কোন আর আমলনামা বা দোয়া করার সুযোগ থাকে না কিন্তু নেককার সন্তানের দোয়া আল্লাহ তায়ালা বাবা মার জন্য মাগফেরাত উসিলা করে দেন, তাই মৃত বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা, দান-খয়রাত করা এবং তাদের মাগফেরাত কামনা করা প্রত্যেক সন্তানের দায়িত্ব ও কর্তব্য।

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button