স্ট্যাটাস

অবহেলা নিয়ে স্ট্যাটাস কষ্টের এসএমএস, চিঠি ও অবহেলা ফেসবুক স্ট্যাটাস!

প্রিয় মানুষটির যখন থেকে অপছন্দ, ঘৃণা, তার কাছ থেকে দূর করার চেষ্টা করতেছে তখনই বুঝতে পারবেন আপনি অবহেলার শিকার হচ্ছেন। অনেকে আবেগের প্রসূত বলে থাকি প্রিয় মানুষটিকে থাকা ছাড়া থাকা অসম্ভব কিন্তু বাস্তবতা ভিন্নরূপ। বিখ্যাত মানুষেরা বলেছেন প্রিয় মানুষ ছাড়া থাকতে কিছুদিনের জন্য কষ্টদায়ক তবে সময়ের সাথে তা ঠিক হয়ে যায়। একটা সময় গভীরভাবে লক্ষ্য করে দেখবেন জীবনে অনেক কিছু আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু যায় আসে না।

আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি অবহেলা নিয়ে মনীষীদের উক্তি, স্ট্যাটাস, এসএমএস, কবিতা ও অবহেলা পিক। আশা করি এসকল বিষয় গুলো আমরা প্রকাশ করতে চাচ্ছি সেগুলো খুব ভালো লাগবে।

কাছের মানুষের অবহেলা খুব কষ্টদায়ক

পর মানুষ কষ্ট দিলে কিছু যায় আসে না কিন্তু আপন মানুষ কষ্ট দিলে অনেক কিছু হয়ে যায়। এমনকি জীবন নষ্ট হওয়ার প্রবণতা অনেক থাকে। আপন মানুষ কষ্ট খুব হৃদয় বিদারক হয় যা সহ্য করার ক্ষমতা অনেকে থাকে না। আপন মানুষের দেওয়া কষ্টগুলো হৃদয়ের রক্তক্ষরণ করে পরবর্তীতে মানুষ খারাপ ডিসিশন নিতে বিন্দু পরিমান দেরি করে না। তবে সেই সময়ের সঠিক সিদ্ধান্ত হবে প্রচুর ধৈর্য ধারণ করা ও নিজেকে শক্ত রাখা। আপনার যদি কোন প্রকার দোষ না থাকে অকারণে আপনাকে ছেড়ে কষ্ট দিয়েও অন্যথায় চলে গিয়েছে তাহলে প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করুন একদিন সফল ভেঙ্গে আপনার কাছে চলে আসবে।

অবহেলা নিয়ে স্ট্যাটাস

বিখ্যাত ব্যক্তি ও মনীষীরা অবহেলা নিয়ে অনেক বিখ্যাত প্রবন্ধ ও স্ট্যাটাস প্রদান করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবহেলা নিয়ে সুন্দর সুন্দর উক্তি প্রতিটি কথা অবহেলিত মানুষকে উৎসাহিত করবে। রোমান্টিক কবিতার রাজপুত্র হুমায়ূন আহমেদ মজার মজার উক্তি গুলো সবার পছন্দ। সেগুলো জানতে চাইলে নিচের স্ট্যাটাস গুলো মনোযোগ সহকারে পড়ো।

  • ঘৃণিত হওয়ার চেয়ে কষ্টের হলো অবহেলিত হওয়া, কেননা সেক্ষেত্রে তুমি তোমার অস্তিত্বই খুজে পাও না -অনুরাগ প্রকাশ রয়
  • নেতিবাচক চিন্তাধারার মানুষের এরিয়ে চলাই ভালো, কেননা তাদের কাছে সকল সমাধানের একটি সমস্যা আছে। — আলবার্ট আইনস্টাইন
  • . আমি কিসের বিরুদ্ধে আছি তাতে মনযোগ দেই না, বরং নিজের লক্ষ্যে মনযোগ দিয়ে বাকি সব অবহেলা করি। — ভেনাস উইলিয়ামস
  • জীবন একটাই, কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাচতে শেখা যায় তবে একটিই যথেষ্ট। — মে ওয়েস্ট
  • সমালোচনা এড়িয়ে চলাই উত্তম, মূল লক্ষ্য থাকা উচিত নিজের গন্তব্যের দিকে।— ক্রিস পাইন

