জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো হৃদপিণ্ড। হৃদপিণ্ড একবার স্টক হয় তাহলে না ফেরার দেশে চলে যেতে হবে। মানুষের হৃদপিণ্ড সবসময় সচল থাকে, কোনক্রমে একবার অচল হয়ে গেলে আর বেঁচে থাকার সম্ভবপর হয় না। তাই এই রোগ থেকে মুক্তির জন্য সবসময় কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। হৃদরোগের চিকিৎসা সবথেকে ভালো হয় ভারতের ভেলোর হাসপাতালে গেলে। তবে সেখানে খুব ব্যয়বহুল, যা সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশের হৃদরোগের ভালো চিকিৎসা দেওয়া হয়। যারা স্বল্পমূল্যে হৃদরোগের চিকিৎসা করতে চান, তারা জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ঢাকায় ঠিকানায় যেতে পারেন। সেখানে অভিজ্ঞ চিকিৎসকগণ রয়েছেন তারা নিয়মিত হৃদরোগের চিকিৎসা সেবা প্রদান করে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডাক্তারের তালিকা
- দ্রুত পড়ুন :
- জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট হাসপাতাল ঠিকানা ইমেইল এড্রেস মোবাইল নাম্বার
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিচালক নাম
- হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতলে এনজিওগ্রাম টেস্ট করার মূল্য
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডাক্তারের তালিকা
- বাংলাদেশের সেরা কার্ডিয়াক সার্জন ডাক্তার
- হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা ঢাকা
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট খরচ
- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন ও ভাড়া
- জাতীয় হৃদরোগ হাসপাতাল অ্যাম্বুলেন্স ভাড়া
- জাতীয় হৃদরোগ হাসপাতালের স্বল্পমূল্য অপারেশন
- জাতীয় হৃদরোগ হাসপাতাল এর সেরা সার্জারি ও কার্ডিওলজি ডাক্তার
হৃদরোগ থেকে মুক্তির জন্য ডাক্তারের পরামর্শ অপরিহার্য। তাই হূদরোগে স্পেশালিস্ট ডাক্তার গুলোর ঠিকানা, মোবাইল নাম্বার ও ই-মেইল ইত্যাদি তথ্যগুলো জানা দরকার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ডাক্তার তালিকা, তাদের ওয়েবসাইট, নাম্বার, ইমেইল ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো প্রদান করব। তথ্যগুলো সংগ্রহ করে রেখে দিল আপনার অনেক বড় উপকার হবে।এই সঠিক ঠিকানায় যেতে পারলে কোন প্রকার বিভ্রান্তি ছড়ায় ডাক্তার পরামর্শ নিতে পারবে।
জাতীয় রোগী ইনস্টিটিউট ও হাসপাতাল
বাংলাদেশের একমাত্র হৃদরোগ বিশেষজ্ঞ হাসপাতাল জাতীয় রোগ ইনস্টিটিউট। এখানে হৃদরোগে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়। বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ ও ভালো ডাক্তার সব সময় বসেন। তাই হৃদরোগ দিয়ে যারা চিন্তিত অনার্সে এখানে আসতে পারেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট মিরপুর শাখা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং আধুনিক চিকিৎসার একটি হাসপাতাল। যেখানে হৃদরোগের সবথেকে ভালো চিকিৎসা করানো হয়। বাংলাদেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত এই হাসপাতালে আসেন এবং চিকিৎসা প্রদান করেন। তাই হৃদ রোগীদের পছন্দের তালিকায় প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নাম থাকেন। যারা মিরপুরে বসবাস করেন তাদের জন্য জাতীয় রোগ ইনস্টিটিউট মিরপুর শাখা ঠিকানা, ইমারজেন্সি ফোন নাম্বার, কখন কোন ডাক্তার বসে সেই তথ্য প্রদান করা হবে।
