কম খরচে কথা বলার অ্যাপ। 25 পয়সা মিনিট যেকোনো নাম্বারে

বর্তমান সময়ে সিম অপারেটর কোম্পানিগুলো মিনিট অনেক চড়া দাম। প্রতিটি সিম অপারেটরের কল রেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাইতো মানুষ সাশ্রয়ী হতে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে স্বল্পমূল্যে কথা বলার চেষ্টা করতেছে আজকে আমরা সেরকম একটি অ্যাপ সম্পর্কে আপনাদের ভাড়া নাটক যেখানে মাত্র 30 পয়সা খরচ করে কথা বলতে পারব। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্তে যেকোন অপারেটরের নাম্বারে 30 পয়সা মিনিট কথা বলার সুযোগ রয়েছে। যে অ্যাপটির নাম হল আলাপ অ্যাপস এই অ্যাপস এর মাধ্যমে কোন দেশের সবথেকে কম খরচে কথা বলতে পারেন।
- খুব সহজে পড়ুন :
- আলাপ অ্যাপ একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-
- আলাপ অ্যাপ একাউন্ট খোলার নিয়ম
- আলাপ একাউন্ট সুযোগ-সুবিধা
- আলাপে অ্যাপ রিচার্জ করার নিয়ম
আলাপ অ্যাপটি বিটিসিএল দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচিত। আমরা যে সকল যেগুলোর অফারে কথা বলি সেখানে 30 পয়সা মিনিট কথা বলার কোন সুযোগ নেই এই অ্যাপটির মাধ্যমে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেকোন সিম অপারেটর এ কথা বলতে পারবেন শুধুমাত্র 30 পয়সা কল রেট এছাড়াও কিছু কিছু স্পেশাল নাম্বারে এর থেকে কম নাম্বার কম টাকায় কথা বলতে পারেন। বর্তমানে রেগুলার সিম অপারেটরের এফএনএফ নাম্বার এ এফএনএফ নাম্বারে কম টাকা কাটে কিন্তু সব অপারেটর সিম এফএনএফ নাম্বার কথা বলতে পারবেন না। তাই 30 পয়সা মিনিটে যদি কথা বলতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে।
এই অ্যাপটির মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন করে একটি এক্সপেরিয়েন্স হবে সেটি হল অ্যাপের মাধ্যমে কথা বলার সুযোগ। কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন তা অনেকে জানেনা ও বুঝে না। বেশিরভাগ মানুষ এই অ্যাপটি সম্পর্কে জানার অনেক কৌতুহল। তাই তাদেরকে বোঝানোর জন্য আজকে আমরা এই আর্টিকেলটিতে আলাপ অ্যাপ সম্পর্কে আলোচনা করব।
আলাপ অ্যাপ একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-
- একটি স্মার্ট মোবাইল ফোন লাগবে।
- স্মার্ট ফোন দিয়ে আলাপ অ্যাপ ইন্সটল করতে হবে।
- অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড ছাড়া একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না।
- ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে।
আলাপ অ্যাপ একাউন্ট খোলার নিয়ম-
- গুগল প্লে স্টোর থেকে আলাপ অ্যাপ ইন্সটল করতে হবে।
- যখন আলাপ অ্যাপ ইন্সটল করবেন। তারপর কন্টিনুয়ে বাটনে ক্লিক করুন।
- তারপর যে নাম্বার দিয়ে আলাপ একাউন্ট খুলতে চান। সে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর কন্টিনুয়ে বাটনে ক্লিক করুন।
- যে নাম্বারটি দিয়ে আলাপ অ্যাপ রেজিস্টার করেছেন। সেটি দিয়ে একটি পিন সেট আপ করুন
- আইডি কার্ডের ব্যবহার করে একাউন্টি ভেরিফাই করতে হবে। এরপর এনআইডি কার্ডের এপিঠ-ওপিঠ উভয় অংশে ছবি তুলে সাবমিট করতে হবে।
- এরপর ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
আলাপ একাউন্ট সুযোগ-সুবিধা –
- সবথেকে বড় সুবিধা আলাপে মাত্র 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন।
- আলাপ অ্যাপ সকল ধরনের তথ্য রেকর্ড করার সুবিধা রয়েছে।
- এই অ্যাপের মাধ্যমে মেসেজ করার সুযোগ রয়েছে।
- আলাপ অ্যাপটি রেজিস্ট্রেশন করলে বোনাস হিসেবে ১৫ মিনিট পাবেন।
- আলাপে অফলাইন এবং অনলাইনে কথা বলার সুযোগ রয়েছে।
আলাপে অ্যাপ রিচার্জ করার নিয়ম :
আপনারা হয়তো অনেকেই চিন্তিত আছেন কিভাবে আলাদা পে রিচার্জ করা যায় তাই আপনার চিন্তা মুক্ত করার জন্য আমরা আলাপ এর রিচার্জ করার পদ্ধতি গুলো জানেন তবে সঠিকভাবে বললে অবশ্য আলাদা পে রিচার্জ করতে পারবেন এবং নিয়মিত কথা বলতে পারবেন।
- আলাপ অ্যাপ ক্লিক করে ওপেন করুন তারপর মেনি অপশনে ক্লিক করে প্রবেশ করুন।
- এরপর রিচার্জ অপশন দেখবেন। সেখানে ক্লিক করতে হবে।
- রিচার্জ বাটনে ক্লিক করার পর।পেমেন্ট মেথড দেখতে পারবেন। প্রেমেন্ট মেথড সিলেক্ট করার পর কন্টিনুয়ে বাটনে ক্লিক করুন।
- পেমেন্ট মেথদ অপশনে গিয়ে নগদ অথবা বিকাশে অ্যাকাউন্ট ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
এভাবে খুব সহজে আলাপ অ্যাপে রিচার্জ করতে পারবেন। এই পোষ্টটি সম্পর্কে কোন প্রশ্ন বা অভিযোগ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার অভিযোগ এবং প্রশ্নটিই উত্তর দেওয়ার ধন্যবাদ।