অবহেলা  কবিতা

অবহেলিত ব্যক্তিই বোঝে অবহেলার স্বাদ কতটা ঝাঁঝালো।আমি অবহেলিত,তার জন্য ধন্যবাদ জানায় আমাকে অবহেলা করা সেই মানুষটিকে।তার অবহেলা না পেলে হইতো আমি আজো বোকা থেকে যেতাম।

  • তোমার অবহেলা সহ্য করতে করতে আজ আমি ঘুরে দাঁড়িয়েছি। আজ আর কারো অবহেলার সামর্থ্য নেই আমাক কাঁদানোর
  •  দূরের মানুষ গুলোর অবহেলাকে অবহেলা মনে হয়না, কাছের মানুষ গুলোর অবহেলা মৃত্যু যন্ত্রণার চাইতেও ভয়াবহ হয়।
  • অবহেলা না করে যত্ন নাও, যত্ন ছাড়া বৃক্ষও ফল দেইনা। তুমি কিভাবে ভাবলে,যত্ন ছাড়া সম্পর্ক অটুট থাক
  • তুমি আজ কারণে অকারণে আমায় ব্যাস্ততার অজুহাত দেখাও,হাজার ব্যস্ত থাকলেও প্রিয় মানুষের জন্য একটু সময় রাখা যায়।এইটা তোমার ব্যস্ততা নাকি তোমার ব্যস্ততা নামের আমাকে দেওয়া অবহেলা?

অবহেলার বাছাইকৃত এসএমএস

আপনারা এখান থেকে আপনাদের পছন্দমত অবহেলা নিয়ে স্ট্যাটাস বা অবহেলা নিয়ে ক্যাপশন বাছাই করে নিতে পারবেন।কারণ আমি এখানে বেশ কিছু অবহেলা নিয়ে স্ট্যাটাস এবং অভিন্ন ক্যাপশন শেয়ার করেছি।

”  বন্ধু তুই ভালো থাকিস
আমি চল্লাম আজ অনেক দুরে
যানিনা কোন কারনে এভাবে গেলি ”

”  আমায় একা করে
তাই আমিও চল্লাম সেই পথে
যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে. ”

”  প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও,
তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে
এটাই হয়তো পৃথিবীর নিয়ম ”

”  সুখ নামের ময়না পাখি..
হয়তো আর আসবেনা ফিরে
আমার এই মনের ছোট ঘরে |
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে ”

”ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ”

” যাদের গার্লফ্রেন্ড নাই, তারা আজ মন খারাপ করবেন না

কেননা আপনি আজ অনেক পাপ থেকে মুক্ত ! ”

‘ কাউকে কখনো ভুলেও আপনার দুর্বলতা গুলো বলবেন না।

আজ হয়তো আপন ভেবে তাকে বলছেন,

অথচ কাল সে আপনার সেই দুর্বলতায়

আঘাত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না ”

” একটা অপরিচিত মানুষ যখন আপন হয়,

তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে .

আবার যখন সে ভুলে যায়,

তখন মনে হয় অন্তরের গহিন থেকে হৃদয়টা ছিড়ে নিয়ে গেছে। ”

  •  আপনি নিজেই চুপ থাকুন। কোন কাজের জন্য অবহেলা করলে সেইটা আর তার সামনে করবেন না, কোন কথা বললে আপনি চুপ থাকুন। জ্ঞানী লোকেরা খুম কম কথা বলে বেশি কাজ করেন।
  • কাজ দিয়ে প্রমাণ করুন। বিখ্যাথ মানুষগুলো তর্কে নয় কাজে জিতেছে। কেউ আপনাকে ছোট করে দেখলে তাকে বেষ্ট কাজ দিয়ে প্রমাণ করে দিন যে আপনি ও পারেন।
  • ভালোবাসার মানুষের সবকিছুই সহ্য করা যায়। কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না।’ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা এটি। আপনি যাকে ভালোবাসেন তার অবহেলার পাত্র হতে কখনোই আপনার ভালো লাগবে না।
  • কোন রকম ভুল বা দোষ ছাড়াও যদি কোন মানুষ আপনাকে অবহেলা করে তাহলে কারণটি বের করুন এবং সমাধান খুজুন। যে অবহেলা করছে তাকে বুঝান আপনি নিজেও বুঝার চেষ্টা করুন।

অবহেলার কষ্টের পিক

Admin

Hello, This content has published by the Site Admin. At various times, we appoint different Admin for this Website and they manage content and everything during the period. Thank you for being with us. Have a nice day!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button