Airtel Offer

এয়ারটেল মিনিট চেক- কিভাবে এয়ারটেল মিনিট চেক করতে পারবেন।

আপনি কি এয়ারটেল সিম ব্যবহার করতেছেন। এয়ারটেল এর মিনিট কিভাবে ডায়াল করতে হয় সেটা জানতে চেয়েছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা আপনাদেরকে জানাবো এয়ারটেল এর মিনিট চেক করা সম্পর্কে। বর্তমানে এয়ারটেল এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এয়ারটেলের গ্রাহক বেশি হওয়ার ফলে এয়ারটেল এর মিনিট প্যাক গুলো সবাই পছন্দ করে এবং ব্যবহার করে। তাইতো এয়ারটেল সিম মিনিট প্যাক জানা খুবই জরুরী। প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হবে।

আমাদের এই পোস্টের মাধ্যমে আরও জানতে পারবেন এয়ারটেল এর মিনিট অফার সম্পর্কে। তাই দেরি না করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন ও কিভাবে মিনিট চেক করতে হয় সেই পদ্ধতিটি শিখে নেন। এছাড়া এয়ারটেলের অফার গুলো নিচে দেওয়া হবে।

এয়ারটেল মিনিট চেক কোড

বর্তমান সময়ে বাংলাদেশে এয়ারটেলের প্রচুর গ্রাহক রয়েছে। এয়ারটেল যে সুযোগ-সুবিধা প্রদান করেছে তা অন্যান্য সিম অপারেটর কোম্পানি তুলনায় অনেক বেশি। বেশিরভাগ মানুষগুলো মিনিট বান্ডেল প্যাক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যখন মিনিট অফার গ্রহণ করে তখন সবাই মিনিট চেক করতে চায়। যখন মিনিট চেক করার কোড অথবা পদ্ধতি জানা থাকে না তখন অনেক সময় মিনিট গুলো নষ্ট হয়ে যায়। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা এয়ারটেল এর মিনিট চেক করার কোড জানিয়ে দেবো। এই কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কত মিনিট কথা বলেছেন এবং আপনার মিনিটের অবশিষ্ট মেয়াদ কত সময় পর্যন্ত। মিনিটের মেয়াদ এর আগে যদি কথা বলে থাকেন তাহলে আপনার মিনিট গুলো কাজে লাগবে। মেয়াদ শেষ হওয়ার পর অবশিষ্ট মিনিট গুলো নষ্ট হয়ে যাবে। তাই এয়ারটেল এর মিনিট চেক কোড জানা খুবই জরুরী। নিচে এয়ারটেল এর মিনিট চেক কোড দেখে নিন।

এয়ারটেল মিনিট চেক কোড  *৭৭৮*০#

এয়ারটেল মিনিট কেনার কোড

এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। কারণ এটেল তাদের প্রিয় হওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর মিনিট প্যাকেজ বান্ডেল অফার চালু করেছে। এয়ারটেল মিনিট প্যাক অফারগুলো সাপ্তাহিক, মাসিক ও ঘন্টা হিসেবে নিতে পারবেন। তাই প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলতে হলে এয়ারটেল সিম ব্যবহার করুন।এয়ারটেল সিমের অফার গুলো বিস্তারিত জেনে নিন।

এয়ারটেল মিনিট অফার 2021

এয়ারটেল মিনিট অফার মূল্য মেয়াদ এক্টিভেশন কোড
10 Minutes 6 Tk 2 Days *121*06#
12 Minutes 8 Tk 12 Hours *121*08#
22 Minutes 14 Tk 16 Hours *121*014#
28 Minutes 18 Tk 24 Hours *121*18#
35 Minutes 23 Tk 2 Days *121*23#
45 Minutes 28 Tk 3 Days *121*28#
70 Minutes 46 Tk 7 Days *121*46#
85 Minutes 53 Tk 7 Days *121*53#
115 Minutes 74 Tk 7 Days *121*074#
160 Minutes 97 Tk 7 Days *121*97#
190 Minutes 118 Tk 10 Days *121*0118#
325 Minutes 199 Tk 30 Days *121*0199#
800 Minutes 488 Tk 30 Days Recharge
150 Minutes+ 400MB 93 Tk 7 Days *121*93#
450 Minutes+1GB 278 Tk 30 Days *121*278#

নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং দারুন দারুন অফার গুলো জেনে নিন। এয়ারটেল সহ সকল সিম অফার এর তথ্য এখানে রয়েছে ।তাই আপনার প্রয়োজনে আমাদের আর্টিকেলগুলো দেখতে পারেন। কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button