Customer Care

ঢাকা সকল বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার, ঠিকানা, ইমেইল এড্রেস ও লাইভ চ্যাট

বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর বাংলালিংক। খুব অল্প টাকায় ভাল সুযোগ-সুবিধা পেতে হলে বাংলালিংক সিমের তুলনা অতুলনীয়। তাই লাখো মানুষের জীবনের নানা প্রয়োজনে বাংলালিং সিম ব্যবহার করতেছে। এছাড়া বাংলালিংক ইন্টারনেটের মূল্য খুবই সাশ্রয়। যারা খুব অল্প টাকায় প্রতি মিনিট সর্বনিম্ন কলরেট এর কথা বলতে চান বা আগ্রহী। তারা খুব অনায়াসে বাংলালিংক সিম ব্যবহার করতে পারেন। বাংলালিংক সিমে টকটাইম অফার রয়েছে। একমাত্র বাংলালিনক সিম সবকিছু বেশি বেশি প্রদান করে। বাংলালিংক সিমে ১০০ টাকার কথা বললে পদ্ধতিতে ১০০ টাকা বোনাস হিসেবে পাওয়া যায়। তাছাড়া সস্তা দামে প্যাকেজ গুলো কিনতে পারবেন।

যেখানে মিনিট বান্ডেল ও ইন্টারনেট একসাথে রয়েছে। এই সকল সকল অফার যখন বাংলালিংক থেকে ক্রয় করেন। তখন ক্রেতাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হন। যেটা সব সময় সাধারণ মানুষ সমাধান করতে পারে না। তখন আমরা কাস্টমার কেয়ার দুয়ারে আশ্রয় নেই।তাই সকল সমস্যা থেকে সমাধান পেতে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে হয়। আমরা ঢাকার বিভাগের সকল কাস্টমার কেয়ার নাম্বার গুলো যুক্ত করেছি। এছাড়া সরাসরি কথা বলার নাম্বারগুলো দেওয়া থাকবে।

বাংলালিংক হেড অফিস কর্পোরেট ঠিকানা ও মোবাইল নাম্বার

বাংলালিংক হেড অফিস ঠিকানা আসতে চাইলে অবশ্যই পূর্ণাঙ্গ ঠিকানা জেনে আসবেন। এখানে বাংলালিনক সিম সংক্রান্ত সকল তথ্য পাবেন। এছাড়াও ফোন হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে সিম গুলোতো তথ্য জানতে হেড অফিসে যোগাযোগ করুন। আপনার সিমের সকল তথ্য সংগ্রহ করা আছে। তাই যেকোনো প্রয়োজনে হেড অফিসে এসে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন।

টাইগার্স ডেন # হাউস নং- 4, বীর উত্তম মীর শওকত শারক, গুলশান -1, ঢাকা-১২১২

মোবাইল নাম্বার : 01500121121

বাংলালিনক ইমেইল এড্রেস

অনেক সময় কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে দেখি তারা বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। তখন আপনার যা করণীয় থাকে যা, ইমেইল এড্রেস আপনার সমস্যাটি যুক্ত করে তাদের কাছে পাঠিয়ে দেওয়া। পরবর্তীতে সময় অবশ্যই আপনার ইমেইল এর জবাব দিবে। এভাবে ইমেইলের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন।

ইমেইল : info@banglalinkgsm.com,

              roaming@banglalinkgsm.com

লাইভ চ্যাট

তথ্যপ্রযুক্তিতে মানুষ দিন দিন অনেক উন্নতি করেছে। তাইতো এখন তাদের সমস্যা সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন। সেখানে কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি আপনার সমস্যাটি বলতে পারবেন এবং বাংলালিংক প্রতিনিধি তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের সমাধান করে উত্তর দেবে। লাইভ চ্যাট জন্য অসংখ্য প্রতিনিধি নিয়োগ প্রদান করা রয়েছে। তাই আপনার সমস্যা না হওয়ার কথা আশা করি।

www.banglalink.com.bd/en/contact-us

বাংলালিংক হেল্পলাইন নাম্বার

বাংলাদেশের সকল জায়গা থেকে বাংলালিংক সিম সংক্রান্ত হেল্প লাইনে কল করতে পারবেন। যেখানে গ্রাহকের সমস্যা সমাধান করার জন্য অসংখ্য লোক রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যাটি গুছিয়ে বলতে হবে। যখন আপনার সমস্যাটি হেলপ্লাইন প্রতিনিধিরা বুঝতে পারবেন। আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান করে দিবে।