Address: Plot-7/2, Dhaka 1216, Bangladesh
জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট হাসপাতাল ঠিকানা ও মোবাইল নাম্বার
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দেশের সর্ববৃহৎ হৃদরোগ হাসপাতাল। বাংলাদেশের মানুষ হৃদরোগের সমস্যায় পড়লে সবার আগে জাতীয় হৃদরোগ হাসপাতাল স্মরণ করে এবং সেখানে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের সেবা প্রদান করার জন্য দিন রাত ২৪ ঘণ্টা রোগী ভর্তি করা হয় এবং সেবা প্রদান করা হয়। রোগীদের সহযোগিতা করার জন্য সবসময় এমবিবিএস ডাক্তার সাথে অসংখ্য নার্স থাকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঠিকানা, ইমেইল এড্রেস, ওয়েবসাইট, প্রয়োজনীয় ফোন নাম্বার ও ডাক্তারের তালিকা প্রকাশ করা হলো।
কার্ডিওভাসকুলার ডিজিজের জাতীয় ইনস্টিটিউট
ঠিকানা: শেরে বাংলা নগর, Dhaka -1207, বাংলাদেশ
টেলিফোন: +88-02-9122560-74
ফ্যাক্স: +88-02-8142986
ইমেইল: info@nicvd.com.bd
ওয়েবসাইট: www.nicvd.gov.bd
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিচালক নাম
দেশে সেরা হূদরোগ প্রতিষ্ঠানে জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট ঢাকা। যেখানে স্বল্পমূল্যে চিকিৎসার জন্য বিখ্যাত। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এখানে চিকিৎসা সেবার জন্য আসে শুধুমাত্র কম টাকা পড়বে বলে। তার সাথে অবশ্যই গুণগত সেবা প্রদান করা হয়। এই হাসপাতালটি পরিচালনা করতেছে অধ্যাপক ডাক্তার মোঃ আফজালুর রহমান। তিনি এমবিবিএস কমপ্লিট করেছেন স্বনামধন্য রাজশাহী মেডিকেল কলেজ থেকে। ১৯৯২ সালে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি লাভ করে এবং ২০০৭ সালে কার্ডিওলজি বিষয়ে পিএইচডি করার জন্য বিদেশে গমন করে। রয়েল কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস উচ্চতর ডিগ্রি লাভ করেন। চিকিৎসাসেবায় অসংখ্য অবদান রাখার ফলে তাকে বিভিন্ন ধরনের পদক ও পুরস্কার দিয়ে ভূষিত করেছেন। এই গুণী ডাক্তার জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট পরিচালক হিসেবে দায়িত্ব পেয়ে সেখানকার অনেক উন্নতি করেছে। চিকিৎসাসেবা উন্নতির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ডক্টর আফজালুর রহমান।
ডক্টর আফজালুর রহমান
হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতলে এনজিওগ্রাম টেস্ট করার মূল্য
এনজিওগ্রাম টেস্ট করার জন্য দেশের বাহিরে করতে গেলে অনেক টাকা খরচ করে। কিন্তু জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট এনজিওগ্রাম সাশ্রয়ী মূল্যে করা যায়। এত কম টাকায় কোথাও এনজিওগ্রাম করতে পারবেন না। মাত্র ৫০০০ টাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ফাউন্ডেশন এনজিওগ্রাম করতে পারবেন।
এনজিওগ্রাম টেস্ট খরচ মাত্র ৫০০০ টাকা
বাংলাদেশের সেরা কার্ডিয়াক সার্জন ডাক্তার
হৃদরোগের সমস্যা হলে অবশ্যই বাংলাদেশের সেরা স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তাহলেই খুব কম সময়ে হৃদ রোগ থেকে মুক্তি পেতে পারেন। অনভিজ্ঞ সম্পন্ন ডাক্তার কাছে পরামর্শ গ্রহণ করলে এই রোগ থেকে মুক্তি পেতে অনেক সময় লাগতে পারে। তাই বুদ্ধিমান মানুষরা দেশ সেরা কার্ডিয়াক সার্জন নির্ভর করে। আমরা আপনাদেরকে বাংলাদেশের সেরা কার্ডিয়াক সার্জন এর তালিকা প্রদান করব। যেখানে আপনার হৃদরোগের সব সমস্যা সমাধান করতে পারবেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট খরচ
