পাহাড় নিয়ে উক্তি,ক্যাপশন ও স্ট্যাটাস : আল্লাহ তায়ালার অপরূপ সৃষ্টি যেমন আমাদের হৃদয় হরণ করে ঠিক তেমনি আমাদের নিদর্শন বা শিক্ষনীয় কিছু থাকে সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি অপরূপ সৌন্দর্যের প্রতিফলন ঠিক তেমনি অপরুপ সৌন্দর্যের সৃষ্টি হল পাহাড় যার দর্শনের আামাদের মন বিমোহিত হয়। যার সৌন্দর্য্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না।দূর থেকে দেখতে যতটা না সুন্দর কাছে থেকে দেখতে তার চেয়েও বহুগুন সুন্দর।সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে হবে পাহাড়ের
সামনের দিকে অগ্রসর হতে হবে। ঠিক আমাদের জীবনটা পাহাড়ের মত। আমাদের সপ্নগুলো পাহাড়ের মত সীমাহীন। পাহাড়ের উচূনিচু পথ অতিক্রম করতে যেমন বাধাগ্রস্থ হয় ঠিক তেমনি সপ্নগুলো পূরণ করার জন্য অনেক বাধা বিপত্তি আসতে পারে। তবে থেমে থাকলে হবে না। উঠে দাড়াতে হবে এবং সামনের দিকে অগ্রসর হতে হবে। অনেকে অনেক কথা বলবে কিন্তু কোন কথায় কান না দিয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলেই সফলকাম হতে পারবে। পাহাড় নিয়ে উক্তি,ক্যাপশন ও স্ট্যাটাস
উচ্চতম চূড়ায়। তাহলেই খুব কাছে থেকেই পাহাড়ের সবটুকু সৌন্দর্য উপভোগ করা যাবে। তবে পাহাড়ের উচ্চতম চুড়া অতিক্রম অতটা সহজ না। পাহাড়ের অজস্র মাইল অতিক্রম করার জন্য প্রয়োজন কঠোর প্ররিশ্রম, তীব্র প্রতিজ্ঞা, মনযোগীতা এবং প্রয়োজন আাত্তবিশ্বাসি। তাহলেই পাহাড়ের সেই অপরুপ সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করা যাবে। আার এই পাহাড়ের উচ্চতম উঠার জন্য আাসতে পারে অনেক বাধা বিপত্তি। কিন্তু হতাশ হলে চলবে না। চলবে না। পাহাড় নিয়ে উক্তি,ক্যাপশন ও স্ট্যাটাস
পাহাড় নিয়ে উক্তি
১। একটা পাহাড়ের চূড়া সর্বদাই আরেকটির পাদদেশ। — ম্যারিয়ানে উইলিয়ামসন
২। পাহাড় কোলে মেঘ জমেছে
যেন সবুজের দিস্তা
তার মাঝে আপন মনে
বয়ে চলেছে তিস্তা।
৩। সকল পাহাড়ের উচ্চতাই তোমার সীমার মধ্যেই যদি তুমি পাহাড়ে চড়া অব্যাহত রাখো। — ব্যারি ফিনলে
৪। একটা পাহাড় অতিক্রম করলেই দেখতে পারবেন আরো হাজার হাজার আপনার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে। — নেলসন ম্যান্ডেলা
৫। পাহাড় নির্মম, জীবন খুব। -মার্ক লেভি
৬। পাহাড়েরও মন ভাঙ্গে, কান্নাগুলো নেমে আসে ঝর্ণায়। — সংগৃহীত
৭। পাহাড় এর চূড়ায় পৌছানো না পর্যন্ত এর উচ্চতা নিয়ে ভাববে না। যখন তুমি উপরে পৌছে যাবে নিচে তাকিয়ে দেখ এটা কতটা নিম্ন ছিল। — ড্যাগ হ্যামারসোল্ড
৮। ক্লান্ত সূর্যটা যে পাহাড়ের গায়ে
কালো রাত্রি নামায়
সে পাহাড় জানে কতটা মেঘ জমলে
আকাশ বৃষ্টি ঝরায়।
৯। প্রতিটি পাহাড়ের উপর একটি পথ রয়েছে, যদিও এটি অপত্যকা থেকে দেখা যায় না।
পাহাড় নিয়ে ক্যাপশন
পাহাড়ে শুধুমাত্র দুটো গ্রেডই রয়েছে, একটি হলো হয় তুমি পাহাড়ে চড়তে পারবে আরেকটি হলো পারবে না।
পর্বতমালা হিমায়িত তরঙ্গ, জল পর্বত প্রার্থনা করা হয়।
“মন খারাপ হলে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ান
আপনার মন ভালো হয়ে যাবে “।
“পাহাড় যখন চায়
মেঘকে ছুতে পারে এই দুরুত্বটাই বৃষ্টি”।
“নিমণজম্মান এই আলোকরেখা কাঁচের দেয়ালে কেটেছে দাগ”।
”পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝরে ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ”।
মন খারাপ হলে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ান
আপনার মন ভালো হয়ে যাবে।
প্রত্যেকটি মানুষ একসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দৈনন্দিন রুটিন থেকে কিছুটা সময় বিরতি নেওয়ার আশায় মানুষ ভ্রমণ করে থাকে। খুব কম মানুষই পাওয়া যাবে যারা ভ্রমণ করতে ভালোবাসে না।
আপনি পাহাড়ের যত ওপরে উঠবেন, ততই শক্ত বাতাস বইবে
শ্যাম কামিংস
আমি বুঝতে পেরেছি যে একটা পাহাড়ের চূড়ায় আরো একটা পাহাড় অপেক্ষা করে।
– এ্যান্ড্রু গারফিল্ড
পর্বত বায়ু শুধুমাত্র বিভিন্ন অসুস্থতা থেকে নয়, বরং মিথ্যা থেকেও শরীরকে পরিষ্কার করে।
পাহাড় অনেক গোপন কৌশল জানে যা আমাদের শিখতে হবে। এটা অনেক সময় নিতে পারে তবে হাল ছাড়লে চলবে না। একবার শিখে গেলেই আপনি উঠে দাড়ানোর শক্তি পাবেন।
— টাইলার নট
পাহাড় নিয়ে কবিতা
– সুনীল গঙ্গোপাধ্যায়
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।
কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী।
পাহাড় স্থানু, নদী বহমান।
তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম।
কারণ, আমি ঠকতে চাই।
নদীটাও অবশ্য কিনেছিলামি একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টোখাট্টো,
ছিমছাম একটা দ্বীপ ছিল।
সেখানে অসংখ্য প্রজাপতি।
শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়।
আমার যৌবনে দ্বীপটি আমার
কাছে মাপে ছোট লাগলো।
সবুজ পাহাড় আমায় বারবার ডাকে। দূরের ওই নীল আকাশ তাকিয়ে থাকে এক গুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায়। আমাকে সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে নিয়ে যাবে বলে।
ভাবছি, একদিন সবুজ পাহাড়ের ভিতর হারিয়ে যাবো, ওই দুর পাহারের চুড়ায়। যেখানে কালো মেঘ অঝোরে কাঁদবে পাহাড়ের ঝরনা হয়ে।