হেল্পলাইন নাম্বার : ১৫৮

বাংলালিংক হট লাইন নাম্বার

বাংলালিংক সিম বন্ধ করতে চাইলে অথবা সিম সংক্রান্ত কোনো ইনস্ট্যান্ট তথ্য নিতে চাইলে অবশ্যই বাংলালিংক হট লাইন নাম্বারে কল করবেন। যেখানে আপনার যে নাম্বারটি আর ব্যবহার করতে চাচ্ছেন না। সে নাম্বারটি তাৎক্ষণিক তারা বন্ধ করে দিবে। অথবা সিম সংক্রান্ত যে কোন সমস্যা প্রশ্ন করতে পারেন। তারা চেষ্টা করে আপনার প্রশ্নের উত্তর দেয়ার।

হট লাইন নাম্বার : ১১১
০১৯১১৩০৪১২১,০১৯১১৩০৪১১১

ঢাকার সকল বাংলালিংক কাস্টমার কেয়ারের ঠিকানা ও মোবাইল নাম্বার

বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। যেখানে প্রতিটি জেলার মানুষ আগমন করতে হয়। কারণে-অকারণে ঢাকা মানুষকে আসতে হয়। সেই ঢাকায় অসংখ্য মানুষের বসবাস। বেশিরভাগ মানুষই বাংলালিংক সিম ব্যবহার করতে পছন্দ করেন। তাই বাংলালিংক গ্রাহকদের জন্য তারা প্রতিটি জায়গায় কাস্টমার কেয়ার সার্ভিস প্রদান করেছে। যেখানে বাংলালিংক গ্রাহক যেকোনো সমস্যায় তাদের সহযোগিতায় পেতে পারবে। বাংলালিংক গ্রাহকরা সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার নাম্বারে কথা বলতে পারবে। তারা সবসময় চেষ্টা করে গ্রাহকদের নমনীয় ভাষায় কথা বলে সমস্যাগুলো বুঝিয়ে দিতে। তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার প্রশ্ন গুছিয়ে বলতে হবে।

জায়গার নাম ঠিকানা মোবাইল নাম্বার
বাংলালিংক কর্পোরেট হেডকোয়ার্টার্স অফিসের ঠিকানা বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, টাইগার্স ডেন # হাউস নং- 4, বীর উত্তম মীর শওকত শারক, গুলশান -1, ঢাকা-১২১২ 01500121121
 মতিঝিল হুমায়ূন কোর্ট গ্রাউন্ড ফ্লোর 21 মতিঝিল সি/এ, Dhakaাকা -১০০ 01550150061

 

গুলশান -২ রেঞ্জের তোরণ 153/a, গুলশান নর্থ এভিনিউ (নিচতলা, দক্ষিণ পাশ) গুলশান সার্কেল -2, ঢাকা
গুলশান -১ টাইগার্স ডেন প্লট 4, বীর উত্তম মীর শওকত শারক গুলশান -1,ঢাকা 01550150073
যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক লেভেল -4, ব্লক-সি, দোকান# 4c-015 প্রগতি শরণী, কুড়িল। 01500121121
মিরপুর আখন্দা টাওয়ার (প্রেস মার্কেট) ব্লক-খা, রোড -১, প্লট -12, সেকশন -6, মিরপুর -10, সেনপাড়া পরবোটা,ঢাকা
টঙ্গী টিএসএস ভাবন, টঙ্গী। 01550150061
রমনা রমনা বিটিসিএল কম্পাউন্ড, নিচতলা, গুলিস্তান, রমনা,ঢাকা -১০০০। 01554327598

 