বুকের পাজরের হাড় না কেটে অস্ত্রোপচার করে সফল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা। মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করতে ওপেন হার্ট সার্জারি করতে হতো কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও অত্যাধুনিক মেশিন ও ডাক্তার এর সমন্বয়ে খুব ছোট একটি ছিদ্র করে এই অপারেশন করা হয়। এই অপারেশন করলে তুলনামূলকভাবে রোগী কম ব্যথা ও কষ্ট হয়। পাশাপাশি শরীরের বেশি অংশ কাটতে প্রয়োজন পড়ে না। এই ধরণের অপারেশন বাংলাদেশের প্রথম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সম্পূর্ণ হয়েছে।
বাংলাদেশের যে কোন বেসরকারি হাসপাতালে এই ধরনের গুরুত্বপূর্ণ অপারেশন লক্ষ্য করা যায়নি। জাতীয় হার্ট ফাউন্ডেশন হৃদ রোগের অপারেশন এর প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ ও সরঞ্জাম রয়েছে। যা বিদেশ থেকে অনেক টাকা খরচ করে রপ্তানি করতে হয়েছে। ওপেন হার্ট সার্জারি করতে মাত্র ৫০০০ টাকা খরচ হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। এই সুবর্ণ সুযোগ শুধুমাত্র জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এর সম্পর্ক সম্ভব।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিন ও ভাড়া
গুরুতর সকল ধরনের হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এই সরকারি হাসপাতাল। অপারেশনের কারণে দিন রাত্রি যাপন করতে হয়। অপারেশন রোগী সহ ফ্যামিলি সদস্যদের জন্য কেবিন, নন এসি, কেবিন এসি কেবিন ব্যবস্থা করা হয়েছে। মোট নয়টি ওয়ার্ড ও ১০ টি কেবিন আছে ।যার মোট আসনসংখ্যা ৪৮০ টি। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকের দেখা মিলবে। ভাড়ার তালিকা টেবিল আকারে দেওয়া আছে দয়া করে দেখবেন।
সিট তালিকা | ভর্তি ফি | প্রতিদিনের ভাড়া |
নরমাল বেড | ১৫ টাকা | ২২৫ টাকা |
নন এসি কেবিন | ১৫ টাকা | ৪৭৫ টাকা |
কেবিন | ১৫ টাকা | ১০০০ টাকা |
জাতীয় হৃদরোগ হাসপাতাল অ্যাম্বুলেন্স ভাড়া
রোগীদের যাতায়াত সার্ভিস সুবিধা দেওয়ার জন্য ৯টি এম্বুলেন্স চলাচল করে। অ্যাম্বুলেন্স ড্রাইভারগন অধিক অভিজ্ঞতা সম্পন্ন। তাই কোনো ধরনের ঝুঁকি হবে না ও দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে। ঢাকা মহানগরীতে ভিতরে বাসা থেকে রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য ৮৫০ টাকা প্রদান করতে হয়। এম্বুলেন্স ভাড়ার জন্য যোগাযোগ নাম্বার তালিকা টেবিল থেকে দেখবেন।
এম্বুলেন্স সংখ্যা |
ভাড়া |
যোগাযোগ নাম্বার |
৯ টি |
৮৫০ টাকা |
৯১২২৫৬০ ও ৮১২০০৩৩ |
জাতীয় হৃদরোগ হাসপাতালের স্বল্পমূল্য অপারেশন
বেসরকারি হাসপাতালে হৃদরোগজনিত অপারেশন অনেক ব্যয়বহুল। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্বল্পমূল্যে যেসব অপারেশন করতে পারবেন তার তালিকা নিম্নরূপ।
- হৃদ সিজারিয়ান
- এনজিওগ্রাম
- ফিজিওলজি
- এ্যানাটমী
- হৃদ স্ক্যানিং
জাতীয় হৃদরোগ হাসপাতাল সেরা সার্জারি ও কার্ডিওলজি ডাক্তার
ডা: এ এম আসিফ
- ভাসকুলার
- সার্জারি বিভাগ
ডক্টর মোহাম্মদ ইউসুফ
- এমবিবিএস
- ভাসকুলার
- সার্জারি বিভাগ
ডাক্তার খান নাজমুল ইসলাম
- এমবিবিএস
- ডিএনডি
- কার্ডিওলজি
ডাক্তার নির্মল কান্তি
- এমবিবিএস
