আপন মানুষ নিয়ে উক্তি,বানী,ক্যাপশন

জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সেই সমস্যাগুলো সমাধান করার সময় আপন মানুষ পাশে থাকে সবসময়। সব ধরনের বাধা-বিপত্তিতে আপন মানুষের সহযোগিতা একান্ত কাম্য। কিন্তু এই সময়ে অন্য মানুষরা খুব সহজে দূরে সরে যায়। বিপদে অন্য বাকি মানুষরা মজা পায়। কিন্তু আপন মানুষ সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কখনোই দূরে ঠেলে দেয় না।আপন মানুষ জীবন গুরুত্বপূর্ণ সহযোগিতা করে। আবার জীবনের ভাঙতেও বেশি সময় লাগে না।

স্বার্থের টানে খুব সহজেই তারা বদলে যেতে পারে। তাদের দেওয়া একটি কষ্ট আপনার জীবন ধ্বংস হওয়ার মূল কারণ। প্রথম সময়ে দেখা গিয়েছে যাদের উপর বেশি বিশ্বাস রেখেছেন। তারাই ধোঁকা দিয়ে অনেক বড় বেশি ক্ষতি করে। আপন মানুষের দুঃখ ভোলা খুব মুশকিল। তাদের দেওয়া কষ্ট গুলো সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাদের উপর বেশি বিশ্বাস রাখেন সেই বিশ্বাস খুব সহজে ভেঙ্গে ফেলে। আপন মানুষ সম্পর্কে অনেক অনলাইনে বিভিন্ন ধরনের উক্তি অনুসন্ধান করে। এই পোস্টে আমরা জানাবো আপন মানুষ নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি।

আপন মানুষকে যতবার দূরে সরিয়ে দিতে চাইবেন। ঠিক ততবারই বেশি কাছে টানে আসে। আপন মানুষ স্মৃতিগুলো সব সময় তাড়া করে। তার সাথে ভালো সময় কাটার মুহূর্তগুলো কোনভাবে ভুলে থাকা সম্ভব না। আপন মানুষের কাছ থেকে কোনদিন ধোকা খেলে, তাকে সারা জীবন মনে রাখতেই হবে। কোন কিছু দিয়েও কোনভাবেই ভুলতে পারা সম্ভব নয়। আপন মানুষের ভালোবাসার সেরা মুহূর্ত কোনভাবেই মন থেকে মুছে ফেলা যায় না। আবার তাদের দেওয়া কষ্ট গুলো কোনভাবে ভুলা সম্ভব না এটাই সাধারণত প্রকৃতির নিয়ম।

আপন মানুষকে নিয়ে উক্তি

ভালোবাসার আপন মানুষটিকে কাছে পাওয়ার জন্য কত কিছুই করে। কিন্তু শেষ পর্যন্ত সেই আপন মানুষটি তাকে ছেড়ে দূরে চলে যায়। কোনদিন তার সাথে আর কোন যোগাযোগ রাখে না। তখন আপন মানুষের উপরে ঘৃণা জন্মে এবং ধোকা দেওয়ার কথাগুলো সবসময় মনে পড়ে। আমরা চেষ্টা করব আপন মানুষগুলোকে কাছে কোন ভাবে ছেড়ে না দিতে।

  • পৃথিবীতে এত এত মানুষের ভিড়ে শুধুমাত্র হাতেগোনা কয়েকজন মানুষকেই আমরা আপন ভাবি। তাদের প্রতি আমাদের ভালোবাসা দিনকে দিন বাড়তে থাকে। এই আপনজনদেরকে আমরা ভালোবাসার চাদরে ঢেকে রাখতে চাই।
  • আপনি যদি কাউকে আপনার আপনজন হিসেবে পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে তার প্রিয় জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে।
  • এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের পরিবার এবং আমাদের আপনজন। সেই সবচেয়ে বড় সৌভাগ্যবান। যার কয়েকজন বিশ্বস্ত আপনজন রয়েছে।
  • নিজের দুঃসময়ে আপনজনকে পাশে পাওয়া, অন্ধকারে আলোর প্রদীপ খুঁজে পাওয়ার মতোই আনন্দের।
  • দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায়। তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন। আমাদের কখনো আপনজনদেরকে হারানো উচিত নয়।

আপনজন নিয়ে ক্যাপশন

আপনি যদি একটা শান্তিময় পৃথিবী চান। তাহলে আপনার উচিত আপনার আপনজনদের সাথে ভালো ব্যবহার করে, তার সূচনা করা।

হাজার মানুষের ভিড়েও যখন আমরা শুধুমাত্র কয়েকটি মুখ খুঁজি, তারাই আমাদের আপনজন।

একজন মানুষ তখনই অন্য কারো আপন হয়ে ওঠে। যখন সে তার আশেপাশের মানুষগুলোকে নিজের আপনজন করে নেয়।

আসলে সময় থাকতে আমরা আমাদের আপনজনের মূল্য বুঝি না। ‌ হারিয়ে গেলে তখন পাগলের মত খুঁজি। ‌

আপনজনদের মুখ আসলে তারার মত। দুচোখে গোনা যায় না।

আপনজন নিয়ে বানী

  1.   সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলোর মধ্যে অন্যতম হলো পরিবারের সবাই আপনজনদের নিয়ে একসাথে খাবার খাওয়া।
  2.  সবচেয়ে আপন মানুষ আপনাকে কষ্ট বেশি দিবে।
  3.  আপন মানুষের সাথে ভালো ব্যবহার করো।
  4.  আপন মানুষ বিপদের সময় তোমার পাশে থাকবে।
  5.  বিপদে চেনা যায় আপন মানুষদের তারা তখন কি রকম ব্যবহার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top