যাত্রাবাড়ী 33/2 উত্তোর যাত্রাবাড়ী, নোয়াব স্টোন টাওয়ার, প্রথম তলা,ঢাকা -1204 01550157783
মোহাম্মদপুর লায়লা প্লাজা, H#27/1/A, রোড 3, গ্রাউন্ড ফ্লোর, শামোলি, Dhaka -1217 01550150004

 

কোতোয়ালি সদরঘাট নগর সিদ্দিক, দোকান # 14 (নিচতলা), জনসন রোড, সদরঘাট, Dhaka
সাভার বিটিসিএল টেলিফোন ভবন সাভার, Dhakaাকা -১40০ (সাভার বাসস্ট্যান্ডের কাছে)
লালবাগ আজিমপুর নিউমার্কেট মেইন গেটের বিপরীতে, বিটিসিএল কার্ড সেন্টার, নিউমার্কেট, আজিমপুর,
বাড্ডা হল্যান্ড সেন্টার, দোকান# 218, দ্বিতীয় তলা (মোবাইল মার্কেট), মধ্য বাড্ডা, 01550157798
তেজগাঁও বসুন্ধরা সিটি লেভেল # 3, দোকান # 05, ব্লক # বি বসুন্ধরা সিটি, পান্থপথ 01550150025
কেরানীগঞ্জ হাসনাবাদ, ১ ম তলা, সাজেদা ভবন, দক্ষিণ হাসনাবাদ, ১ ম তলা, সাজেদা ভবন, দক্ষিণ কেরানীগঞ্জ 01550150007
ভাটারা যমুনা ফিউচার পার্ক দোকান # 4C-035C, লেভেল-4, ব্লক # সি, মোবাইল জোন, যমুনা ফিউচার পার্ক, বারিধারা, 01550150094
গুলশান বিটিসিএল টেলিফোন ভবন (ডিসিসি মার্কেটের বিপরীতে), গুলশান -১ 01550157816
কাফরুল কচুক্ষেত ইব্রাহিমপুর, দোকান নং: 119, নিচতলা, রূপায়ন নওফা প্লাজা, কাফরুল Dhakaাকা সেনানিবাস, 01550157835
শাহজাহানপুর মালিবাগ বাড়ি # 92, মালিবাগ শহীদ ফারুক তসলিম রোড, (সোহাগ বাস স্ট্যান্ডের বিপরীতে), ১ ম তলা, মালিবাগ 01550157847
শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউ, বিটিসিএল কম্পাউন্ড, শংসাদ ভবনের বিপরীতে, শেরে বাংলা নগর 01550157846
রামপুরা বনশ্রী বাড়ি: 07, ব্লক: বি (মেইন রোড), নিচতলা, বনশ্রী, রামপুরা 01550157848
উত্তরা (ডাকঘর) উত্তরা পোস্ট অফিস, রোড# 07, সেকেন্ড# 03, উত্তরা মডেল টাউন 01550150061
গুলশান বাড়ি# 39, রোড# 116 গুলশান -01 01550157850
ফরিদপুর সদর বাহাদুর মার্কেট 14/111, হাজরতলা মহল্লা, ফরিদপুর সদর, গোয়ালচামট, ফরিদপুর 01550150075
গাজীপুর সদর-জয়দেবপুর নূর প্লাজা, নিচতলা, জয়দেবপুর চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর 01550150023
মানিকগঞ্জ বাড়ি # 75, অঞ্জলি সুপার মার্কেট, নিচতলা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ 01550150028
মুন্সীগঞ্জ সদর জুবিলি রোড, জগদ্ধাত্রী পাড়া, ওয়ার্ড নং- 2, খাল ইস্ট, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ 01550156760
নারায়ণগঞ্জ সদর সুফিয়া প্লাজা গ্রাউন্ড ফ্লোর, 123 বিবি রোড চাষাড়া, নারায়ণগঞ্জ 01550157786
টাঙ্গাইল সদর কালী বাড়ি রোড, ১ ম তলা, শচীন ম্যানশন, আদালত পাড়া, টাঙ্গাইল 01550150055

 

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button