- ডিএনসি
- কার্ডিওলজি
ডাক্তার মোঃ ইশতিয়াক আহমেদ
- এমবিবিএস, বিসিএস
- কার্ডিওলজি ও ভাসকুলার
হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা ঢাকা
মানুষ দূর-দূরান্ত থেকে হার্ট ফাউন্ডেশনে আসে সুলভ মূল্যে চিকিৎসা করতে। হার্ট ফাউন্ডেশন এর অভিজ্ঞতা সম্পন্ন ভালো মনে হয় ভাল মানের চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে পারবেন। সিমীত টাকা খরচ করে হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা দেখবেন এবং বেশি দেরি না করে দ্রুত হাসপাতালে আসবেন। তাহলে কোন প্রকার ভোগান্তি পোহাতে হবে না থেকে আশাকরি রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন।
কার্ডিয়াক সার্জারি ডাক্তারের তালিকা
অধ্যাপক
- অধ্যাপক এম নবী আলম খান
- অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ
- অধ্যাপক এন, এ কুমারুল আহসান
- অধ্যাপক আবুল কুইসেম
সহযোগী অধ্যাপকগণ
- খাজা নাসির উদ্দিন মাহমুদ
- এস.এ.এম. আব্দুস সবুর
- সুমন নাজমুল হোসেন
- মোহাম্মদ জাকারিয়া
সহকারী অধ্যাপকগণ
- মো: ফজলে মারুফ
- গোলাম কিবরিয়া
- মো: জুলফিকার রশিদ
- মোহাম্মদ আখতার হোসেন
- সুনীল কুমার সরকার
- মুহাম্মদ কামরুল হাসান
আবাসিক সার্জন
- নুরুউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর
রেজিস্ট্রার
- মো : আব্দুল সাত্তার
- খলিফা মাহমুদ তারিক
পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি
- কাজী আবুল হাসান
- সহকারী অধ্যাপক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডাক্তারের তালিকা
এস এ নুরুল আলম
- সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান
- এমবিবিএস, পিএইচডি
- snurulalam@yahoo.com
জিএম মকবুল হোসেন
- সহকারী অধ্যাপক
- এমবিবিএস, এমএস
- dr.mokbul@yahoo.com
ডা.এনামুল হাকিম
- সহকারী অধ্যাপক
- এমবিবিএস, এমএস
- drmehakim@yahoo.com
ড.নরেশ চন্দ্র মন্ডল
- সহকারী অধ্যাপক
- এমবিবিএস, এমএস
ড.নির্মল কান্তি দে
- আবাসিক সার্জন
- এমবিবিএস, এমএস
- nirmal@yahoo.com
ডা.আবুল হাসান মুহাম্মদ বাশার
- রেজিস্ট্রার
- এমবিবিএস, পিএইচডি
- ahmbashar@yahoo.com
ডা.মো : ফিদাহ হোসেন
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস, এমএস
- fidah.hossain@gmail.com
ডা. নাজমুস সাবাহ
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস, এমএস
- mnsabah@yahoo.com
ডা. আব্দুল্লাহ আল মামুন
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস, এমএস
- draamamun@yahoo.com
ডা.সাইনুর সামাদ
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস
- sainoors@yahoo.com
ডা. আশফাক আরিফ
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস, এমএস
- drashfaqarif@yahoo.com
ডা. মো: সাইফুল ইসলাম সিরাজী
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস
- siraji1972@yahoo.com
ডা. কায়সার হারুন
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস, এমএস
- Kaisar298@yahoo.com
ডা. মনসুর রহমান চৌধুরী
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস
- monsurrahman@yahoo.com
ড. মোহাম্মদ কামরুল কিবরিয়া
- সহকারী রেজিস্ট্রার
- এমবিবিএস
- drkkibria@yahoo.com
ডা. সৈয়দ মুশফিকুর রহমান
- সম্মানিত মেডিকেল অফিসার
- এমবিবিএস, এফসিপিএস (চূড়ান্ত অংশ)
- dr.musfiq@yahoo.com