নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম- ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে পুনরায় ফিরিয়ে আনার উপায়

অনেকেই অনেক সময় বিভিন্ন কারণে তাদের নিজের ফেসবুক আইডি ডিএক্টিভেট ডিএক্টিভেট করতে চান কিন্তু কিভাবে করতে হয় তা জানেন না। তাই আমাদের সাইটে আজকে আপনাদের দেখাব কিভাবে আপনাদের ফেসবুক আইডি ডিএক্টিভেট বা ডিলিট করবেন। প্রত্যেকটি step-by-step দেখানো হবে, তাই আমাদের সাথে থাকুন এবং জেনেনিন যেভাবে আপনার ফেসবুক আইডি ডিএক্টিভ করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার জন্য প্রয়োজনীয় স্টেপ গুলো তে ছবি সহকারে কার্যপ্রণালী উপস্থাপন করব।
নিজের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
1/ আপনার আইডি ডিএক্টিভেট করতে প্রথমে ফেসবুকে লগইন করতে হবে।
2/ এখন ফেসবুক সেটিংস এ প্রবেশ করুন, সেটিংস এর ভিতর ইউর ফেইসবুক ইনফর্মেশন এ প্রবেশ করুন।
3/ এবার একটু নিচের দিকে স্ক্রল করে দেখুন দি অ্যাক্টিভেশন এবং রিলেশন অপশনটি চলে এসেছে, এই অপশনে ক্লিক করুন।
4/ এই অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে সেখানে ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিন।
5/ সর্বশেষ আপনার কাছে ফেসবুক আইডি ডিএক্টিভেট করা কারণ চাইবে যেকোনো একটি প্রাসঙ্গিক কারণ সিলেক্ট করুন এবং কন্টিনিউ দিন।
6/ এরপর ডিঅ্যাক্টিভেট মাই একাউন্ট এ ক্লিক করুন এখন আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ এবার ডিলিট হয়ে গেছে।
উপরিক্ত স্টেপ গুলো ফলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু আপনার মেসেঞ্জার এক্টিভেট থাকবে।
আপনার মেসেঞ্জার ডিএক্টিভেট করতে হলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে।
1/ প্রথমে আপনার ম্যাসেঞ্জারে লগইন করুন তারপর বামপাশের উপরের কর্নারে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
2/ এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসুন একদম নিচের দিকে দেখবেন এন্ড পলিসি একটি অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন।
3/ এইখানে ক্লিক করার পর ডিএক্টিভেট মেসেঞ্জার অপশন আসবে এখানে ডিএক্টিভেট এর উপর ক্লিক করুন আপনার মেসেঞ্জারটা এবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে।
4/ পুনরায় আবার মেসেঞ্জার টি একটিভেট করতে হলে লগইন করুন এটি একটিভ হয়ে যাবে।
আপনার ফেসবুকটা ডিএক্টিভেট বা ডিলিট করলে যে কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন
1/ আপনার ফেসবুক আইডিটি যাবতীয় কাজ বন্ধ থাকবে এবং আপনার পোস্ট শেয়ারিং ভিডিও স্ট্যাটাস ছবি কেউ দেখতে সক্ষম হবে না।
2/ আপনার প্রোফাইলটি কেউ খুজে পাবে না কেউ যদি আপনার প্রোফাইলে সার্চ করে তাহলে সেটি দেখা যাবে সর্বোপরি আপনার প্রোফাইলটি আর কোথাও ভিজিবল হবে না।
3/ আপনার ফেসবুক আইডি দিয়ে জয়েনকৃত সকল গ্রুপ বা ফেসবুক পেইজ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে, যদি আপনি উক্ত গ্রুপের এডমিন হয়ে থাকেন সে ক্ষেত্রে আপনি এডমিন হিসেবে থেকে যাবেন।
4/ আপনার ফেসবুকের সকল প্রকার তথ্য এবং উপাত্ত আর কেউ দেখতে সক্ষম হবে না।
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে পুনরায় ফিরিয়ে আনার উপায়
যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট ডিএকটিভেট করে পুনরায় ফিরিয়ে আনতে চান তাহলে তাকে অবশ্যই 30 দিনের মধ্যে করতে হবে। 30 দিনের পরে হলে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কেন তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সকল তথ্য ছবি স্ট্যাটাস ভিডিও স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তাই যদি আপনার ডিএক্টিভেট বার ডিলিট হওয়া ফেসবুক একাউন্টে আবার পুনরায় চালু করতে চান তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে চেষ্টা করুন কিভাবে সেটি ফিরিয়ে আনবেন তার নিচে উল্লেখ করা হলো।
ডিলিট হওয়া বা ডিঅ্যাক্টিভেট ফেসবুক অ্যাকাউন্ট ফিরে আনা খুবই সহজ আপনাকে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটিতে পুনরায় লগইন করতে হবে সেক্ষেত্রে আপনাকে ক্যানসেল ডিলিট অপশন নামে একটি অপশন দেখানো হবে উক্ত অপশনটিতে ক্লিক করলে আপনার ডিলিট হওয়া ফেসবুক একাউন্টটি পুনরায় ফিরে আসবে।
পরিশেষে, বলতে চাই আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে উপকারী মনে হলে আপনাদের বন্ধুদের মধ্যে আর্টিকেলটি শেয়ার করুন এবং তাদেরকে কিভাবে ফেসবুক আইডি ডিএক্টিভেট এবং মেসেঞ্জার আইডি ডিলিট করতে হয় তা জানার সুযোগ করে দিন। এবং আমাদেরকে আরো ভালো ভালো আইডিয়া নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করুন, এরকম আরো ভাল ভাল আর্টিকেল পেতে আমাদের পেজটিকে অনুসরণ করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।