জিপি ৫০০ এসএমএস কেনার কোড

অফিসের মিটিং অথবা বিভিন্ন ব্যস্ততায় থাকলে ফোনে কথা বলা সম্ভব হয়না। তখন এসএমএস এর মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করা যায়। গুরুত্বপূর্ণ যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায় এসএমএস। গ্রামীণফোন গ্রাহকদের জন্য জিপি এসএমএস অফার প্রদান করে। তাই আপনি চাইলে খুব কম খরচে আপনার বন্ধু-বান্ধব, অফিসের কলিগ অথবা ফ্যামিলির মানুষের সাথে এসএমএসের মনের কথা খুব অল্প বয়সে খরচ করে কথা জানাতে পারবেন। বাংলাদেশ জিপিতে খুব স্বল্প মূল্যে ৫০০ এসএমএস কিনতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে গ্রামীণফোন এসএমএস ক্রয় করা যায়।
আপনি যদি গ্রামীণফোন গ্রাহক হন তাহলে এই অফারটা আপনার জন্য। অফারটি জানতে এবং দায়িত্বে বিস্তারিত নিচে চোখ রাখুন।
জিপি ৫০০ এসএমএস কেনার কোড
অনেক মানুষ নিয়মিত চ্যাটিং এর মাধ্যম হিসেবে এসএমএস কে বেছে নিয়েছে কিন্তু কিভাবে স্বল্পমূল্যে এসএমএস প্যাক খেলা যায় সেই বিষয়ে এখনো অজ্ঞাত। সেসব গ্রামীনফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যের এসএমএস প্যাক সম্পর্কে জানতে চাচ্ছি। মাত্র 5 টাকায় 500 এসএমএস নিতে পারবেন। 500 এসএমএস এর মেয়াদ থাকবে 7 দিন। সরকারের ভ্যাটসহ ৬.০৫ টাকা মূল ব্যালেন্সে থাকতে হবে। প্যাকেজটি কিনতে সরাসরি মোবাইল অপশনে গিয়ে S6 লিখে ৮৪২৬ নাম্বারে পাঠাতে হবে।
জিপি ৫০০ এসএমএস কেনার কোড :
- এসএমএস অফার পাবেন ৫০০টি।
- মেয়াদ ৭ দিন জন্য।
মূল্য ৬.০৫ টাকা মূল ব্যালেন্সে থাকতে হবে। - প্যাকেজটি কিনতে S6 লিখে পাঠিয়ে দিন ৮৪২৬ নাম্বারে।
- ব্যালেন্স চেক করেন *৫৬৬*১৮#।