বরগুনা জেলার রমজানের সময় সূচি ২০২২ – প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি

বরগুনা জেলার মুসলিম মানুষদের জন্য রমজানের সঠিক সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। সুদীর্ঘ এক বছর প্রতিক্ষার পর আবার সব মুসলমান ফিরে পেয়েছে মাহে রমজান। এই সিয়াম সাধনার রমজান মাসে সব রোজা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ করেছে আল্লহতাহালা। সেজন্যই সকলেই সেহেরী ও ইফতারের নির্ভুল সময়সূচি জানতে ইন্টারনেট এ অনুসন্ধান করে। আপনি যদি বরগুনা জেলার মানুষ কিংবা বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই পোস্ট থেকে মাহে রমজানের রোজা, সেহরি ও ইফতারের নির্ভুল সময়সূচি এখানে পাবেন । ফলে সেহরি খাওয়ার সঠিক শেষ সময় ও ইফতার খাওয়ার প্রকৃত সময় সম্পর্কে জেনে নিতে পারবেন।
বরগুনা জেলার রমজানের সময় সূচি ২০২২
রমজানে সব মুসলমান ভাইবোন তারাবির নামাজ পড়ে, সেহেরী ও ইফতার খায়। বহুত পরিশ্রম ও কষ্ট করে রোজা রেখে প্রত্যেক মুসলমান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চায়। তাইতো রমজানের সব ধরনের ফরজ রোজা ভাল ভাবে মেনে চলতে থাকুন আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকুন। আর এই পোস্ট থেকে বরগুনা জেলার রোজার সঠিক সময়সূচি সংগ্রহ করে কাছে রাখুন। যদি রমজান মাসের কোন সময়সূচী আপনার কাছে না থাকে এই পোস্ট-ই ভরসা।
বরগুনা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২
যেহেতু আপনার আছে একটি সুন্দর স্মার্ট ফোন। সে জন্য স্মার্টফোন কে কাজে লাগিয়ে আপনি এই পোস্ট টি বুকমার্ক করে সুন্দর মত প্রতিদিনের সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দেখতে থাকুন। অপর দিকে আপনার নিকট বন্ধু ও আত্মীয় স্বজনকে এই জেলার রোজা, সেহরি আর ইফতারের সময়সূচি পাঠিয়ে দিন। যেন খুব সহজেই তারা মোবাইলের মাধ্যমে প্রতিদিনের সেহরি ও ইফতারের সঠিক সময়সূচী পেতে পারে। এই পোস্টে আমরা বরগুনা জেলার আজকের সেহরির শেষ সময় আর ইফতারের শুরুর সময় উল্লেখ করেছি।
উপরের ছকে বরগুনা জেলার রমজান মাসের রোজার, সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরেছি। আশা করা যায়, এই ছক থেকে আপনারা ৩০ দিনের সেহরি ও ইফতার করার সঠিক সময় পাবেন আর রোজার ফরজ ভাল ভাবে পালন করতে পারবেন।